Ajker Patrika

জয়ে শুরু বার্সার, জোড়া গোল করে উচ্ছ্বসিত লেভা 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১২: ৪০
জয়ে শুরু বার্সার, জোড়া গোল করে উচ্ছ্বসিত লেভা 

লা লিগার নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার মাঠে ভ্যালেন্সিয়াকে গতকাল ২-০ গোলে হারিয়েছে বার্সা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন রবার্ট লেভানডফস্কি।  

২০২৩-২৪ মৌসুম যখন শেষ পর্যায়ে, তখন বার্সেলোনার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন জাভি হার্নান্দেজ। কদিন পরই বার্সায় কোচিং পদে নিয়োগ দেওয়া হয় হ্যান্সি ফ্লিককে। ফ্লিকের অধীনে মৌসুম শুরুর ম্যাচটা বার্সা গত রাতে খেলেছে মেস্তায়া স্টেডিয়ামে। বার্সার দুটি গোলই করেছেন লেভানডফস্কি। লামিনে ইয়ামালের অ্যাসিস্ট থেকে লেভা করেছেন প্রথম গোল। দ্বিতীয় গোল লেভা করেছেন পেনাল্টি শুটআউটে। ম্যাচ শেষে মুভিস্টারকে বার্সার তারকা স্ট্রাইকার বলেন, ‘জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল। এমন কঠিন স্টেডিয়ামে আমরা অনেক সমস্যার মোকাবিলা করেছি।’ 

পরিসংখ্যান বলছে, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। ৬৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বার্সা করে ৬ শট। অন্যদিকে ভ্যালেন্সিয়া বল দখলে রেখেছিল ৩৫ শতাংশ। বার্সেলোনার লক্ষ্য বরাবর ভ্যালেন্সিয়া নেয় ২ শট। তবু বার্সা প্রথমে জালের দেখা পাচ্ছিল না। ৪৪ মিনিটে ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড হুগো দুরো। সেখান থেকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতাসূচক গোল করেন লেভা। ৪৯ মিনিটে করেন দ্বিতীয় গোল। ম্যাচ শেষে লেভা বলেছেন, ‘প্রথম ২০-২৫ মিনিট ভালো খেলতে পারিনি। প্রথমার্ধে তাদের বক্সের কাছাকাছি যেতে অনেক চেষ্টা করেছি। সমস্যাও হচ্ছিল। এর পর থেকেই আমরা ভালো খেলতে থাকি। তিন-চারজন তরুণ খেলোয়াড় নিয়ে আমরা সফল হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত