গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ১৪: ৪৫
আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৫: ০৮

কোপা আমেরিকার নতুন চ্যাম্পিয়ন পেতে অপেক্ষা করতে হবে আর তিন ম্যাচ। সেমিফাইনালিস্ট ব্রাজিল, পেরু, কলম্বিয়া আর আর্জেন্টিনা। এই চার দলের যে কারও হাতেই উঠতে পারে এবারের কোপার শিরোপা। তবে কে জিততে পারেন এবারের কোপার গোল্ডেন বুট, সেটি আঁচ করা যাচ্ছে এখনই। যাঁর সম্ভাবনা সবচেয়ে জোরালো, তিনি লিওনেল মেসি।

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচটি কোপা খেলে একবারও গোল্ডেন বুট জেতেননি মেসি। এই পাঁচ টুর্নামেন্টে মেসি গোল করেছেন ১৩টি। এই ১৩ গোলের চারটি এসেছে এবারের কোপায়, যেটি এখন পর্যন্ত কোপার সর্বোচ্চ। এবার তাই গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে আছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের সামনে আছে আরেকটি মাইলফলকের হাতছানি। আর মাত্র চারটি গোল করলেই মেসি হয়ে যাবেন কোপা ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নরবেরতো মেন্দেজ আর জিজিনিহো ১৭ গোল নিয়ে আছেন এই তালিকার সবার ওপরে।

কোপার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন মেসি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ফ্রি কিক দিয়ে তাঁর গোলের শুরু। উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোল না করলেও করিয়েছেন সতীর্থকে দিয়ে। বলিভিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে করেছেন ২ গোল, এক অ্যাসিস্ট। আর সর্বশেষ ইকুয়েডরের বিপক্ষে করেছেন ১ গোল, ছিল দুটি সহায়তা। সব মিলিয়ে এই কোপায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের পরিসংখ্যান মেসির দখলে। মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ দুটি গোল করেছেন পাঁচ ফুটবলার—আর্জেন্টিনার পাপু গোমেজ, লাওতারো মার্তিনেজ। পেরুর আন্দ্রে কারিলো, জিয়ানলুকা লাপাদুলার সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। 

ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১ গোল আর দুই সহায়তায় মেসি ছাপিয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে। বড় টুর্নামেন্টের নকআউট পর্বে গোল আর সহায়তা মিলিয়ে সবার ওপরে এখন মেসি (২০)। গোল–অ্যাসিস্ট মিলিয়ে ১৭টি অবদান রেখে তালিকার ১ নম্বরে ছিলেন রোনালদো। এখানে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে রোনালদোকে টপকে গেছেন মেসি।

এবারের কোপায় দারুণ ছন্দে আছেন মেসি। মেসি অবশ্য জানিয়েছেন, এসব ব্যক্তিগত রেকর্ড নিয়ে তিনি ভাবিত নন। ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। তবে শিরোপা না জিততে পারার আক্ষেপ এখনো তাড়িয়ে ফেরে। এবারও মেসির লক্ষ্য শিরোপা জেতা, ব্যক্তিগত অর্জন নয়! দেশকে আন্তর্জাতিক শিরোপা এনে দিতে মেসিকে পাড়ি দিতে হবে আর দুটি পিচ্ছিল সিঁড়ি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত