ক্রীড়া ডেস্ক
স্পেনের ইবিজায় অবস্থিত লিওনেল মেসির অবকাশ যাপনের বাড়ি ভাঙচুর হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ নিয়ে স্পেন সরকারের কাছে আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা চেয়েছেন তিনি।
ক্যারিয়ারের লম্বা সময় ধরে বার্সেলোনার হয়ে খেলেছেন মেসি। স্পেনের দ্বীপ ইবিজায় ১১ মিলিয়ন ইউরো খরচ করে অবকাশ যাপনের জন্য এক বিশাল অট্টালিকাও তৈরি করেন তিনি। গত মঙ্গলবার সেই বাড়িটি কারা যেন ভাঙচুর করেছে। বাড়ির দেয়ালে লাল ও কালো রং করে দিয়েছে।
অনেকের দাবি, এই কাজ পরিবেশবাদী কোনো সংগঠনের কর্মীদের। ভাঙচুরকারীরা সেই বাড়ির বাগানে ইংরেজিতে লিখেছে, ‘এই গ্রহকে বাঁচান। ধনীরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক।’
এ নিয়ে মেসি আপাতত কিছুই বলেননি। তবে মিলেই নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘স্পেনে কমিউনিস্টরা, জলবায়ু পরিবর্তনে যারা ধনী ও পুলিশের ধ্বংস চায় তারা লিওনেল মেসি ও তার পরিবারের বাড়ি ভাঙচুর করেছে। এমন কাপুরুষোচিত ও বিভ্রান্তিকর ঘটনার জন্য আমি মেসির পরিবারের পাশে দাঁড়াচ্ছি এবং পেদ্রো সানচেজের সরকারকে অনুরোধ করছি, স্পেনে বসবাসকারী আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা দিতে।’
স্পেনের ইবিজায় অবস্থিত লিওনেল মেসির অবকাশ যাপনের বাড়ি ভাঙচুর হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ নিয়ে স্পেন সরকারের কাছে আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা চেয়েছেন তিনি।
ক্যারিয়ারের লম্বা সময় ধরে বার্সেলোনার হয়ে খেলেছেন মেসি। স্পেনের দ্বীপ ইবিজায় ১১ মিলিয়ন ইউরো খরচ করে অবকাশ যাপনের জন্য এক বিশাল অট্টালিকাও তৈরি করেন তিনি। গত মঙ্গলবার সেই বাড়িটি কারা যেন ভাঙচুর করেছে। বাড়ির দেয়ালে লাল ও কালো রং করে দিয়েছে।
অনেকের দাবি, এই কাজ পরিবেশবাদী কোনো সংগঠনের কর্মীদের। ভাঙচুরকারীরা সেই বাড়ির বাগানে ইংরেজিতে লিখেছে, ‘এই গ্রহকে বাঁচান। ধনীরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক।’
এ নিয়ে মেসি আপাতত কিছুই বলেননি। তবে মিলেই নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘স্পেনে কমিউনিস্টরা, জলবায়ু পরিবর্তনে যারা ধনী ও পুলিশের ধ্বংস চায় তারা লিওনেল মেসি ও তার পরিবারের বাড়ি ভাঙচুর করেছে। এমন কাপুরুষোচিত ও বিভ্রান্তিকর ঘটনার জন্য আমি মেসির পরিবারের পাশে দাঁড়াচ্ছি এবং পেদ্রো সানচেজের সরকারকে অনুরোধ করছি, স্পেনে বসবাসকারী আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা দিতে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩০ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে