মেসির বাড়িতে হামলার প্রতিবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

স্পেনের ইবিজায় অবস্থিত লিওনেল মেসির অবকাশ যাপনের বাড়ি ভাঙচুর হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ নিয়ে স্পেন সরকারের কাছে আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা চেয়েছেন তিনি। 

ক্যারিয়ারের লম্বা সময় ধরে বার্সেলোনার হয়ে খেলেছেন মেসি। স্পেনের দ্বীপ ইবিজায় ১১ মিলিয়ন ইউরো খরচ করে অবকাশ যাপনের জন্য এক বিশাল অট্টালিকাও তৈরি করেন তিনি। গত মঙ্গলবার সেই বাড়িটি কারা যেন ভাঙচুর করেছে। বাড়ির দেয়ালে লাল ও কালো রং করে দিয়েছে। 

অনেকের দাবি, এই কাজ পরিবেশবাদী কোনো সংগঠনের কর্মীদের। ভাঙচুরকারীরা সেই বাড়ির বাগানে ইংরেজিতে লিখেছে, ‘এই গ্রহকে বাঁচান। ধনীরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক।’ 

এ নিয়ে মেসি আপাতত কিছুই বলেননি। তবে মিলেই নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘স্পেনে কমিউনিস্টরা, জলবায়ু পরিবর্তনে যারা ধনী ও পুলিশের ধ্বংস চায় তারা লিওনেল মেসি ও তার পরিবারের বাড়ি ভাঙচুর করেছে। এমন কাপুরুষোচিত ও বিভ্রান্তিকর ঘটনার জন্য আমি মেসির পরিবারের পাশে দাঁড়াচ্ছি এবং পেদ্রো সানচেজের সরকারকে অনুরোধ করছি, স্পেনে বসবাসকারী আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা দিতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত