নেইমারের দলে বিশ্বকাপ মাতানো মরক্কোর গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

উয়েফা সুপার কাপের ফাইনালের পরেই আল হিলালে যাওয়া নিশ্চিত ছিল ইয়াসিন বুনুর। গতকাল দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তিতে সেটা নিশ্চিত হলো। সামাজিক মাধ্যমে মরক্কোর গোলরক্ষকে নিয়ে এক বার্তায় সেটা নিশ্চিত করেছে আল হিলাল। 

সামাজিক মাধ্যমে বুনুকে সিংহের সঙ্গে তুলনা করেছে আল হিলাল। ক্লাব লিখেছে, ‘আটলান্টিক সিংহ আমাদের গোলরক্ষক।’ ৩ বছরের চুক্তিতে সেভিয়া থেকে সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন বুনু। এ জন্য ২৫০ কোটি টাকা পাবেন তিনি। 

কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বুনুর উপর চোখ ছিল বেশ কিছু ক্লাবের। এর মধ্যে বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার চোটে পড়ায় জার্মান ক্লাব খুব করে চাইছিল তাঁকে। এমনকি বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা ১৩২ কোটি টাকার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু তাতে রাজি হয়নি বুনু ও তাঁর সাবেক ক্লাব সেভিয়া। অন্যদিকে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়ার চোটে স্প্যানিশ ক্লাবেও যাওয়ার সুযোগ ছিল ৩২ বছর বয়সী গোলরক্ষকের। শেষ পর্যন্ত দুই ক্লাবের কোনটিতেই না গিয়ে সৌদিতে পারি জমালেন তিনি। 

বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনাল ইতিহাস লেখার পথে হাকিম জিয়েশ–আশরাফ হাকিমদের যতটা অবদান তার চেয়ে বেশি ছিল বুনুর। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। সেভিয়ার হয়ে চার বছরের ক্যারিয়ারে দুটি ইউরোপা লিগ জেতা বুনু আল হিলালে বেশ ইউরোপীয় তারকাকে সঙ্গী হিসেবে পাচ্ছেন। নেইমার বাদে ইতিমধ্যে কালিদু কুলিবালি, মিলাঙ্কোভিচ-সাভিচ, ম্যালকম ও রুবেন নেভেসদের অভিষেকও হয়েছে। আগামীকাল আল ফেইহার বিপক্ষে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে তাঁর অভিষেক হওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত