ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসিকে নিয়ে আগামী বছর এশিয়া সফরে বের হবে ইন্টার মায়ামি। প্রাক্ মৌসুমের প্রস্তুতি হিসেবে হংকং ও রিয়াদের পাশাপাশি যাবে টোকিওতেও। খেলবে শহরটির ক্লাব ভিসেল কোবের সঙ্গে।
জাপান জে লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে মুখোমুখি হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইন্টার মায়ামি। আজ নিজেদের সফরের শেষ গন্তব্য হিসেবে টোকিওকে বেছে নেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটি।
ভিসেল কোবের বিপক্ষে ম্যাচে ইন্টার মায়ামিকে নেতৃত্ব দেবেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। আশা করা হচ্ছে, ৬০ হাজার দর্শকে ভর্তি জাপানের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হবে ৭ ফেব্রুয়ারি। এমএলএসের প্রাক্ মৌসুমের অংশ হিসেবে এই সফরে হংকং ও রিয়াদেও যাবেন মেসিরা।
টোকিও সফরে প্রসঙ্গে ইন্টার মায়ামির প্রধান বিজনেস কর্মকর্তা হাভিয়ের আসেনসি বলেছেন, ‘টোকিও অনুপ্রেরণামূলক গন্তব্য। তাদের দারুণ এক ফুটবল কমিউনিটি রয়েছে, যাদের সঙ্গে পরিচিত হতে আমরা উন্মুখ হয়ে আছি।’
তিনি আরও বলেছেন, ‘আমাদের বৈশ্বিক সমর্থকদের অবিরত উচ্ছ্বাসে ভাসাতে আমাদের আরেকটি গন্তব্য হিসেবে জাপান সফরের জন্য আমরা রোমাঞ্চিত।’
বার্সেলোনা ছাড়ার পর ভিসেল কোবেতে যোগ দিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এই স্প্যানিশ মিডফিল্ডার অবশ্য টোকিও ছেড়েছেন। তবে প্রাক্ মৌসুমের ম্যাচটি দিয়ে তাঁর সঙ্গে পুনর্মিলন হচ্ছে সাবেক তিন সতীর্থ মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবার। ক্যাম্প ন্যু ছেড়ে এই তিনজনই ঘর বেঁধেছেন মায়ামিতে।
ইন্টার মায়ামি ২০২৪ সালের যাত্রা শুরু করবে ১৯ জানুয়ারি এল সালভাদরের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর সৌদি আরব সফরে গিয়ে ২৯ জানুয়ারি খেলবে আল-হিলালের সঙ্গে। তবে এই ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টারকে না পাওয়ার সম্ভাবনায় বেশি। কারণ, দীর্ঘদিন ধরে চোটে আছেন নেইমার। এরপর ১ ফেব্রুয়ারি ইন্টার মায়ামি খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে। এরপর ৪ ফেব্রুয়ারি আরেকটি ম্যাচ খেলতে যাবে হংকংয়ে।
লিওনেল মেসিকে নিয়ে আগামী বছর এশিয়া সফরে বের হবে ইন্টার মায়ামি। প্রাক্ মৌসুমের প্রস্তুতি হিসেবে হংকং ও রিয়াদের পাশাপাশি যাবে টোকিওতেও। খেলবে শহরটির ক্লাব ভিসেল কোবের সঙ্গে।
জাপান জে লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে মুখোমুখি হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইন্টার মায়ামি। আজ নিজেদের সফরের শেষ গন্তব্য হিসেবে টোকিওকে বেছে নেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটি।
ভিসেল কোবের বিপক্ষে ম্যাচে ইন্টার মায়ামিকে নেতৃত্ব দেবেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। আশা করা হচ্ছে, ৬০ হাজার দর্শকে ভর্তি জাপানের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি হবে ৭ ফেব্রুয়ারি। এমএলএসের প্রাক্ মৌসুমের অংশ হিসেবে এই সফরে হংকং ও রিয়াদেও যাবেন মেসিরা।
টোকিও সফরে প্রসঙ্গে ইন্টার মায়ামির প্রধান বিজনেস কর্মকর্তা হাভিয়ের আসেনসি বলেছেন, ‘টোকিও অনুপ্রেরণামূলক গন্তব্য। তাদের দারুণ এক ফুটবল কমিউনিটি রয়েছে, যাদের সঙ্গে পরিচিত হতে আমরা উন্মুখ হয়ে আছি।’
তিনি আরও বলেছেন, ‘আমাদের বৈশ্বিক সমর্থকদের অবিরত উচ্ছ্বাসে ভাসাতে আমাদের আরেকটি গন্তব্য হিসেবে জাপান সফরের জন্য আমরা রোমাঞ্চিত।’
বার্সেলোনা ছাড়ার পর ভিসেল কোবেতে যোগ দিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এই স্প্যানিশ মিডফিল্ডার অবশ্য টোকিও ছেড়েছেন। তবে প্রাক্ মৌসুমের ম্যাচটি দিয়ে তাঁর সঙ্গে পুনর্মিলন হচ্ছে সাবেক তিন সতীর্থ মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবার। ক্যাম্প ন্যু ছেড়ে এই তিনজনই ঘর বেঁধেছেন মায়ামিতে।
ইন্টার মায়ামি ২০২৪ সালের যাত্রা শুরু করবে ১৯ জানুয়ারি এল সালভাদরের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর সৌদি আরব সফরে গিয়ে ২৯ জানুয়ারি খেলবে আল-হিলালের সঙ্গে। তবে এই ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টারকে না পাওয়ার সম্ভাবনায় বেশি। কারণ, দীর্ঘদিন ধরে চোটে আছেন নেইমার। এরপর ১ ফেব্রুয়ারি ইন্টার মায়ামি খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে। এরপর ৪ ফেব্রুয়ারি আরেকটি ম্যাচ খেলতে যাবে হংকংয়ে।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৬ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে