ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জুটি গড়ে অনন্য উচ্চতায় উঠেছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তি জিদান এবার জুটি গড়তে পারেন লিওনেল মেসি-নেইমারদের সঙ্গেও। বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক দানিয়েল রাওলো খবরটি জানিয়েছেন। সংবাদমাধ্যম আরএমসির এই প্রতিবেদকের দেওয়া তথ্যানুসারে, আগামী জুনের মধ্যে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নতুন কোচ হয়ে আসতে পারেন জিদান।
মৌসুম শুরুর আগে অনেকটা অভিমান নিয়েই রিয়াল ছেড়ে যান জিদান। এরপর একাধিক ক্লাবের সঙ্গে জড়িয়ে তাঁর নাম শোনা গেলেও এখনো কোনো ক্লাবে যোগ দেননি বিশ্বকাপজয়ী সাবেক এই ফরাসি ফুটবলার। সব ঠিক থাকলে হয়তো খুব শিগগিরই নতুন করে ডাগআউটে ফিরতে পারেন ফরাসি কিংবদন্তি। তবে জিদানের হয়তো এ মৌসুমেই মরিসিও পচেত্তিনোর জায়গায় আসা হবে না। মৌসুমের বাকি সময় পচেত্তিনোকে দিয়েই পার করতে চায় পিএসজি।
জিদানকে দায়িত্ব নিতে হতে পারে আগামী মৌসুমের শুরুতে। এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়ে থাকলেও গুরুত্বপূর্ণ এক কারণে এই খবরকে উড়িয়ে দিতে পারছেন না ফুটবল বিশ্লেষকেরা। এর আগে মেসির পিএসজিতে যাওয়ার খবরও প্রথম সামনে এনেছিলেন রাওলো, যেটা পরে সত্যি হয়েছিল। এবার জিদানের পিএসজিতে যাওয়ার খবরটিও এল তাঁর কাছ থেকেই।
জিদান শেষ পর্যন্ত পিএসজিতে এলে সেটা নিশ্চিতভাবে নতুন এক উপলক্ষের জন্ম দেবে।
রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জুটি গড়ে অনন্য উচ্চতায় উঠেছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তি জিদান এবার জুটি গড়তে পারেন লিওনেল মেসি-নেইমারদের সঙ্গেও। বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক দানিয়েল রাওলো খবরটি জানিয়েছেন। সংবাদমাধ্যম আরএমসির এই প্রতিবেদকের দেওয়া তথ্যানুসারে, আগামী জুনের মধ্যে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নতুন কোচ হয়ে আসতে পারেন জিদান।
মৌসুম শুরুর আগে অনেকটা অভিমান নিয়েই রিয়াল ছেড়ে যান জিদান। এরপর একাধিক ক্লাবের সঙ্গে জড়িয়ে তাঁর নাম শোনা গেলেও এখনো কোনো ক্লাবে যোগ দেননি বিশ্বকাপজয়ী সাবেক এই ফরাসি ফুটবলার। সব ঠিক থাকলে হয়তো খুব শিগগিরই নতুন করে ডাগআউটে ফিরতে পারেন ফরাসি কিংবদন্তি। তবে জিদানের হয়তো এ মৌসুমেই মরিসিও পচেত্তিনোর জায়গায় আসা হবে না। মৌসুমের বাকি সময় পচেত্তিনোকে দিয়েই পার করতে চায় পিএসজি।
জিদানকে দায়িত্ব নিতে হতে পারে আগামী মৌসুমের শুরুতে। এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়ে থাকলেও গুরুত্বপূর্ণ এক কারণে এই খবরকে উড়িয়ে দিতে পারছেন না ফুটবল বিশ্লেষকেরা। এর আগে মেসির পিএসজিতে যাওয়ার খবরও প্রথম সামনে এনেছিলেন রাওলো, যেটা পরে সত্যি হয়েছিল। এবার জিদানের পিএসজিতে যাওয়ার খবরটিও এল তাঁর কাছ থেকেই।
জিদান শেষ পর্যন্ত পিএসজিতে এলে সেটা নিশ্চিতভাবে নতুন এক উপলক্ষের জন্ম দেবে।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৭ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১০ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১০ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১০ ঘণ্টা আগে