উপহারের গোলে সুয়ারেজদের রক্ষা

ক্রীড়া ডেস্ক, ঢাকা
Thumbnail image

স্প্যানিশ লা লিগার এবারের মৌসুমে প্রথম দুই ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল আতলেতিকো মাদ্রিদ। তবে তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেতে হলো তাদের। ভিয়ারিয়ালের কাছে ম্যাচটা প্রায় হারতেই বসেছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোল কোনোরকমে বাঁচিয়ে দিয়েছে তাদের। শেষমেশ ২-২ গোলের ড্র করে মাঠ ছেড়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। 

ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় গত রাতে ৩-১-৪-২ ফরমেশনে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখায় আতলেতিকো। মাঝমাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় প্রতিপক্ষের রক্ষণ। কিন্তু একাধিকবার সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারেননি লুইস সুয়ারেজ-আনহেল কোয়েরারা। আতলেতিকোর আক্রমণ ঠেকাতে প্রথমার্ধে নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেননি ভিয়ারিয়াল। 

তবে দ্বিতীয়ার্ধে ধারার বিপরীতে গোল করে বসে অতিথিরা। ম্যাচের ৫২ মিনিটে মানুয়েল ত্রিগেরোসের জোরালো শটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪ মিনিটের ব্যবধানে পাল্টা আক্রমণে স্বাগতিকদের ম্যাচে ফেরান সুয়ারেজ। কোয়েরার পাস থেকে দুর্দান্ত প্লেসিংয়ে বল জালে জড়ান উরুগুয়েন ফরোয়ার্ড। 

আক্রমণ-প্রতি আক্রমণে শেষ দিকে জমে ওঠে খেলা। তেমনি এক আক্রমণ থেকে গোল করে ভিয়ারিয়ালকে আবার এগিয়ে আর্নট দানিউমা। 

দ্বিতীয়বার পিছিয়ে পড়ে ফের ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আতলেতিকো। তবে নির্ধারিত ৯০ মিনিটেও সমতায় ফিরতে পারেননি সুয়ারেজরা। যোগ করা সময়ে যখন মনে হচ্ছিল ভিয়ারিয়ালের জয় সময়ের ব্যাপার, তখনই ভুল করে বসে ইউরোপা লিগ জয়ী দলটি। ৯৫ মিনিটে নিজেদের জালে বল জড়ান আইসা মান্দি। তাতে আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুদলকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত