ক্রীড়া ডেস্ক
ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে শোনা যাচ্ছে আলাপ-আলোচনা। দুই দলের ফুটবলার থেকে শুরু করে ভক্ত-সমর্থক—কারও যেন তর সইছে না। খেলা মাঠে গড়ানোর আগেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হুমকি দিয়ে রেখেছেন ব্রাজিলের রাফিনিয়া।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ‘রোমারিও টিভি’তে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া আগেই পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেছেন। রাফিনিয়ার কথাবার্তায় মিলেছে যুদ্ধের ইঙ্গিত। রোমারিও জিজ্ঞেস করলেন, ‘আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাচ্ছি। ভাগ্য ভালো এখন মেসি নেই। তাদের কি আমরা হারাতে যাচ্ছে?’ উত্তরে রাফিনিয়া বললেন, ‘আমরা তাদের হারাব। কোনো সন্দেহ নেই। মাঠে এমনকি প্রয়োজন পড়লে মাঠের বাইরেও।’
রাফিনিয়াকে ফের রোমারিও জিজ্ঞেস করলেন, ‘তুমি কি গোল করতে যাচ্ছ?’ ২৮ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি গোল করতে যাচ্ছি। তারা সব কিছু নিয়েই জাহান্নামে যাচ্ছে।’ রাফিনিয়ার কথাবার্তাই বোঝা গেছে আর্জেন্টিনাকে হারাতে ব্রাজিল কতটা উদগ্রীব হয়ে আছে। আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজের মতো তারকারা থাকছেন না। ব্রাজিলের তারকা নেইমারও খেলতে পারছেন না সুপারক্লাসিকো।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ব্রাজিলের আইকনিক মারাকানার গ্যালারিতে হয়েছিল সংঘর্ষ। এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ১-০ গোলে। আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ব্রাজিল জিতেছে ২০১৯ সালে। কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।
ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে শোনা যাচ্ছে আলাপ-আলোচনা। দুই দলের ফুটবলার থেকে শুরু করে ভক্ত-সমর্থক—কারও যেন তর সইছে না। খেলা মাঠে গড়ানোর আগেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হুমকি দিয়ে রেখেছেন ব্রাজিলের রাফিনিয়া।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ‘রোমারিও টিভি’তে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া আগেই পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেছেন। রাফিনিয়ার কথাবার্তায় মিলেছে যুদ্ধের ইঙ্গিত। রোমারিও জিজ্ঞেস করলেন, ‘আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাচ্ছি। ভাগ্য ভালো এখন মেসি নেই। তাদের কি আমরা হারাতে যাচ্ছে?’ উত্তরে রাফিনিয়া বললেন, ‘আমরা তাদের হারাব। কোনো সন্দেহ নেই। মাঠে এমনকি প্রয়োজন পড়লে মাঠের বাইরেও।’
রাফিনিয়াকে ফের রোমারিও জিজ্ঞেস করলেন, ‘তুমি কি গোল করতে যাচ্ছ?’ ২৮ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি গোল করতে যাচ্ছি। তারা সব কিছু নিয়েই জাহান্নামে যাচ্ছে।’ রাফিনিয়ার কথাবার্তাই বোঝা গেছে আর্জেন্টিনাকে হারাতে ব্রাজিল কতটা উদগ্রীব হয়ে আছে। আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজের মতো তারকারা থাকছেন না। ব্রাজিলের তারকা নেইমারও খেলতে পারছেন না সুপারক্লাসিকো।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ব্রাজিলের আইকনিক মারাকানার গ্যালারিতে হয়েছিল সংঘর্ষ। এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ১-০ গোলে। আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ব্রাজিল জিতেছে ২০১৯ সালে। কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।
ভুটানের নারী ফুটবল লিগে খেলার জন্য আগেই বাফুফের ছাড়পত্র পেয়েছিলেন রুপনা চাকমা ও মাসুরা পারভীন। এই দুজনের সঙ্গে সঙ্গী হচ্ছেন আরও ৪ নারী ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। এই চারজনও ভুটানের লিগে খেলার জন্য বাফুফের ছাড়পত্র নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উ
৭ ঘণ্টা আগেধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ব্রাজিল ও বার্সেলোনার সাবেক ফুটবলার দানি আলভেস। এর আগে এই মামলায় গত বছররের ফেব্রুয়ারিতে তাঁকে সাড়ে চার বছরের জেল দিয়েছিলেন বার্সেলোনার আদালত। যদিও সেই বছরের মার্চেই জামিনে মুক্তি দেওয়া হয় সাবেক এ ডিফেন্ডারকে। কিন্তু পুরোপুরি খালাস পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে
১১ ঘণ্টা আগেট্যাক্স ফাঁকির মামলায় বিচারের মুখোমুখি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। আগামী বুধবার মাদ্রিদের এক আদালতে শুরু হবে বিচার প্রক্রিয়া। ৬৫ বছর বয়সী আনচেলত্তির বিপক্ষে অভিযোগ, ২০১৪ এবং ২০১৫ সালের আয়কর রিটার্নে ছবি স্বত্ব প্রাপ্ত আয়ের কোনো তথ্য দেননি তিনি। যার কারণে স্পেনের রাজস্ব বিভাগ ১০ লাখের বেশি
১১ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার দুই দিন পরই স্থগিত হওয়া ম্যাচে মাঠে নেমেছে বার্সেলোনা। গত ৮ মার্চ ক্লাবটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুর কারণে ওসাসুনার বিপক্ষে সেদিনের ম্যাচ স্থগিত করা হয়েছিল। গতকাল পুনর্নির্ধারিত ম্যাচে ৩-০ গোলে জিতল কাতালানরা।
১৩ ঘণ্টা আগে