নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাস্যোজ্জ্বল মুখটি দেখে যে কারও মনে হবে, দলের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন হামজা চৌধুরী। দলের বাকিরাও তাঁকে গ্রহণ করেছেন সাদরে। গতকাল শিলংয়ে প্রথম অনুশীলনে বাংলাদেশ দলে এমন আবহই দেখা গেল। শিষ্যদের নিয়ে নেহু বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘণ্টাখানেক অনুশীলন করেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে খুব একটা খুশি নন। কারণ, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ২৫ মার্চ বাংলাদেশ যে মাঠে খেলবে, জওহরলাল স্টেডিয়ামে সেই মাঠটি ঘাসের।
কিন্তু কাল বাংলাদেশের অনুশীলনের মাঠটি ছিল অমসৃণ। তাই বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা যা প্রত্যাশা করেছিলাম, সুযোগ-সুবিধা তেমন নয়, তবে ঠিক আছে। আগামী দিনের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা পেতে আমাদের ম্যানেজার কাজ করছেন। আশা করি আমরা তা পাব। আজকের সেশনটি মূলত পরিচিত হওয়ার এবং মানিয়ে নেওয়ার ছিল। হ্যাঁ, আমরা চেষ্টা করছি দুই-এক দিনের জন্য মূল ভেন্যুতে অনুশীলন করার। দেখি কী হয়, তা ঠিক করা ম্যানেজার ও ফেডারেশনের কাজ।’ ভারত সফরের আগে বাংলাদেশ দল নিয়ে আলোচনা কম হয়নি। বিশেষ করে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল
ইসলামের বাদ পড়া প্রসঙ্গে এখনো সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। চূড়ান্ত দলে ফাহামিদুল না থাকার পেছনে যে কারণ শোনা যাচ্ছে, তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন কাবরেরা, ‘দল হিসেবে আমরা খুবই শক্তিশালী। অনেক ভুল খবর ছড়িয়েছে, কিন্তু দিন শেষে আমাদের নিজেদের দিকেই মনোযোগ দিতে হবে। আমরা জানি কী ঘটেছে, কেন আমরা এখানে আছি। এই ম্যাচ ঘিরেই আমরা মনোযোগী। আমরা সৌদি আরবে খুব ভালোভাবে অনুশীলন করেছি, ঢাকাতেও তাই।’
হামজার ব্যাপারে কাবরেরা বলেন, ‘হামজা দলের সঙ্গে খুবই ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং আমরা প্রস্তুত। এই একটা বিষয় নিয়েই কেবল চিন্তা করছি আমরা।’ হামজাকে নিয়ে একই কথা রাকিব হোসেনের। ফরোয়ার্ড হিসেবে তাঁর ওপর যে গুরুদায়িত্ব রয়েছে তা বলতে ভোলেননি। কেননা জেতার জন্য তো গোল দরকার, ‘আসলে হামজা থাকায় সবার মধ্যেই অনুপ্রেরণা কাজ করবে। সে আমাদের ক্যাম্পে প্রথম এসেছে। আমরা চেষ্টা করব তাকে একটি ভালো খেলা উপহার দেওয়ার। ম্যাচে জিততে হলে গোল করতে হবে। চেষ্টা করব যেন আমরা ফরোয়ার্ডরা গোল করতে পারি।’
শিলংয়ের ১৫-১৬ ডিগ্রির ঠান্ডা আবহাওয়া খুব একটা অপরিচিত লাগেনি বাংলাদেশের ফুটবলারদের কাছে। তবে টার্ফে অনুশীলন নিয়ে একটু তো চিন্তা আছেই। রাকিব বললেন, ‘শিলংয়ের ঠান্ডায় আমাদের খুব একটা সমস্যা হবে না, কারণ একই রকম আবহাওয়ায় আমরা সৌদি আরবে ১০-১২ দিন অনুশীলন করেছি। টার্ফে অনুশীলন করলে একটু সমস্যা হতে পারে। কারণ, আমরা দেশে ঘাসেই অনুশীলন করি। তবে ম্যাচের আগে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না।’
কয়েক দিন আগে মালদ্বীপকে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে ভারত। তবে বাংলাদেশ দল আগের চেয়ে গোছানো ফুটবল উপহার দেবে বলে জানিয়েছেন রাকিব, ‘আসলে ভারতের বিপক্ষে আমি আগেও দুই ম্যাচ খেলেছি। সব সময়ই তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকে। আমরাও আগের চেয়ে অনেক গোছানো দল। চেষ্টা করব ভালো ফুটবল খেলার এবং ম্যাচ জেতার।’
বাংলাদেশের কোচ হিসেবে দুই বছরের বেশি সময় ধরে আছেন কাবরেরা। তবে ভারতের চেয়ে আর কোনো ম্যাচই বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না তাঁর কাছে, ‘আমি মনে করি, ভারত আমাদের চেয়ে শক্তিশালী দল। আমাদের অনেক খেলোয়াড়ই বিভিন্ন পর্যায়ে ভারতের বিপক্ষে খেলেছে, তাই এটা একটা ভালো দিক। আমার জন্য এটি খুবই রোমাঞ্চকর ও প্রেরণাদায়ক চ্যালেঞ্জ। সম্ভবত আমি কোচ হয়ে আসার পর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। তাই ম্যাচটি নিয়ে আমরা মুখিয়ে আছি।’
হাস্যোজ্জ্বল মুখটি দেখে যে কারও মনে হবে, দলের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন হামজা চৌধুরী। দলের বাকিরাও তাঁকে গ্রহণ করেছেন সাদরে। গতকাল শিলংয়ে প্রথম অনুশীলনে বাংলাদেশ দলে এমন আবহই দেখা গেল। শিষ্যদের নিয়ে নেহু বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘণ্টাখানেক অনুশীলন করেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে খুব একটা খুশি নন। কারণ, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ২৫ মার্চ বাংলাদেশ যে মাঠে খেলবে, জওহরলাল স্টেডিয়ামে সেই মাঠটি ঘাসের।
কিন্তু কাল বাংলাদেশের অনুশীলনের মাঠটি ছিল অমসৃণ। তাই বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা যা প্রত্যাশা করেছিলাম, সুযোগ-সুবিধা তেমন নয়, তবে ঠিক আছে। আগামী দিনের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা পেতে আমাদের ম্যানেজার কাজ করছেন। আশা করি আমরা তা পাব। আজকের সেশনটি মূলত পরিচিত হওয়ার এবং মানিয়ে নেওয়ার ছিল। হ্যাঁ, আমরা চেষ্টা করছি দুই-এক দিনের জন্য মূল ভেন্যুতে অনুশীলন করার। দেখি কী হয়, তা ঠিক করা ম্যানেজার ও ফেডারেশনের কাজ।’ ভারত সফরের আগে বাংলাদেশ দল নিয়ে আলোচনা কম হয়নি। বিশেষ করে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল
ইসলামের বাদ পড়া প্রসঙ্গে এখনো সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। চূড়ান্ত দলে ফাহামিদুল না থাকার পেছনে যে কারণ শোনা যাচ্ছে, তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন কাবরেরা, ‘দল হিসেবে আমরা খুবই শক্তিশালী। অনেক ভুল খবর ছড়িয়েছে, কিন্তু দিন শেষে আমাদের নিজেদের দিকেই মনোযোগ দিতে হবে। আমরা জানি কী ঘটেছে, কেন আমরা এখানে আছি। এই ম্যাচ ঘিরেই আমরা মনোযোগী। আমরা সৌদি আরবে খুব ভালোভাবে অনুশীলন করেছি, ঢাকাতেও তাই।’
হামজার ব্যাপারে কাবরেরা বলেন, ‘হামজা দলের সঙ্গে খুবই ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং আমরা প্রস্তুত। এই একটা বিষয় নিয়েই কেবল চিন্তা করছি আমরা।’ হামজাকে নিয়ে একই কথা রাকিব হোসেনের। ফরোয়ার্ড হিসেবে তাঁর ওপর যে গুরুদায়িত্ব রয়েছে তা বলতে ভোলেননি। কেননা জেতার জন্য তো গোল দরকার, ‘আসলে হামজা থাকায় সবার মধ্যেই অনুপ্রেরণা কাজ করবে। সে আমাদের ক্যাম্পে প্রথম এসেছে। আমরা চেষ্টা করব তাকে একটি ভালো খেলা উপহার দেওয়ার। ম্যাচে জিততে হলে গোল করতে হবে। চেষ্টা করব যেন আমরা ফরোয়ার্ডরা গোল করতে পারি।’
শিলংয়ের ১৫-১৬ ডিগ্রির ঠান্ডা আবহাওয়া খুব একটা অপরিচিত লাগেনি বাংলাদেশের ফুটবলারদের কাছে। তবে টার্ফে অনুশীলন নিয়ে একটু তো চিন্তা আছেই। রাকিব বললেন, ‘শিলংয়ের ঠান্ডায় আমাদের খুব একটা সমস্যা হবে না, কারণ একই রকম আবহাওয়ায় আমরা সৌদি আরবে ১০-১২ দিন অনুশীলন করেছি। টার্ফে অনুশীলন করলে একটু সমস্যা হতে পারে। কারণ, আমরা দেশে ঘাসেই অনুশীলন করি। তবে ম্যাচের আগে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না।’
কয়েক দিন আগে মালদ্বীপকে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে ভারত। তবে বাংলাদেশ দল আগের চেয়ে গোছানো ফুটবল উপহার দেবে বলে জানিয়েছেন রাকিব, ‘আসলে ভারতের বিপক্ষে আমি আগেও দুই ম্যাচ খেলেছি। সব সময়ই তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকে। আমরাও আগের চেয়ে অনেক গোছানো দল। চেষ্টা করব ভালো ফুটবল খেলার এবং ম্যাচ জেতার।’
বাংলাদেশের কোচ হিসেবে দুই বছরের বেশি সময় ধরে আছেন কাবরেরা। তবে ভারতের চেয়ে আর কোনো ম্যাচই বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না তাঁর কাছে, ‘আমি মনে করি, ভারত আমাদের চেয়ে শক্তিশালী দল। আমাদের অনেক খেলোয়াড়ই বিভিন্ন পর্যায়ে ভারতের বিপক্ষে খেলেছে, তাই এটা একটা ভালো দিক। আমার জন্য এটি খুবই রোমাঞ্চকর ও প্রেরণাদায়ক চ্যালেঞ্জ। সম্ভবত আমি কোচ হয়ে আসার পর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। তাই ম্যাচটি নিয়ে আমরা মুখিয়ে আছি।’
অকল্যান্ডে পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয় পেয়েছিল পাকিস্তান। কিন্তু দুই দিন না পেরোতেই দেখা গেল পাকিস্তানের সেই হতশ্রী পারফরম্যান্স। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আজ নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্ত
৪ ঘণ্টা আগেভারত নয়, নিজেদের নিয়েই ভাবছে বাংলাদেশ দল—গত কয়েক দিনে এমনটাই শোনা গেছে বেশ কয়েকবার। তবে প্রতিপক্ষ নিয়ে যে ভাবনা আছে তা স্বীকার করলেন তপু বর্মণ। বিশেষ করে সুনীল ছেত্রীকে নিয়ে। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড অবসর ভেঙে আবার ফিরেছেন জাতীয় দলে। মালদ্বীপের বিপক্ষে ফেরার ম্যাচে পেয়েছেন গোলের দেখাও। তাই তাঁকে নিয়ে
৪ ঘণ্টা আগেবাংলাদেশের অনেকগুলো ক্রীড়া প্রতিষ্ঠানের নাম গত সাত মাসে বদলেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ সারা দেশে ৫০টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে। এরই ধারাবাহিকতায়, এবার আরও ২০টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তিতে এসব নাম পরিবর্তনের বিষয়টি
৫ ঘণ্টা আগেবোলারদের বেধড়ক পিটুনি না দিলে যেন চলেই না সানরাইজার্স হায়দরাবাদের। ২০২৪ আইপিএল থেকেই এমন বিস্ফোরক ব্যাটিং দলটি করে আসছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ হায়দরাবাদ এমন ব্যাটিং করেছে, তাতে নতুন এক রেকর্ডে নাম উঠেছে জফরা আর্চারের। এই রেকর্ডটির দিকে তাকালে আর্চার নিজেও লজ্জা পাবেন।
৬ ঘণ্টা আগে