ক্রীড়া ডেস্ক
তারার আলোয় ভরে আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেসি-নেইমার-এমবাপ্পের মতো সময়ের সেরা তারকারা এক সঙ্গে খেলছেন। এমএনএম খ্যাত এই তিনজনকে একই জার্সিতে খেলতে দেখা ফুটবলপ্রেমীদের জন্যও দারুণ রোমাঞ্চের। তবে পিএসজির এই সাজানো সংসারে এখন ভাঙনের সুর শোনা যাচ্ছে। এমবাপ্পের অভিযোগ নেইমার এখন আর তাঁকে পাস দেন না!
শনিবার রাতে মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে শেষ গোলটি আসে জুলিয়ান ড্রাক্সলারের কাছ থেকে। এর আগেই মাঠ থেকে তুলে নেওয়া হয় এমবাপ্পেকে। তাঁর জায়গায় মাঠে নামেন মাউরো ইকার্দি। ড্রাক্সলারের গোলটি আসে নেইমারের সহায়তা থেকে। এর পরেই সাইড বেঞ্চে পাশে বসা ইদ্রিসা গুইয়েকে এমবাপ্পে বলেন, ‘সে (নেইমার) এই পাসটি আমাকে দিত না।’
ভিডিও ক্যামেরায় এই মুহূর্তটি ধরা পড়ার পর থেকেই পিএসজি শিবিরে ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। এমনিতেই এমবাপ্পে এই মৌসুমে ইচ্ছের বিরুদ্ধে পিএসজিতে খেলছেন। তাঁর ইচ্ছা ছিল রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত দর-কষাকষিতে না হওয়ায় দল বদলানো হয়নি এমবাপ্পের। এর মধ্যে নেইমারের সঙ্গে এমবাপ্পের বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’
দলের ভেতরের এই বিরোধের প্রভাব অবশ্য লিগ ম্যাচে কোনো প্রভাব ফেলছে না। ৮ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে পিএসজি। দুই নম্বরে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২ ম্যাচ কম খেলে ১৪।
তারার আলোয় ভরে আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেসি-নেইমার-এমবাপ্পের মতো সময়ের সেরা তারকারা এক সঙ্গে খেলছেন। এমএনএম খ্যাত এই তিনজনকে একই জার্সিতে খেলতে দেখা ফুটবলপ্রেমীদের জন্যও দারুণ রোমাঞ্চের। তবে পিএসজির এই সাজানো সংসারে এখন ভাঙনের সুর শোনা যাচ্ছে। এমবাপ্পের অভিযোগ নেইমার এখন আর তাঁকে পাস দেন না!
শনিবার রাতে মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে শেষ গোলটি আসে জুলিয়ান ড্রাক্সলারের কাছ থেকে। এর আগেই মাঠ থেকে তুলে নেওয়া হয় এমবাপ্পেকে। তাঁর জায়গায় মাঠে নামেন মাউরো ইকার্দি। ড্রাক্সলারের গোলটি আসে নেইমারের সহায়তা থেকে। এর পরেই সাইড বেঞ্চে পাশে বসা ইদ্রিসা গুইয়েকে এমবাপ্পে বলেন, ‘সে (নেইমার) এই পাসটি আমাকে দিত না।’
ভিডিও ক্যামেরায় এই মুহূর্তটি ধরা পড়ার পর থেকেই পিএসজি শিবিরে ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। এমনিতেই এমবাপ্পে এই মৌসুমে ইচ্ছের বিরুদ্ধে পিএসজিতে খেলছেন। তাঁর ইচ্ছা ছিল রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত দর-কষাকষিতে না হওয়ায় দল বদলানো হয়নি এমবাপ্পের। এর মধ্যে নেইমারের সঙ্গে এমবাপ্পের বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’
দলের ভেতরের এই বিরোধের প্রভাব অবশ্য লিগ ম্যাচে কোনো প্রভাব ফেলছে না। ৮ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে পিএসজি। দুই নম্বরে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২ ম্যাচ কম খেলে ১৪।
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
১ ঘণ্টা আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১০ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১৩ ঘণ্টা আগে