ক্রীড়া ডেস্ক
তারকা ফুটবলারদের ইউরোপ ছেড়ে যাওয়ার সংস্কৃতি গত কয়েক বছরে বেশিই দেখা যাচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো চলে গেলেন সৌদি আরবের আল নাসরে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ বার্সেলোনার সাবেক তারকারা এখন খেলছেন ইন্টার মায়ামিতে। মেসিদের লিগে খেলতে দেখা যাবে অলিভিয়ার জিরুকেও।
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলবেন জিরু। মার্কিন মুলুকে ক্যারিয়ার শুরুর আগে ফ্রান্সকে বিদায় বললেন এই তারকা ফুটবলার। তাতে শেষ হলো ফরাসিদের হয়ে তাঁর ১৩ বছরের পথচলা। ১৩৭ ম্যাচের ক্যারিয়ারে ৫৭ গোল করে এখনো ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা তিনি। ইনস্টাগ্রামে গত রাতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের প্রসঙ্গে ফরাসি তারকা ফরোয়ার্ড বলেন, ‘ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলার সময় এসেই গেল। দিদিয়ের দেশমের অধীনে অভিন্ন সত্তার দল ছিলাম আমরা। তিনিই (দেশম) আমাকে ফ্রান্সের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার সুযোগ করে দিয়েছেন।’
২০১১ সালের নভেম্বরে শুরু, ২০২৪-এর জুলাইয়ে ইউরো দিয়ে শেষ। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পাশাপাশি রয়েছে বিশ্বকাপ জয়ের স্মৃতিও। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলে কিলিয়ান এমবাপ্পে, পল পগবাদের সঙ্গে ছিলেন জিরু। বিদায় জানালেও ফ্রান্সকে যে ভুলতেই পারছেন না জিরু, ‘১৩ বছর যে ফ্রান্সে খেলেছি, হৃদয়ে আজীবন তা গেঁথে থাকবে। সবচেয়ে গর্বের ও স্মরণীয় মুহূর্ত তো এখানেই। পাতা এখন উল্টে যাচ্ছে। নতুন রোমাঞ্চের খোঁজে উড়ছি।’
যেকোনো মেজর টুর্নামেন্ট শেষ হলেই অবসরের হিড়িক পড়ে যায়। আর্জেন্টিনার আনহেল দি মারিয়া গতকাল কোপার ফাইনালে খেললেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তাঁর ক্যারিয়ার শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মানির টমাস মুলার ও সুইজারল্যান্ডের জার্দান শাকিরি। জিরু যে সেই ধারাবাহিকতাই বজায় রেখেছেন। এর আগে সদ্য সমাপ্ত ইউরোতে জার্মানি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলে পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যায় টনি ক্রুসের। ক্রুস অবশ্য আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন।
আরও পড়ুন:
তারকা ফুটবলারদের ইউরোপ ছেড়ে যাওয়ার সংস্কৃতি গত কয়েক বছরে বেশিই দেখা যাচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো চলে গেলেন সৌদি আরবের আল নাসরে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ বার্সেলোনার সাবেক তারকারা এখন খেলছেন ইন্টার মায়ামিতে। মেসিদের লিগে খেলতে দেখা যাবে অলিভিয়ার জিরুকেও।
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলবেন জিরু। মার্কিন মুলুকে ক্যারিয়ার শুরুর আগে ফ্রান্সকে বিদায় বললেন এই তারকা ফুটবলার। তাতে শেষ হলো ফরাসিদের হয়ে তাঁর ১৩ বছরের পথচলা। ১৩৭ ম্যাচের ক্যারিয়ারে ৫৭ গোল করে এখনো ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা তিনি। ইনস্টাগ্রামে গত রাতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের প্রসঙ্গে ফরাসি তারকা ফরোয়ার্ড বলেন, ‘ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলার সময় এসেই গেল। দিদিয়ের দেশমের অধীনে অভিন্ন সত্তার দল ছিলাম আমরা। তিনিই (দেশম) আমাকে ফ্রান্সের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার সুযোগ করে দিয়েছেন।’
২০১১ সালের নভেম্বরে শুরু, ২০২৪-এর জুলাইয়ে ইউরো দিয়ে শেষ। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পাশাপাশি রয়েছে বিশ্বকাপ জয়ের স্মৃতিও। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলে কিলিয়ান এমবাপ্পে, পল পগবাদের সঙ্গে ছিলেন জিরু। বিদায় জানালেও ফ্রান্সকে যে ভুলতেই পারছেন না জিরু, ‘১৩ বছর যে ফ্রান্সে খেলেছি, হৃদয়ে আজীবন তা গেঁথে থাকবে। সবচেয়ে গর্বের ও স্মরণীয় মুহূর্ত তো এখানেই। পাতা এখন উল্টে যাচ্ছে। নতুন রোমাঞ্চের খোঁজে উড়ছি।’
যেকোনো মেজর টুর্নামেন্ট শেষ হলেই অবসরের হিড়িক পড়ে যায়। আর্জেন্টিনার আনহেল দি মারিয়া গতকাল কোপার ফাইনালে খেললেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তাঁর ক্যারিয়ার শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মানির টমাস মুলার ও সুইজারল্যান্ডের জার্দান শাকিরি। জিরু যে সেই ধারাবাহিকতাই বজায় রেখেছেন। এর আগে সদ্য সমাপ্ত ইউরোতে জার্মানি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলে পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যায় টনি ক্রুসের। ক্রুস অবশ্য আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন।
আরও পড়ুন:
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে