নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রওনা দেওয়ার আগে গোছগাছ নিয়ে এখন ব্যস্ত নাজমুল আকন্দ। ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে যাওয়া তাঁর কাছে এখন সময়ের ব্যাপার মাত্র। ব্রাজিলিয়ান ভিসা পাওয়ার পরও আর্থিক সমস্যায় অনিশ্চয়তায় ভুগছিলেন মোহামেডানের এই ডিফেন্ডার। সরকারি সহায়তায় অবশেষে স্বস্তি এসেছে নাজমুলের।
অনেক বাধাবিপত্তি পেরিয়ে গত বছর নাজমুলকে ক্লাবে ট্রায়ালের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল ব্রাজিলের সাও পাওলোর দল সালতো এফসি। আমন্ত্রণপত্র পেলেও নাজমুলের সামনে প্রথম বাধা ছিল ব্রাজিলের ভিসা পাওয়া। ফুটবল ফেডারেশনের সহায়তায় ভিসা জটিলতা দূর হলেও সমস্যা ছিল ব্রাজিলে ভ্রমণের ভাড়া নিয়ে। সেই জটিলতাও দূর হয়েছে তাঁর।
নাজমুলের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাও পাওলো যেতে নাজমুলের বিমানভাড়ায় খরচ পড়ত প্রায় ২ লাখ টাকা। বিমানভাড়াসহ নাজমুলের হাতে আজ ৩ লাখ টাকার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কাটা হয়ে গেছে বিমানের টিকিটও। সব ঠিক থাকলে আগামী ২ ফেব্রুয়ারি ব্রাজিলের বিমানে চড়বেন ২০১৯ সালে ব্রাজিলে এক মাস অনুশীলন করে আসা নাজমুল।
নাজমুলের এই সুখবরে আনন্দে কেঁদেছেন তাঁর মা। নিজের স্বপ্ন পূরণ হওয়ায় বাফুফে ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রংপুর থেকে উঠে আসা তরুণ এই ডিফেন্ডার। নাজমুল বললেন, ‘এখনো ঘোরের মধ্যেই আছি। এই খবর শুনে আমার মা অনেক কেঁদেছেন। ব্রাজিলে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। সেখানে প্রমাণ করতে চাই নিজেকে। নিজের সেরাটা দিলে আশা করি সালতোর মূল দলেও খেলতে পারব।’
রওনা দেওয়ার আগে গোছগাছ নিয়ে এখন ব্যস্ত নাজমুল আকন্দ। ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে যাওয়া তাঁর কাছে এখন সময়ের ব্যাপার মাত্র। ব্রাজিলিয়ান ভিসা পাওয়ার পরও আর্থিক সমস্যায় অনিশ্চয়তায় ভুগছিলেন মোহামেডানের এই ডিফেন্ডার। সরকারি সহায়তায় অবশেষে স্বস্তি এসেছে নাজমুলের।
অনেক বাধাবিপত্তি পেরিয়ে গত বছর নাজমুলকে ক্লাবে ট্রায়ালের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল ব্রাজিলের সাও পাওলোর দল সালতো এফসি। আমন্ত্রণপত্র পেলেও নাজমুলের সামনে প্রথম বাধা ছিল ব্রাজিলের ভিসা পাওয়া। ফুটবল ফেডারেশনের সহায়তায় ভিসা জটিলতা দূর হলেও সমস্যা ছিল ব্রাজিলে ভ্রমণের ভাড়া নিয়ে। সেই জটিলতাও দূর হয়েছে তাঁর।
নাজমুলের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাও পাওলো যেতে নাজমুলের বিমানভাড়ায় খরচ পড়ত প্রায় ২ লাখ টাকা। বিমানভাড়াসহ নাজমুলের হাতে আজ ৩ লাখ টাকার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কাটা হয়ে গেছে বিমানের টিকিটও। সব ঠিক থাকলে আগামী ২ ফেব্রুয়ারি ব্রাজিলের বিমানে চড়বেন ২০১৯ সালে ব্রাজিলে এক মাস অনুশীলন করে আসা নাজমুল।
নাজমুলের এই সুখবরে আনন্দে কেঁদেছেন তাঁর মা। নিজের স্বপ্ন পূরণ হওয়ায় বাফুফে ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রংপুর থেকে উঠে আসা তরুণ এই ডিফেন্ডার। নাজমুল বললেন, ‘এখনো ঘোরের মধ্যেই আছি। এই খবর শুনে আমার মা অনেক কেঁদেছেন। ব্রাজিলে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। সেখানে প্রমাণ করতে চাই নিজেকে। নিজের সেরাটা দিলে আশা করি সালতোর মূল দলেও খেলতে পারব।’
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
৫ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
৬ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৭ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
১০ ঘণ্টা আগে