ক্রীড়া ডেস্ক
একের পর এক বোমা যেন ফাটিয়ে যাচ্ছে ‘এল কনফেদেনশিয়াল’! ২০০৬ সালে রাউল-ক্যাসিয়াসকে নিয়ে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কটু মন্তব্যের রেকর্ড ফাঁসের পর আবারও আরেকটি অডিও ফাঁস করেছে পত্রিকাটি। সেই রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদো ও হোসে মরিনহোকে নিয়ে আরেকটি বেফাঁস মন্তব্য করতে শোনা গেছে পেরেজকে।
আজ সকালে ২০১২ সালের অক্টোবরে পেরেজের করা আরেকটি রেকর্ড ফাঁস করে এল কনফেদেনশিয়াল। ফাঁস করা সেই রেকর্ডে পর্তুগিজ মহাতারকা রোনালদোকে নিয়ে পেরেজের মন্তব্য ছিল, ‘রোনালদো একটা পাগল! সে অসুস্থ, নির্বোধ! মোটেও স্বাভাবিক কেউ না। সে যদি স্বাভাবিক হতো তাহলে একের পর এক উল্টোপাল্টা কাজ করত না।’
‘সুপার এজেন্ট’ খ্যাত হোর্হে মেন্ডেজ ও পর্তুগিজ কোচ হোসে মরিনহোও রক্ষা পাননি পেরেজের মন্তব্য থেকে! ‘মেন্ডেজের কোনো নিয়ন্ত্রণই নেই রোনালদো ও মরিনহোর ওপর। এমনকি সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারেও এই দুজন মেন্ডেজের কথা শোনে না। রোনালদো-মরিনহোর অহংবোধ অনেক বেশি। এরা যদি একটু স্বাভাবিক হতো তাহলে আরও বেশি অর্থ আয় করতে পারত। এরা দুজনেই পাগল! আমরা ছবি সত্ত্ব থেকে প্রচুর অর্থ আয়ের কথা বলছি’—বলেছিলেন পেরেজ।
রিয়ালের সাবেক পর্তুগিজ ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাওকে নিয়েও কটু কথা বলতে শোনা গেছে পেরেজকে, ‘এ আরেক পাগল! মস্তিষ্কহীন আরেকজন। মাদ্রিদ এমন খেলোয়াড়দের সোজা বানিয়ে ছাড়ে। এখন সে ভীত আর মরিনহো একটা গর্দভ। এমন না যে সে (কোয়েন্ত্রাও) রিয়ালের হয়ে খেলতে চায় না...সে একটা অপদার্থ, লাইসেন্স ছাড়া গাড়ি চালায়!’
রিয়ালের দুই কিংবদন্তি রাউল ও ইকার ক্যাসিয়াসকে নিয়ে করা পেরেজের ২০০৬ সালে করা মন্তব্যের একটি রেকর্ড গতকাল ফাঁস করেছিল এল কনফেদেনশিয়াল। সেই রেকর্ডে রাউল ও ক্যাসিয়াসকে ‘প্রতারক’ বলেছিলেন পেরেজ। এর পরপরই এক বিবৃতি দিয়েছে রিয়াল। বিবৃতিতে বলা হয়েছে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনে ব্যর্থ হওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব অডিও ফাঁস করা হচ্ছে। এল কনফেদেনশিয়ালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে রিয়াল।
একের পর এক বোমা যেন ফাটিয়ে যাচ্ছে ‘এল কনফেদেনশিয়াল’! ২০০৬ সালে রাউল-ক্যাসিয়াসকে নিয়ে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কটু মন্তব্যের রেকর্ড ফাঁসের পর আবারও আরেকটি অডিও ফাঁস করেছে পত্রিকাটি। সেই রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদো ও হোসে মরিনহোকে নিয়ে আরেকটি বেফাঁস মন্তব্য করতে শোনা গেছে পেরেজকে।
আজ সকালে ২০১২ সালের অক্টোবরে পেরেজের করা আরেকটি রেকর্ড ফাঁস করে এল কনফেদেনশিয়াল। ফাঁস করা সেই রেকর্ডে পর্তুগিজ মহাতারকা রোনালদোকে নিয়ে পেরেজের মন্তব্য ছিল, ‘রোনালদো একটা পাগল! সে অসুস্থ, নির্বোধ! মোটেও স্বাভাবিক কেউ না। সে যদি স্বাভাবিক হতো তাহলে একের পর এক উল্টোপাল্টা কাজ করত না।’
‘সুপার এজেন্ট’ খ্যাত হোর্হে মেন্ডেজ ও পর্তুগিজ কোচ হোসে মরিনহোও রক্ষা পাননি পেরেজের মন্তব্য থেকে! ‘মেন্ডেজের কোনো নিয়ন্ত্রণই নেই রোনালদো ও মরিনহোর ওপর। এমনকি সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারেও এই দুজন মেন্ডেজের কথা শোনে না। রোনালদো-মরিনহোর অহংবোধ অনেক বেশি। এরা যদি একটু স্বাভাবিক হতো তাহলে আরও বেশি অর্থ আয় করতে পারত। এরা দুজনেই পাগল! আমরা ছবি সত্ত্ব থেকে প্রচুর অর্থ আয়ের কথা বলছি’—বলেছিলেন পেরেজ।
রিয়ালের সাবেক পর্তুগিজ ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাওকে নিয়েও কটু কথা বলতে শোনা গেছে পেরেজকে, ‘এ আরেক পাগল! মস্তিষ্কহীন আরেকজন। মাদ্রিদ এমন খেলোয়াড়দের সোজা বানিয়ে ছাড়ে। এখন সে ভীত আর মরিনহো একটা গর্দভ। এমন না যে সে (কোয়েন্ত্রাও) রিয়ালের হয়ে খেলতে চায় না...সে একটা অপদার্থ, লাইসেন্স ছাড়া গাড়ি চালায়!’
রিয়ালের দুই কিংবদন্তি রাউল ও ইকার ক্যাসিয়াসকে নিয়ে করা পেরেজের ২০০৬ সালে করা মন্তব্যের একটি রেকর্ড গতকাল ফাঁস করেছিল এল কনফেদেনশিয়াল। সেই রেকর্ডে রাউল ও ক্যাসিয়াসকে ‘প্রতারক’ বলেছিলেন পেরেজ। এর পরপরই এক বিবৃতি দিয়েছে রিয়াল। বিবৃতিতে বলা হয়েছে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনে ব্যর্থ হওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব অডিও ফাঁস করা হচ্ছে। এল কনফেদেনশিয়ালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে রিয়াল।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৭ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৭ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৮ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৯ ঘণ্টা আগে