চ্যালেঞ্জ জিততে ভুটান গেল বসুন্ধরা কিংস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

টানা তিন এএফসি কাপ খেলা বসুন্ধরা কিংস এবার এএফসি চ্যালেঞ্জ লিগের চ্যালেঞ্জ জিততে চায়। সেই লক্ষ্যে আজ দেশ ছেড়েছে বসুন্ধরা কিংস। 

যাওয়ার আগে আশার কথাই শুনিয়েছেন ক্লাবটির কোচ ভ্যালেরিও তিতা, ‘আমরা এখানে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। কিন্তু আমাদের চ্যালেঞ্জ লিগের প্রতিপক্ষ আরও শক্তিশালী। যেমন—নেজমেহর জাতীয় দলের খেলোয়াড়ই আছে ছয়জন, সঙ্গে ঘানার ভালো মানের একজন পেশাদার ফুটবলার। ইস্ট বেঙ্গলও শক্তিশালী। তবে আমাদের খেলোয়াড়রা মনে করে, এটা নিজেদের মেলে ধরার দারুণ একটা মঞ্চ। কোচ হিসেবে সেটা আমার জন্যও। আমরা অবশ্যই সেখানে পরের রাউন্ডে ওঠার লক্ষ্য নিয়েই যাচ্ছি।’ 

২৬ অক্টোবর নেজমেহ’র বিপক্ষে পরীক্ষা দিতে হবে নতুন রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতার অধীনে প্রস্তুত হওয়া কিংসকে। এরপর ২৯ তারিখ কিংসের প্রতিপক্ষ  ইস্ট বেঙ্গল ও ১ নভেম্বর শেষ গ্রুপ ম্যাচ পারো এফসির বিপক্ষে।

ওয়েস্ট জোনে ১২ দল তিন গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে এই আসরে। তিন গ্রুপ চ্যাম্পিয়ন ও তিন গ্রুপের মধ্যে সেরা রানার্স-আপ দলটি খেলবে কোয়ার্টার ফাইনালে। তখন তাদের খেলতে হবে ইস্ট জোনের দুই গ্রুপ থেকে আসা চার দলের সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত