ক্রীড়া ডেস্ক
এবারের উয়েফা নেশনস লিগে সময়টা ভালো কাটছে না ইংল্যান্ড ও জার্মানির। দুই দলই গতকাল একই ব্যবধানে ১-০ গোলে হেরেছে নিজেদের প্রতিপক্ষের কাছে। হাঙ্গেরির কাছে ১-০ গোলে হেরেছে জার্মানি। আর ইংল্যান্ড হেরেছে এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির কাছে ব্যবধান একই ১-০ গোলে।
এবারের নেশনস লিগের শুরু থেকেই বাজে খেলেছে ইংল্যান্ড। লিগের বিরতির পর গতকাল সান সিরোতে খেলতে নেমে সেই ধারাবাহিকতা যেন বজায় রেখেছে থ্রি লায়নসরা। আজ্জুরেজিদের কাছে ১-০ গোলে হেরেছে তারা। ইতালির হয়ে ৬৮ মিনিটে গোলটি করেছেন জিয়াকোমো রাসপাদোরি। এ ম্যাচে হেরে নেশনস লিগে অবনমন হয়েছে ইংল্যান্ডের। আগামী টুর্নামেন্টে তাদের দ্বিতীয় স্তরে খেলতে হবে।
ইতালির কাছে হেরে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকল ইংল্যান্ড। এমন বাজে পারফরম্যান্স হয়েছিল সর্বশেষ ১৯৯২ সালে। এমন বাজে পারফরম্যান্সের পরও ম্যাচে ইতিবাচক দিক খুঁজে পেয়েছে এমনটা জানিয়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। তিনি বলেছেন, ‘আমরা কেন গোল করতে পারছি না, তা চিহ্নিত করা সত্যি কঠিন। তবে আমার মনে হয়, আমরা সঠিক পথেই আছি। আমরা এমন মুহূর্ত ছিলাম, যেখানে আমাদের ভালো করা উচিত ছিল। কিন্তু আমরা চূড়ান্ত সময়ে এসে কাজটি করতে পারিনি।’
হাঙ্গেরির কাছে হেরে এবারের নেশনস লিগের শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে জার্মানি। নিজেদের মাঠ রেড বুল অ্যারেনায় হাঙ্গেরির বিপক্ষে খেলতে নেমে ১৭ মিনিটে পিছিয়ে পড়ে জার্মানি। ম্যাচের জয়সূচক গোলটি করেন হাঙ্গেরির ফরোয়ার্ড এড্যাম সাজালাই। গোল পরিশোধ করতে প্রচুর সময় পেলেও তা আর করতে পারেনি থমাস মুলার-ইলকাই গুন্ডোগানরা।
ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক। জার্মানির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো হারার স্বাদ পেলেন তিনি। তিনি বলেছেন, ‘প্রথমার্ধে আমরা খুবই ভয়ংকর খেলেছি, যা আমাদের চোখ খুলে দিয়েছিল। আমরা সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারিনি। হারটি আমাদের নম্র করেছে। জার্মানির হয়ে আমার প্রথম ১৪ ম্যাচের সবচেয়ে বাজে শুরু হয়েছে এই ম্যাচের প্রথমার্ধ।’
বিশ্বকাপের আগে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, আর নয় বলে জানিয়েছেন ফ্লিক। তিনি বলেছেন, ‘আমি আশা করিনি, এত কম সুযোগ আমরা তৈরি করব। আমাদের সময় এসেছে ভুলগুলো শুধরে নেওয়ার। আমাদের পরীক্ষা-নিরীক্ষার সময় শেষ।’
এবারের উয়েফা নেশনস লিগে সময়টা ভালো কাটছে না ইংল্যান্ড ও জার্মানির। দুই দলই গতকাল একই ব্যবধানে ১-০ গোলে হেরেছে নিজেদের প্রতিপক্ষের কাছে। হাঙ্গেরির কাছে ১-০ গোলে হেরেছে জার্মানি। আর ইংল্যান্ড হেরেছে এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির কাছে ব্যবধান একই ১-০ গোলে।
এবারের নেশনস লিগের শুরু থেকেই বাজে খেলেছে ইংল্যান্ড। লিগের বিরতির পর গতকাল সান সিরোতে খেলতে নেমে সেই ধারাবাহিকতা যেন বজায় রেখেছে থ্রি লায়নসরা। আজ্জুরেজিদের কাছে ১-০ গোলে হেরেছে তারা। ইতালির হয়ে ৬৮ মিনিটে গোলটি করেছেন জিয়াকোমো রাসপাদোরি। এ ম্যাচে হেরে নেশনস লিগে অবনমন হয়েছে ইংল্যান্ডের। আগামী টুর্নামেন্টে তাদের দ্বিতীয় স্তরে খেলতে হবে।
ইতালির কাছে হেরে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকল ইংল্যান্ড। এমন বাজে পারফরম্যান্স হয়েছিল সর্বশেষ ১৯৯২ সালে। এমন বাজে পারফরম্যান্সের পরও ম্যাচে ইতিবাচক দিক খুঁজে পেয়েছে এমনটা জানিয়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। তিনি বলেছেন, ‘আমরা কেন গোল করতে পারছি না, তা চিহ্নিত করা সত্যি কঠিন। তবে আমার মনে হয়, আমরা সঠিক পথেই আছি। আমরা এমন মুহূর্ত ছিলাম, যেখানে আমাদের ভালো করা উচিত ছিল। কিন্তু আমরা চূড়ান্ত সময়ে এসে কাজটি করতে পারিনি।’
হাঙ্গেরির কাছে হেরে এবারের নেশনস লিগের শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে জার্মানি। নিজেদের মাঠ রেড বুল অ্যারেনায় হাঙ্গেরির বিপক্ষে খেলতে নেমে ১৭ মিনিটে পিছিয়ে পড়ে জার্মানি। ম্যাচের জয়সূচক গোলটি করেন হাঙ্গেরির ফরোয়ার্ড এড্যাম সাজালাই। গোল পরিশোধ করতে প্রচুর সময় পেলেও তা আর করতে পারেনি থমাস মুলার-ইলকাই গুন্ডোগানরা।
ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন জার্মানির কোচ হ্যান্সি ফ্লিক। জার্মানির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো হারার স্বাদ পেলেন তিনি। তিনি বলেছেন, ‘প্রথমার্ধে আমরা খুবই ভয়ংকর খেলেছি, যা আমাদের চোখ খুলে দিয়েছিল। আমরা সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারিনি। হারটি আমাদের নম্র করেছে। জার্মানির হয়ে আমার প্রথম ১৪ ম্যাচের সবচেয়ে বাজে শুরু হয়েছে এই ম্যাচের প্রথমার্ধ।’
বিশ্বকাপের আগে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, আর নয় বলে জানিয়েছেন ফ্লিক। তিনি বলেছেন, ‘আমি আশা করিনি, এত কম সুযোগ আমরা তৈরি করব। আমাদের সময় এসেছে ভুলগুলো শুধরে নেওয়ার। আমাদের পরীক্ষা-নিরীক্ষার সময় শেষ।’
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৯ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে