জেরুজালেমে খেলতে যাবেন না মেসিরা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ২০: ৫৩
আপডেট : ১৮ জুলাই ২০২১, ০০: ১০

রাজনৈতিক কারণে জেরুজালেমে ইসরায়েলি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। এই পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ক্লাব বেইতার জেরুজালেমের সঙ্গে বার্সার ম্যাচটি বাতিল হয়েছে। এই ম্যাচ খেলতে চাওয়াই শুরু থেকে চাপের মুখে ছিল বার্সা। মেসিদের ক্লাবকে ম্যাচ বাতিলের আহবান জানায় ফিলিস্তিনিরা।

অনেক দিন ধরেই বার্সেলোনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করে আসছিল ইসরায়েলের শীর্ষ লিগের ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম। ম্যাচ আয়োজন নিয়ে দুই পক্ষের আলাপও সফল হয়েছিল। তবে ফিলিস্তিনিদের প্রতিবাদের মুখে সম্প্রতি বার্সার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা জেরুজালেমে গিয়ে ম্যাচ খেলতে রাজি না। ম্যাচটি জেরুজালেমের টেডি স্টেডিয়ামে ৪ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন বেইতার জেরুজালেম ক্লাবের মালিক মোশে হগেগ। ফেসবুকে তিনি জানান, ম্যাচটি আয়োজনের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। কিন্তু বার্সার জেরুজালেমে না খেলার বিষয়টি তাকে অবাক করেছে। পোস্টের শেষ দিকে হগেগ লিখেন, ‘আমি গর্বিত আমি একজন ইহুদি, আমি গর্বিত আমি একজন ইসরায়েলি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত