ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটিতে প্রথম মৌসুমেই দুর্দান্ত কাটিয়েছেন আর্লিং হালান্ড। গোলের পর গোল করে রেকর্ড গড়েছেন। হালান্ডের আরও বেশি গোল করার উপায় বাতলে দিয়েছেন থিয়েরি অঁরি।
২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল ও ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। অর্ধেকেরও বেশি গোল সিটির এই স্ট্রাইকার করেছেন বাঁ পায়ে। এখানে তাঁকে (হালান্ড) একটু কৌশলী হতে বলেছেন অঁরি। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার সিবিএস স্পোর্টসকে বলেন, ‘হালান্ড ডান পায়ে শুরু করে ডান পায়েই ফিনিশিং দেয়, যেমনটা সে বাঁ পায়ে করে তাহলে তো কথাই নেই। প্রতি সপ্তাহে সে (হালান্ড) ১০০ গোল করবে।’
অঁরি আরও বলেছেন, ‘আমি তো এটা গণমাধ্যমে বলেছি। আমার মতে, বক্সে আপনার শেখার কিছু নেই আর আপনার বিকল্প কিছু করারও নেই। কিন্তু গোল করার সময় মাঝেমধ্যে ডান পায়ে এগোতে হয়। কিছু জিনিস এভাবে শেখা যায়। তাহলেই তো তারা কোয়াড্রপল জিততে পারবে।’
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে গত পরশু অনেক ‘প্রথমের’ রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ও ট্রেবল জিতল ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতল সিটিজেনেরা। ম্যান সিটির মতো প্রথম চ্যাম্পিয়নস লিগ ও প্রথম ট্রেবল জয়ের অংশও হয়েছেন হালান্ড।
ম্যানচেস্টার সিটিতে প্রথম মৌসুমেই দুর্দান্ত কাটিয়েছেন আর্লিং হালান্ড। গোলের পর গোল করে রেকর্ড গড়েছেন। হালান্ডের আরও বেশি গোল করার উপায় বাতলে দিয়েছেন থিয়েরি অঁরি।
২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল ও ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। অর্ধেকেরও বেশি গোল সিটির এই স্ট্রাইকার করেছেন বাঁ পায়ে। এখানে তাঁকে (হালান্ড) একটু কৌশলী হতে বলেছেন অঁরি। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার সিবিএস স্পোর্টসকে বলেন, ‘হালান্ড ডান পায়ে শুরু করে ডান পায়েই ফিনিশিং দেয়, যেমনটা সে বাঁ পায়ে করে তাহলে তো কথাই নেই। প্রতি সপ্তাহে সে (হালান্ড) ১০০ গোল করবে।’
অঁরি আরও বলেছেন, ‘আমি তো এটা গণমাধ্যমে বলেছি। আমার মতে, বক্সে আপনার শেখার কিছু নেই আর আপনার বিকল্প কিছু করারও নেই। কিন্তু গোল করার সময় মাঝেমধ্যে ডান পায়ে এগোতে হয়। কিছু জিনিস এভাবে শেখা যায়। তাহলেই তো তারা কোয়াড্রপল জিততে পারবে।’
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে গত পরশু অনেক ‘প্রথমের’ রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ও ট্রেবল জিতল ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতল সিটিজেনেরা। ম্যান সিটির মতো প্রথম চ্যাম্পিয়নস লিগ ও প্রথম ট্রেবল জয়ের অংশও হয়েছেন হালান্ড।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে