মিলান ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন জিরু

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

অর্জনের খাতায় কম নেই অলিভিয়ের জিরুর। ১৯ বছরের পেশাদারি ক্যারিয়ারে লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জিতেছেন। ফ্রান্সের হয়ে স্বাদ পেয়েছেন বিশ্বকাপের। পরিপূর্ণ এক ক্যারিয়ারই কাটালেন ৩৭ বছর বয়সী স্ট্রাইকার। 

ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন বটে, তবে এখনই বুটজোড়া তুলে রাখছেন না জিরু। অবশ্য মিলান ছাড়ছেন তিনি। চলে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আরও অনেক তারকার মতো ক্যারিয়ারের শেষটা হয়তো মেজর সকার লিগ (এমএলএস) দিয়ে টানবেন। 

আজ জিরু নিজেই জানিয়েছেন ইউরোপের ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা। নিজেদের অফিশিয়াল এক্স-এ অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে এসি মিলান। সেই ভিডিও বার্তায় ফরাসি তারকা বলেছেন, ‘আমি আপনাদের এখানে জানাতে চাই, আমি এসি মিলানে আমার শেষ দুটি ম্যাচ খেলব। আমার ক্যারিয়ার চলমান থাকবে, তবে এমএলএসে।’ 

গত কয়েক সপ্তাহ থেকে বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, জিরু যোগ দিতে পারেন এমএমএলের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে। যুক্তরাষ্ট্রের ফুটবলে গেলে তাঁকে মাঠে নামতে দেখা যেতে পারে ইন্টার মায়ামির লিওনেল মেসি-লুইস সুয়ারেসদের বিপক্ষে। 

জিরুর পেশাদারি ক্যারিয়ার শুরু ২০০৫ সালে। অনেকটা ‘জিরো’ বা শূন্য থেকে আজকের এই অবস্থানে তিনি। শুরুটা হয়েছিল অখ্যাত গ্রেনোবলের হয়ে। এরপর ২০১০-১২ পর্যন্ত ফরাসি ক্লাব মঁপেলিয়রের হয়ে ঝলক দেখানোর পর বড় ক্লাবের প্রস্তাব পেতে থাকেন। ২০১২ সালে যোগ দেন আর্সেনালে। সেখানে ছয় মৌসুম কাটানোর পর চেলসির হয়ে খেলেন ২০১৮-২১ পর্যন্ত। ২০২১-২২ মৌসুমে জিরু যোগ দেন মিলানে। সান সিরোতে প্রথম মৌসুমেই জেতেন সিরি আ। 

মিলানের হয়ে গত তিন মৌসুম কাটানো জিরু রোজোনেরি সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় বলেন, ‘এই তিন বছরে আমি ক্লাবের জন্য যা করেছি সবকিছুর জন্য আমি গর্বিত। এটাই (বিদায়) বলার এখন ঠিক সময়। দুঃখিত, আমি অল্প আবেগপ্রবণ হয়ে পড়ছি। মিলানের হয়ে এই বছর আমার গল্প শেষ হচ্ছে। তবে মিলান চিরদিন আমার হৃদয়ে থাকবে।’ 

এ মৌসুমে মিলান ৩৬ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার দুইয়ে। লিগে তাদের বাকি আছে দুই ম্যাচ। আগামী ১৮ মে তোরিনোর মাঠে খেলবে মিলান। শেষ ম্যাচ খেলবে সালেরনিতানার বিপক্ষে, নিজেদের মাঠে। সেই দুই ম্যাচ পর মিলান অধ্যায় শেষ হবে জিরুর। ইতালিয়ান জায়ান্টদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩০ ম্যাচে ৪৮ গোল করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত