Ajker Patrika

শেষ পর্যন্ত বরখাস্তই হলেন কোমান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১১: ৩২
শেষ পর্যন্ত বরখাস্তই হলেন কোমান

রোনাল্ড কোমানকে কখন বিদায় দেবে বার্সেলোনা? মাঠে স্প্যানিশ ক্লাবটির যে শোচনীয় অবস্থা, প্রশ্নটা অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল সবখানে। শেষ পর্যন্ত বরখাস্তই হলেন কোমান। 

আরেকটি বার্সা ম্যাচ। আরেকটি হার। রাতে রায়ো ভায়োকানোর মাঠে ১-০ গোলের হারটাই কাল হয়ে এসেছে কোমানের জন্য। অবশ্য ৫৮ বছর বয়সী এই ডাচ কোচ শেষের প্রহর গুনছিলেন এ মৌসুমের শুরু থেকেই। লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচের তিনটিতেই হেরেছে বার্সা। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৯-এ আছে স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগের অবস্থা আরও ভয়াবহ। ৩ ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট তাদের। 

এই অবস্থা থেকে কোমান নিজেও বোধ হয় মুক্তি চাইছিলেন। বার্সা তাঁকে মুক্তিই দিয়েছে। যে বিজ্ঞপ্তিতে বার্সা কোমানকে ছাঁটাইয়ের কথা জানিয়েছে, সেখানে অবশ্য ছাঁটাই শব্দটার উল্লেখ নেই। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোমানকে মুক্তি দিয়েছে বার্সেলোনা।’ 

এর মাধ্যমে বার্সায় কোমান-যুগের অবসান হলো। গত মৌসুমেই কিকে সেতিয়েনের স্থলাভিষিক্ত হয়েছিলেন এই ডাচ কোচ। তাঁর অধীনে ৬৭ ম্যাচ খেলেছে কাতালান ক্লাবটি। ৩৯ জয়ের বিপরীতে হেরেছে ১৬ ম্যাচ। ড্র করেছে ১২ ম্যাচ। মূলত এই মৌসুমে মাঠে বার্সার দুর্দশায় ছাঁটাই হলেন কোমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভূমিকম্পে ধসে পড়ল ইরাবতী নদীতে নির্মিত ব্রিটিশ আমলের সেতু

জোরালো ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থলে মাত্রা ৭.৭

ফ্ল্যাট, প্লট, ঘের, খামার সবই আছে অপূর্বর

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

পরকীয়ার জেরে খুন হচ্ছে স্বামী, ভয়ে নিজেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন যুবক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত