নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তফসিল ঘোষণার পর অন্তত সভাপতি প্রার্থী হিসেবে ইমরুল হাসানের আগমন দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। গতকাল বুধবার ছিল বাফুফে নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন। এদিন সভাপতি পদের জন্য কেউ ফরম সংগ্রহ করেননি। তবে চমক ছিল ইমরুল হাসানের সিনিয়র সহসভাপতি পদের জন্য মনোনয়ন নেওয়া। তাতেই পাল্টে গেল ভোটের মাঠের হিসাব-নিকাশ।
যত দূর জানা গেছে, সভাপতি প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত ফাঁকা মাঠই পাচ্ছেন তাবিথ আউয়াল। গতকাল তাঁর মনোনয়ন ফরম নেওয়ার কথা থাকলেও জরুরি কাজ থাকায় আসতে পারেননি। আজ বাফুফেতে তাবিথ না এলেও তাঁর প্রতিনিধিকে দিয়ে সভাপতির ফরমটা নিতে পারেন। তবে এখন পর্যন্ত তাবিথের প্রতিদ্বন্দ্বী হিসেবে তরফদার রুহুল আমিনকে ভাবা হলেও সেটা কেবলই কাগজে-কলমে। উল্টো কোন পথের পথিক হবেন, তরফদার সেই দিশাই খুঁজে পাচ্ছেন না।
সূত্রের খবর, তরফদারের চাওয়া ছিল তাবিথের সঙ্গে এক প্যানেলে থেকে নির্বাচন করা। কিন্তু তাবিথ বিতর্কিতদের নিয়ে প্যানেল না করার পক্ষেই নাকি মত দিয়েছেন। এর মধ্যে সেটার একটা আভাসও মিলেছে। তরফদারের চাওয়া ছিল তাবিথকে সভাপতি রেখে নিজেই সিনিয়র সহসভাপতি হওয়া। কিন্তু সিনিয়র সহসভাপতি পদ একটাই। আর ওই চেয়ারে ইমরুলকেই চান তাবিথ। সে ক্ষেত্রে তরফদারের সামনে এখন দুটি দুয়ার খোলা—এক. নির্বাচন না করার সিদ্ধান্ত, দুই. এককভাবে বা দু-চারজনকে নিয়ে আংশিক প্যানেল করে নির্বাচনে লড়াই করা।
দ্বিতীয়টির মাধ্যমে তরফদার বাফুফেতে আসতে চাইলে শেষ পর্যন্ত যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না, সেটা অনেকটাই নিশ্চিত। কারণ, এখন পর্যন্ত যাঁরা নির্বাচনে আসবেন বলে শোনা যাচ্ছে বা নির্বাচন করবেন বলে ফরম তুলেছেন, তাঁদের বেশির ভাগেরই ‘কাপ্তান’ তাবিথ। তেমনটা হলে নির্বাচনে দাঁড়িয়ে জামানত হারানোরও শঙ্কা রয়েছে তরফদারের। যদিও এখনো তিনি একই সুরে কথা বলছেন। তবে ভোটের মাঠে থাকবেন কি থাকবেন না, সেটা দ্রুতই জানাবেন বলে গতকাল আজকের পত্রিকাকে জানিয়েছেন তরফদার, ‘এখনো তো সময় আছে। আমি আসলে অন্য একটা বিষয় নিয়ে ব্যস্ত আছি। এটা (এক প্যানেল) আলোচনা চলতেছে। আগামী এক-দুই দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’
এদিকে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন কুড়িটির মতো বিতরণ হয়েছে। এই তালিকায় সহসভাপতি পদে সাবেক ফুটবলার ইকবাল হোসেন, কে স্পোর্টসের ফাহাদ করীম ও রেডিয়্যান্টের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীও আছেন। এ ছাড়া সদস্যপদে মনোনয়ন ফরম নেন চেনা মুখ মাহফুজা আক্তার কিরণ, জাকির হোসেন চৌধুরী, আমের খান, সত্যজিৎ দাশ রুপুসহ কয়েকজন।
তফসিল ঘোষণার পর অন্তত সভাপতি প্রার্থী হিসেবে ইমরুল হাসানের আগমন দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। গতকাল বুধবার ছিল বাফুফে নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন। এদিন সভাপতি পদের জন্য কেউ ফরম সংগ্রহ করেননি। তবে চমক ছিল ইমরুল হাসানের সিনিয়র সহসভাপতি পদের জন্য মনোনয়ন নেওয়া। তাতেই পাল্টে গেল ভোটের মাঠের হিসাব-নিকাশ।
যত দূর জানা গেছে, সভাপতি প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত ফাঁকা মাঠই পাচ্ছেন তাবিথ আউয়াল। গতকাল তাঁর মনোনয়ন ফরম নেওয়ার কথা থাকলেও জরুরি কাজ থাকায় আসতে পারেননি। আজ বাফুফেতে তাবিথ না এলেও তাঁর প্রতিনিধিকে দিয়ে সভাপতির ফরমটা নিতে পারেন। তবে এখন পর্যন্ত তাবিথের প্রতিদ্বন্দ্বী হিসেবে তরফদার রুহুল আমিনকে ভাবা হলেও সেটা কেবলই কাগজে-কলমে। উল্টো কোন পথের পথিক হবেন, তরফদার সেই দিশাই খুঁজে পাচ্ছেন না।
সূত্রের খবর, তরফদারের চাওয়া ছিল তাবিথের সঙ্গে এক প্যানেলে থেকে নির্বাচন করা। কিন্তু তাবিথ বিতর্কিতদের নিয়ে প্যানেল না করার পক্ষেই নাকি মত দিয়েছেন। এর মধ্যে সেটার একটা আভাসও মিলেছে। তরফদারের চাওয়া ছিল তাবিথকে সভাপতি রেখে নিজেই সিনিয়র সহসভাপতি হওয়া। কিন্তু সিনিয়র সহসভাপতি পদ একটাই। আর ওই চেয়ারে ইমরুলকেই চান তাবিথ। সে ক্ষেত্রে তরফদারের সামনে এখন দুটি দুয়ার খোলা—এক. নির্বাচন না করার সিদ্ধান্ত, দুই. এককভাবে বা দু-চারজনকে নিয়ে আংশিক প্যানেল করে নির্বাচনে লড়াই করা।
দ্বিতীয়টির মাধ্যমে তরফদার বাফুফেতে আসতে চাইলে শেষ পর্যন্ত যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না, সেটা অনেকটাই নিশ্চিত। কারণ, এখন পর্যন্ত যাঁরা নির্বাচনে আসবেন বলে শোনা যাচ্ছে বা নির্বাচন করবেন বলে ফরম তুলেছেন, তাঁদের বেশির ভাগেরই ‘কাপ্তান’ তাবিথ। তেমনটা হলে নির্বাচনে দাঁড়িয়ে জামানত হারানোরও শঙ্কা রয়েছে তরফদারের। যদিও এখনো তিনি একই সুরে কথা বলছেন। তবে ভোটের মাঠে থাকবেন কি থাকবেন না, সেটা দ্রুতই জানাবেন বলে গতকাল আজকের পত্রিকাকে জানিয়েছেন তরফদার, ‘এখনো তো সময় আছে। আমি আসলে অন্য একটা বিষয় নিয়ে ব্যস্ত আছি। এটা (এক প্যানেল) আলোচনা চলতেছে। আগামী এক-দুই দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’
এদিকে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন কুড়িটির মতো বিতরণ হয়েছে। এই তালিকায় সহসভাপতি পদে সাবেক ফুটবলার ইকবাল হোসেন, কে স্পোর্টসের ফাহাদ করীম ও রেডিয়্যান্টের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীও আছেন। এ ছাড়া সদস্যপদে মনোনয়ন ফরম নেন চেনা মুখ মাহফুজা আক্তার কিরণ, জাকির হোসেন চৌধুরী, আমের খান, সত্যজিৎ দাশ রুপুসহ কয়েকজন।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে