এএফসি কাপে খেলতে বাধা নেই কিংসলের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ভারতের কলকাতায় ১৮ মে থেকে শুরু হবে এএফসি কাপের ‘ডি’ গ্রুপের ম্যাচ। ভারতের দুই প্রতিপক্ষ এটিকে মোহনবাগান, গোকুলাম কেরালা ও মালদ্বীপের মার্জিয়া স্পোর্টসের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সুখবর পেয়েছে বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস। বসুন্ধরার হয়ে এএফসি কাপে খেলতে এখন আর কোনো বাধা নেই সাবেক নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলের।

গত বছরের মার্চে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিলেন এলিটা। পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। কিন্তু ফিফা ও এএফসির বাধায় খেলতে পারেননি গত বছরের এএফসি কাপে। সাফের প্রাথমিক দলে থাকার পরও ফিফার ছাড়পত্র না পাওয়ায় পরা হয়নি জাতীয় দলের জার্সিও। 

বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবেন কিনা তা নিয়ে এখন পর্যন্ত অনিশ্চয়তা থাকলেও ক্লাব বসুন্ধরার হয়ে এএফসি কাপে আর কোনো বাধা নেই এলিটার। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। বলেছেন,‘এএফসি থেকে যে সিদ্ধান্ত এসেছে সেখানে বলা হয়েছে এলিটা কিংসলে এএফসি কাপে খেলতে পারবে। এএফসি আমাদের লিখিত জানিয়েছে, বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বসুন্ধরা কিংসের হয়ে সে খেলতে পারবে। জাতীয় দলে খেলতে পারবে কিনা সেটা বাফুফের সিদ্ধান্ত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

এএফসি কাপে এলিটার নিবন্ধন এরই মাঝে শেষ করেছে বসুন্ধা কিংস। এলিটার নিবন্ধন ও এএফসির ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত