ক্রীড়া ডেস্ক
নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই জিতেছে ইন্টার মায়ামি। তবে লিওনেল মেসি মায়ামিতে ধারাবাহিক হতে পারছেন না কিছুতেই। এক ম্যাচ খেলেন তো অপর ম্যাচে তাঁকে দেখা যায় না। এবার মেসিকে না খেলানোয় ক্ষমা চাইলেন মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো।
মেসি ফেরার পরই ১৯ মে এমএলএসে ডিসি ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পায় মায়ামি। ম্যাচটি ছিল মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়াম। এক সপ্তাহ পর আজ ভ্যানকুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে খেলেছে মায়ামি। বিসি প্লেসে এমএলএসের ম্যাচটিতে মূল একাদশ তো দূরে থাক, মায়ামির বদলি খেলোয়াড়দের তালিকাতেও রাখা হয়নি মেসিকে। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে বিশ্রাম দেওয়ায় ভক্ত-সমর্থকেরা হতাশ হয়ে পড়েন। ‘লিওনেল মেসি কোথায়’ ভক্তরা এমন স্লোগান দিতে থাকেন। শুধু মেসিই নয়, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতসের মতো তারকাদের খেলানো হয়নি। ম্যাচ শেষে মার্তিনো বলেন, ‘আমাদের যে পরিমাণ খেলোয়াড় অনুপস্থিত, তাতে এটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি না যে ক্ষমা চাইতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা চাইতে হয়। কেননা, আমরা তারকাদের নিয়ে আসতে পারিনি। বড় খেলোয়াড়দের ছাড়া যেহেতু আমরা এখানে এসেছি, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে।’
মেসি-বুসকেতস-সুয়ারেজরা যেমন ছিলেন না, তেমনি আজ দেখা যায়নি মায়ামির অন্যতম তারকা মিডফিল্ডার ডিয়েগো গোমেজকেও। এই ম্যাচে ভ্যাঙ্কুভারকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। ৩৮ ও ৫৪ মিনিটে মায়ামির গোল দুটি করেন রবার্ট টেলর ও লিওনার্দো কাম্পানা। মার্তিনো বলেন, ‘লিও, লুইস, বুসি, ডিয়েগো গোমেজ—কেউ ছিল না। তবু আমরা ভালো করেছি।’
এবারের এমএলএসে ইস্টার্ন কনফারেনসের শীর্ষে মায়ামি। ১৬ ম্যাচে ১০ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ৩৪ পয়েন্ট দলটির। ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিনসিনাটি। ওয়েস্টার্ন কনফারেনসের ৭ নম্বরে রয়েছে ভ্যানকুভার।
নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই জিতেছে ইন্টার মায়ামি। তবে লিওনেল মেসি মায়ামিতে ধারাবাহিক হতে পারছেন না কিছুতেই। এক ম্যাচ খেলেন তো অপর ম্যাচে তাঁকে দেখা যায় না। এবার মেসিকে না খেলানোয় ক্ষমা চাইলেন মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো।
মেসি ফেরার পরই ১৯ মে এমএলএসে ডিসি ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পায় মায়ামি। ম্যাচটি ছিল মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়াম। এক সপ্তাহ পর আজ ভ্যানকুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে খেলেছে মায়ামি। বিসি প্লেসে এমএলএসের ম্যাচটিতে মূল একাদশ তো দূরে থাক, মায়ামির বদলি খেলোয়াড়দের তালিকাতেও রাখা হয়নি মেসিকে। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে বিশ্রাম দেওয়ায় ভক্ত-সমর্থকেরা হতাশ হয়ে পড়েন। ‘লিওনেল মেসি কোথায়’ ভক্তরা এমন স্লোগান দিতে থাকেন। শুধু মেসিই নয়, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতসের মতো তারকাদের খেলানো হয়নি। ম্যাচ শেষে মার্তিনো বলেন, ‘আমাদের যে পরিমাণ খেলোয়াড় অনুপস্থিত, তাতে এটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি না যে ক্ষমা চাইতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা চাইতে হয়। কেননা, আমরা তারকাদের নিয়ে আসতে পারিনি। বড় খেলোয়াড়দের ছাড়া যেহেতু আমরা এখানে এসেছি, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে।’
মেসি-বুসকেতস-সুয়ারেজরা যেমন ছিলেন না, তেমনি আজ দেখা যায়নি মায়ামির অন্যতম তারকা মিডফিল্ডার ডিয়েগো গোমেজকেও। এই ম্যাচে ভ্যাঙ্কুভারকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। ৩৮ ও ৫৪ মিনিটে মায়ামির গোল দুটি করেন রবার্ট টেলর ও লিওনার্দো কাম্পানা। মার্তিনো বলেন, ‘লিও, লুইস, বুসি, ডিয়েগো গোমেজ—কেউ ছিল না। তবু আমরা ভালো করেছি।’
এবারের এমএলএসে ইস্টার্ন কনফারেনসের শীর্ষে মায়ামি। ১৬ ম্যাচে ১০ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ৩৪ পয়েন্ট দলটির। ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিনসিনাটি। ওয়েস্টার্ন কনফারেনসের ৭ নম্বরে রয়েছে ভ্যানকুভার।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৬ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৮ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৯ ঘণ্টা আগে