নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেডারেশন কাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অধিনায়ক তপু বর্মণের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ভ্যালেরি তিতের দল।
ম্যাচ শুরুর আগেই মাঠ নিয়ে আলোচনা। ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ তেমন খেলার জন্য উপযুক্ত ছিল না। আগের দিনই ওঠানো হয়েছে ক্রিকেট পিচ। তাই মাঝমাঠ মনে হয়েছে ন্যাড়া। অন্য জায়গায় ঘাসের পরিমাণ কমই ছিল। এমন সমস্যাজর্জর মাঠে টেনেটুনে জিতেই সন্তুষ্ট কিংস। তবে ব্রাদার্স চেষ্টা করেছিল ড্র করে হলেও পয়েন্টে ভাগ বসাতে। শেষ পর্যন্ত সেটা পারেনি তারা। শুরু থেকে রক্ষণাত্মক ফুটবল খেলেও এক গোল হজম করে। আর গোলটা আসে দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেল ফিগেইরা দামাশেনোর ক্রসে লাফিয়ে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন তপু। বাকি সময় চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি ব্রাদার্স।
এক গোলের জয় হলেও মৌসুমের শুরুটা ভালো হলো কিংসের। চ্যালেঞ্জ কাপ জেতার পর প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে। এবার ফেডারেশন কাপের মুকুট ধরে রাখার মিশনের শুরুতেও জয়ের হাসি।
দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ নামে ফর্টিস এফসির বিপক্ষে। ‘বি’ গ্রুপে থাকা দল দুটির শুরুটা হলো গোলশূন্য ড্র দিয়ে।
ফেডারেশন কাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অধিনায়ক তপু বর্মণের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ভ্যালেরি তিতের দল।
ম্যাচ শুরুর আগেই মাঠ নিয়ে আলোচনা। ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ তেমন খেলার জন্য উপযুক্ত ছিল না। আগের দিনই ওঠানো হয়েছে ক্রিকেট পিচ। তাই মাঝমাঠ মনে হয়েছে ন্যাড়া। অন্য জায়গায় ঘাসের পরিমাণ কমই ছিল। এমন সমস্যাজর্জর মাঠে টেনেটুনে জিতেই সন্তুষ্ট কিংস। তবে ব্রাদার্স চেষ্টা করেছিল ড্র করে হলেও পয়েন্টে ভাগ বসাতে। শেষ পর্যন্ত সেটা পারেনি তারা। শুরু থেকে রক্ষণাত্মক ফুটবল খেলেও এক গোল হজম করে। আর গোলটা আসে দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেল ফিগেইরা দামাশেনোর ক্রসে লাফিয়ে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন তপু। বাকি সময় চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি ব্রাদার্স।
এক গোলের জয় হলেও মৌসুমের শুরুটা ভালো হলো কিংসের। চ্যালেঞ্জ কাপ জেতার পর প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে। এবার ফেডারেশন কাপের মুকুট ধরে রাখার মিশনের শুরুতেও জয়ের হাসি।
দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ নামে ফর্টিস এফসির বিপক্ষে। ‘বি’ গ্রুপে থাকা দল দুটির শুরুটা হলো গোলশূন্য ড্র দিয়ে।
নাহিদ রানা বোলিং ভালো করছে, ভালো করুক। সব সময় দোয়া করি, সুস্থ থাকুক। সাম্প্রতিক সময়ে সে শারীরিকভাবে উন্নতি করেছে। মানসিকভাবেও অনেক শক্তিশালী হয়েছে এখন। জাতীয় লিগ তো ভালো খেলতই, যেটা ঘরোয়া লিগ। জাতীয় দলে প্রথম যখন অভিষেক হলো, একটা ব্যাপার তো ছিলই। এখন সে নার্ভাসনেস কাটিয়ে উঠেছে।
১ ঘণ্টা আগেজ্যামাইকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার-মিডল অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। ক্যারিবিয়ানে এই বাঁহাতি স্পিনার যেন সতেজ করে তোলেন ১০ বছর আগে নিজের অভিষেক টেস্টের স্মৃতি। ২০২৪ সালে উইন্ডিজের বিপক্ষেই কিংসটাউনে অভিষেক টেস্টের প্রথম
২ ঘণ্টা আগেজ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট বাংলাদেশ। মনে হচ্ছিল, প্রথম ইনিংসেই হারের দিকে খানিকটা এগিয়ে গেল অতিথিরা। কিন্তু স্কোর ছোট হলেও নাহিদ রানার তোপে দাগানো বোলিংয়ে উল্টো ১৮ রানের লিডই নিয়েছিল সফরকারীরা।
৩ ঘণ্টা আগেএটা আমাদের জন্য অনেক বড় অর্জন। ২০২১ থেকে জানতাম যে ২০২৫ বিশ্বকাপে ২৪ দল খেলবে। এরপর থেকেই আমরা মানসিকভাবে নিজেদের প্রস্তুত করছিলাম। তখন আমরা বিকেএসপির শিক্ষার্থী।
৪ ঘণ্টা আগে