আবারও এক ক্লাবে খেলতে পারেন মেসি-আলবা 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১৭: ০১

এবারের মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছেন জর্দি আলবা। আর লিওনেল মেসি বার্সা ছেড়েছেন প্রায় দুই বছর আগে। আরও একবার দুজনে একসঙ্গে খেলার সম্ভাবনা রয়েছে। 

মেসি-আলবার সম্ভাব্য পুনর্মিলনীর কথা জানিয়েছে মুন্দো দেপোর্তিভো। স্প্যানিশ এই সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, টোটাল অ্যালোকেশন মানি (ট্যাম) প্রক্রিয়ার মাধ্যমে মেসি, সার্জিও বুসকেতস, আলবার মতো ফুটবলারদের নেওয়ার চেষ্টা করছে মেজর লিগ সকার (এমএলএস)। বেতনের সীমাবদ্ধতা সংক্রান্ত ঝামেলা এড়াতেই এগোচ্ছে এমএলএস। ট্যাম প্রক্রিয়ায় প্রতি ফুটবলারকে গড়ে দেওয়া হতে পারে ২০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ২১ কোটি ৬০ লাখ টাকা। আর ফ্রী এজেন্ট আলবা এরই মধ্যে ইন্টার মিয়ামিতে যাওয়ার কাজ অনেকটাই সেরে ফেলেছেন। স্প্যানিশ এই সংবাদমাধ্যম আরও জানিয়েছে, আলবাকে ইউরোপে রাখতে ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদ তাঁকে (আলবা) নেওয়ার আগ্রহ দেখিয়েছে। সৌদি আরবের ক্লাব ফুটবল থেকেও স্প্যানিশ এই লেফট ব্যাককে নেওয়ার আগ্রহ দেখানো হয়েছে। 

২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যান মেসি। এবারের মৌসুম শেষে আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে পিএসজির পথচলা শেষ হয়। আনুষ্ঠানিক চুক্তি না হলেও ফ্রী এজেন্ট মেসির ইন্টার মিয়ামিতে যাওয়া অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে তিনি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার কদিন আগে জানিয়েছে, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি ৯০ লাখ মার্কিন ডলারে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন (বাংলাদেশি ৯৭ কোটি ৩৯ লাখ টাকা)। ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। আর ২০১২ থেকে ২০২১-এই ৯ বছর বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন মেসি ও আলবা। বার্সার হয়ে দুজনে পাঁচটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত