রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ মরক্কোর

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৯: ৫৭
Thumbnail image

কাতার বিশ্বকাপে রেফারিং নিয়েও চলছে তুমুল সমালোচনা। নকআউট পর্বের ম্যাচগুলোতে রেফারির সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা করছেন ফুটবলাররা। বাদ যায়নি মরক্কোও। সেমিফাইনালের ম্যাচ নিয়ে ফিফার কাছে অভিযোগ করেছে মরক্কো ফুটবল ফেডারেশন।

গত বুধবার আল-বায়েত স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-মরক্কো। এই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন সিজার আর্তুরো রামোস। রামোসের বেশ কিছু সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে বলে দাবি রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশনের (এফআরএমএফ)। এফআরএমএফ এক বিবৃতিতে বলেছে, ‘রয়্যাল মরক্কো ফুটবল ফেডারেশন (এফআরএমএফ) মরক্কো-ফ্রান্স ম্যাচের রেফারি সিজার আর্তুরো রামোসের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। ফিফার কাছে এফআরএমএফ চিঠি দিয়েছে, যা আরবিট্রেশনের কাছে ফেরত এসেছে। আরবিট্রেশন বিশেষজ্ঞদের মতে এই ম্যাচে মরক্কোকে নিশ্চিত দুটি পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়েও আমরা অবাক। এমন পরিস্থিতিতে ভিএআর কাজই করছিল না।’ 

এবারের বিশ্বকাপে মরক্কো ইতিহাস সৃষ্টি করেছে। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলে মরক্কো। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে মরক্কো। এরপর বেলজিয়ামকে ২-০ গোলে এবং কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যায় ‘অ্যাটলাস সিংহরা’। শেষ ষোলোতে টাইব্রেকারে স্পেন এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল খেলে মরক্কো। আগামীকাল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে মরক্কো-ক্রোয়েশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত