সপ্তাহে রোনালদোর কোটি টাকা বেতন কাটা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

পেশাদার ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূলপর্বের টিকিট কাটতে ব্যর্থ হলেন পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার রাতে ব্রাইটনের মাঠে ৪-০ গোলে হেরে ক্ষীণ সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেডের। এই ভরাডুবির শাস্তি পাচ্ছেন রোনালদোরা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শেষ ম্যাচটা তাদের জন্য শুধুই নিয়মরক্ষার।

ব্রাইটনের কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের তালিকার ষষ্ঠস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট তাদের। রোনালদোদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে কিছুটা হলেও আশা বাঁচিয়ে রেখেছে টটেনহাম হটস্পার। ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট পাওয়া আর্সেনালের ছন্দপতন না ঘটলে চ্যাম্পিয়নস লিগের টিকিট পাবে তারাই।

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ ম্যাচে ম্যানইউ জিততে না পারলে ইউরোপা লিগেও তাদের খেলার রাস্তাটা বন্ধুর হয়ে যাবে। আপাতত চ্যাম্পিয়নস লিগে উঠতে না পারার শাস্তি পেতে হচ্ছে ম্যানইউ খেলোয়াড়দের। তাদের বেতনের ২৫ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। আজ ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে।

চুক্তি অনুসারে সপ্তাহে রোনালদো ৩ লাখ ৮৫ হাজার পাউন্ড (৪ কোটি ১০ লাখ টাকা) ও গোলরক্ষক ডেভিড ডি গিয়া ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড (৪ কোটি টাকা) পাওয়ার কথা। কিন্তু তারা পাবেন যথাক্রমে ২ লাখ ৮৮ হাজার পাউন্ড (৩ কোটি ৭ লাখ টাকা) ও ২ লাখ ৮১ হাজার পাউন্ড (৩ কোটি টাকা)। অর্থাৎ সপ্তাহে প্রায় ১ কোটি ৩ লাখ টাকারও বেশি বেতন কম পাচ্ছেন রোনালদো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত