ক্রীড়া ডেস্ক
ব্যাপক চিন্তা নিয়েই কাল সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। চোটের কারণে একগাদা তারকা ফুটবলার ছাড়াই খেলতে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। তার আগে আলোচনায় লিওনেল মেসির ১০ নম্বর জার্সি কে পরবেন?
লিওনেল মেসি, পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিওভান্নি লো সেলসোরা প্রাথমিক দল থেকেই চোটে ছিটকে গেছেন। ম্যাচের আগ মুহূর্তে বড় দুঃসংবাদ দিলেন লাউতারো মার্তিনেজ। তিনি ছিটকে গেছেন চূড়ান্ত দল থেকে। এতে নতুনদের নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষারও সুযোগ পাচ্ছেন লিওনেল স্কালোনি। তাহলে ১০ নম্বর জার্সিটা পরবেন কে?
২০০৫ সালে অভিষেক হওয়ার ৪ বছর পর ১০ নম্বর জার্সিটি পান মেসি। ২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম সেই জার্সি পরে খেলেছেন এই খুদে জাদুকর। তারপর থেকে আর্জেন্টিনা ২১৫টি ম্যাচ খেলেছে, এর মধ্যে মেসি খেলেছেন ১৫৫ ম্যাচে। ১৪ জনের সৌভাগ্য হয়েছে সেই ১০ নম্বর জার্সিটি গায়ে জড়ানোর। আরিয়েল ওর্তেগা, পেরেজ, গাইতানদের অনেকেই ১০ নম্বর নিয়ে মাঠে নেমেছিলেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি—সর্বোচ্চ সাতবার মেসির অনুপস্থিতিতে সার্জিও আগুয়েরা ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। মেসির আরেক বন্ধু ডি মারিয়াও দুই ম্যাচ খেলেছিলেন ১০ নম্বর পরে।
সেমির পজিশনে খেলা পাওলো দিবালাও আর্জেন্টিনার ১০ নম্বর গায়ে খেলেছেন। এবার দিবালাও নেই। নেই লাউতারোও। তবে আর্জেন্টিনা ও ইউরোপের সংবাদমাধ্যমের প্রতিবেদন, আনহেল কোররেয়া হতে পারেন সেই ভাগ্যবান। আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড পরতে পারেন ১০ নম্বর। আবার কিছু ম্যাচ মেসি না থাকায় কেউই সেই ১০ নম্বর জার্সি পরেননি। জার্সির মাহত্বটাও অনেকের কাছে গুরুত্বপূর্ণ। হয়তো কেউ ১০ নম্বর নাও পারতে পারেন।
ব্যাপক চিন্তা নিয়েই কাল সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। চোটের কারণে একগাদা তারকা ফুটবলার ছাড়াই খেলতে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। তার আগে আলোচনায় লিওনেল মেসির ১০ নম্বর জার্সি কে পরবেন?
লিওনেল মেসি, পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিওভান্নি লো সেলসোরা প্রাথমিক দল থেকেই চোটে ছিটকে গেছেন। ম্যাচের আগ মুহূর্তে বড় দুঃসংবাদ দিলেন লাউতারো মার্তিনেজ। তিনি ছিটকে গেছেন চূড়ান্ত দল থেকে। এতে নতুনদের নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষারও সুযোগ পাচ্ছেন লিওনেল স্কালোনি। তাহলে ১০ নম্বর জার্সিটা পরবেন কে?
২০০৫ সালে অভিষেক হওয়ার ৪ বছর পর ১০ নম্বর জার্সিটি পান মেসি। ২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম সেই জার্সি পরে খেলেছেন এই খুদে জাদুকর। তারপর থেকে আর্জেন্টিনা ২১৫টি ম্যাচ খেলেছে, এর মধ্যে মেসি খেলেছেন ১৫৫ ম্যাচে। ১৪ জনের সৌভাগ্য হয়েছে সেই ১০ নম্বর জার্সিটি গায়ে জড়ানোর। আরিয়েল ওর্তেগা, পেরেজ, গাইতানদের অনেকেই ১০ নম্বর নিয়ে মাঠে নেমেছিলেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি—সর্বোচ্চ সাতবার মেসির অনুপস্থিতিতে সার্জিও আগুয়েরা ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। মেসির আরেক বন্ধু ডি মারিয়াও দুই ম্যাচ খেলেছিলেন ১০ নম্বর পরে।
সেমির পজিশনে খেলা পাওলো দিবালাও আর্জেন্টিনার ১০ নম্বর গায়ে খেলেছেন। এবার দিবালাও নেই। নেই লাউতারোও। তবে আর্জেন্টিনা ও ইউরোপের সংবাদমাধ্যমের প্রতিবেদন, আনহেল কোররেয়া হতে পারেন সেই ভাগ্যবান। আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড পরতে পারেন ১০ নম্বর। আবার কিছু ম্যাচ মেসি না থাকায় কেউই সেই ১০ নম্বর জার্সি পরেননি। জার্সির মাহত্বটাও অনেকের কাছে গুরুত্বপূর্ণ। হয়তো কেউ ১০ নম্বর নাও পারতে পারেন।
ভারতের গিয়ে একের পর এক ঝামেলার মধ্যে পড়ছে বাংলাদেশ ফুটবল দল। এর প্রভাব বেশ ভালোভাবেই পড়ছে প্রস্তুতিতে৷ মানসিকভাবে অবশ্য খুব বেশি চাপ নিচ্ছেন না ফুটবলাররা। কিন্তু একটু তো বিরক্তি লাগছেই।
৪ ঘণ্টা আগেহামজা চৌধুরী দলে না থাকলে ভারত ম্যাচ নিয়ে কী ভাবতেন আপনি? অবশ্যই ফেবারিটের তালিকায় রাখতে হতো ভারতকেই। ফেবারিট হিসেবে ভারত এখনো থাকছে; কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ দলে যোগ হয়েছে হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলার। তাঁকে কেন্দ্রে রেখে যে বাংলাদেশ কষছে দারুণ কিছুর ছক।
৭ ঘণ্টা আগেবছর দু-এক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছে চরম বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চাপে সাকিব সেই বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সেই চুক্তি থেকে সরে আসেন। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর শুধু সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই থমকে যায়নি,
১০ ঘণ্টা আগেগুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বিকেএসপিতে দুই ম্যাচের কোনোটিই মাঠে গড়ানো যায়নি। পরিত্যক্ত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ–গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন–রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য তেমন বাধার মুখে পড়তে হয়নি। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে
১১ ঘণ্টা আগে