ক্রীড়া ডেস্ক, ঢাকা
গ্রীষ্মকালীন দলবদলে এবার মঞ্চস্থ হয়েছে একের পর এক নাটক। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকারাও দলবদলের বাজারে উত্তাপ ছড়িয়েছেন। তবে খেলোয়াড় কিনতে খরচের দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ এবার ছাড়িয়ে গেছে সবাইকে।
ইপিএলের দলগুলো এবারের দলবদলে খরচ করেছে ১ হাজার ৩৪ মিলিয়ন ইউরো (১০ হাজার ৪৩০ কোটি টাকা)। খরচের পরিমাণ এতটাই যে এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইতালিয়ান লিগ সিরি ‘আ’র দলগুলোর খরচ প্রিমিয়ার লিগের খরচের অর্ধেক। সিরি ‘আ’র দলগুলো এবারের দলবদলে খেলোয়াড় কিনতে খরচ করেছে ৫৭১ মিলিয়ন ইউরো। তালিকার ৩ নম্বরে আছে জার্মানির বুন্দেসলিগা। এবারের দলবদলে খেলোয়াড় কিনতে তাদের খরচ হয়েছে ৪২০ মিলিয়ন ইউরো। তালিকার চারে থাকা লিগ ওয়ানের খরচ ৪০০ মিলিয়ন ইউরো।
স্প্যানিশ লা লিগা আছে এই তালিকার ৫ নম্বরে। এই মৌসুমে খেলোয়াড় কিনতে তাদের খরচের পরিমাণ প্রিমিয়ার লিগের খরচের তিন ভাগের এক ভাগেরও কম। তারা খরচ করেছে ৩০৩ মিলিয়ন ইউরো। তালিকার পরের নামগুলোর মধ্যে আছে রাশিয়ান লিগ, বেলজিয়ান লিগ, পর্তুগিজ লিগ, তুর্কি লিগ আর ইতালির দ্বিতীয় সারির লিগ সিরি বি। খরচের দিক দিয়ে প্রথম ১০ লিগের সবার শেষে থাকা সিরি বি এবারের মৌসুমে খেলোয়াড় কিনতে খরচ করেছে ৫৪ মিলিয়ন ইউরো।
গ্রীষ্মকালীন দলবদলে এবার মঞ্চস্থ হয়েছে একের পর এক নাটক। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকারাও দলবদলের বাজারে উত্তাপ ছড়িয়েছেন। তবে খেলোয়াড় কিনতে খরচের দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ এবার ছাড়িয়ে গেছে সবাইকে।
ইপিএলের দলগুলো এবারের দলবদলে খরচ করেছে ১ হাজার ৩৪ মিলিয়ন ইউরো (১০ হাজার ৪৩০ কোটি টাকা)। খরচের পরিমাণ এতটাই যে এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইতালিয়ান লিগ সিরি ‘আ’র দলগুলোর খরচ প্রিমিয়ার লিগের খরচের অর্ধেক। সিরি ‘আ’র দলগুলো এবারের দলবদলে খেলোয়াড় কিনতে খরচ করেছে ৫৭১ মিলিয়ন ইউরো। তালিকার ৩ নম্বরে আছে জার্মানির বুন্দেসলিগা। এবারের দলবদলে খেলোয়াড় কিনতে তাদের খরচ হয়েছে ৪২০ মিলিয়ন ইউরো। তালিকার চারে থাকা লিগ ওয়ানের খরচ ৪০০ মিলিয়ন ইউরো।
স্প্যানিশ লা লিগা আছে এই তালিকার ৫ নম্বরে। এই মৌসুমে খেলোয়াড় কিনতে তাদের খরচের পরিমাণ প্রিমিয়ার লিগের খরচের তিন ভাগের এক ভাগেরও কম। তারা খরচ করেছে ৩০৩ মিলিয়ন ইউরো। তালিকার পরের নামগুলোর মধ্যে আছে রাশিয়ান লিগ, বেলজিয়ান লিগ, পর্তুগিজ লিগ, তুর্কি লিগ আর ইতালির দ্বিতীয় সারির লিগ সিরি বি। খরচের দিক দিয়ে প্রথম ১০ লিগের সবার শেষে থাকা সিরি বি এবারের মৌসুমে খেলোয়াড় কিনতে খরচ করেছে ৫৪ মিলিয়ন ইউরো।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৩ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৪ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৪ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৫ ঘণ্টা আগে