ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বে টানা নয় ম্যাচ জয়ের পর অবশেষে থামল ব্রাজিল। কলম্বিয়ার মাঠ থেকে নেইমাররা ফিরেছে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে। ব্রাজিলের ড্রয়ের রাতে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
ব্রাজিল-কলম্বিয়া ড্রয়ের পর বুয়েনস আইরেসে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যেখানে উরুগুয়ের বিপক্ষে লিওনেল মেসিদের জয় ৩-০ গোলে। ৩৮ মিনিটে মেসি দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দি পল। দ্বিতীয়ার্ধে দলের পক্ষে তৃতীয় গোল করেন লাউতারো মার্টিনেজ।
২০১২ সালের পর এই প্রথম উরুগুয়েকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। বল দখলে পিছিয়ে থাকা উরুগুয়ে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও কাজের কাজ করতে পারেনি।
এর আগে বাছাই পর্বের রাতের আরেক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে শুরুতেই এগিয়ে যেতে পারত কলম্বিয়া। হুয়ান কুইন্তেরোর অসাধারণ এক ক্রসে ইয়েরি মিনার দুর্দান্ত হেড ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার ঠেকিয়ে দিলে গোলবঞ্চিত হয় কলম্বিয়া। গোলের সুযোগ তৈরি করেছিল ব্রাজিলও। ১৪ তম মিনিটে ডি বক্সে নেইমারের দেওয়া পাস কাজে লাগাতে পারেনি লুকাস পাকুয়েতা।
বিরতির পর বল দখলে এগিয়ে থেকেও কলম্বিয়ার জালে বল জড়াতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে তিতের দল। ড্রয়ের পরও ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে সবার উপরে ব্রাজিল। ১০ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলা উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।
বিশ্বকাপ বাছাইপর্বে টানা নয় ম্যাচ জয়ের পর অবশেষে থামল ব্রাজিল। কলম্বিয়ার মাঠ থেকে নেইমাররা ফিরেছে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে। ব্রাজিলের ড্রয়ের রাতে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
ব্রাজিল-কলম্বিয়া ড্রয়ের পর বুয়েনস আইরেসে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যেখানে উরুগুয়ের বিপক্ষে লিওনেল মেসিদের জয় ৩-০ গোলে। ৩৮ মিনিটে মেসি দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দি পল। দ্বিতীয়ার্ধে দলের পক্ষে তৃতীয় গোল করেন লাউতারো মার্টিনেজ।
২০১২ সালের পর এই প্রথম উরুগুয়েকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। বল দখলে পিছিয়ে থাকা উরুগুয়ে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও কাজের কাজ করতে পারেনি।
এর আগে বাছাই পর্বের রাতের আরেক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে শুরুতেই এগিয়ে যেতে পারত কলম্বিয়া। হুয়ান কুইন্তেরোর অসাধারণ এক ক্রসে ইয়েরি মিনার দুর্দান্ত হেড ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার ঠেকিয়ে দিলে গোলবঞ্চিত হয় কলম্বিয়া। গোলের সুযোগ তৈরি করেছিল ব্রাজিলও। ১৪ তম মিনিটে ডি বক্সে নেইমারের দেওয়া পাস কাজে লাগাতে পারেনি লুকাস পাকুয়েতা।
বিরতির পর বল দখলে এগিয়ে থেকেও কলম্বিয়ার জালে বল জড়াতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে তিতের দল। ড্রয়ের পরও ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে সবার উপরে ব্রাজিল। ১০ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলা উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।
মোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন গতকাল আইপিএলের নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তাঁরা নন, দল পায়নি নিলামে নাম তোলা বাংলাদেশের ১৩ ক্রিকেটার।
১ ঘণ্টা আগেকথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৪ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৪ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৪ ঘণ্টা আগে