ক্রীড়া ডেস্ক
ফুটবলার নিষিদ্ধ হওয়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। সে তুলনায় রেফারি নিষিদ্ধ তুলনামূলক বিরল ঘটনাই বটে। তেমনই এক বিরল ঘটনা ঘটেছে মেক্সিকোর এক ক্লাব ফুটবলে। ফুটবলার লুকাস রোমেরোকে হাঁটু দিয়ে আহত করে ১২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রেফারি ফার্নান্দো হার্নান্দেজ।
ঘটনা ঘটেছে শনিবার মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। লিগা এমএক্স টুর্নামেন্টে এদিন মুখোমুখি হয়েছে ক্লাব আমেরিকা ও লিওন। প্রথমার্ধের শেষের দিকে আলফোনসো আলভারাদোর গোলে ১-০ তে এগিয়ে যায় লিও। এরপর ৬৩ মিনিটে দিয়েগো ভালদেস কন্ত্রেরাসের গোলে সমতায় ফেরে আমেরিকা। এই গোল নিয়েই বাধে যত বিপত্তি। লিওর ফুটবলাররা রেফারি হার্নান্দেজের কাছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দাবি করেন। রেফারি ও ফুটবলারদের কোন্দলের মাঝে পড়ে যান লিওনের মিডফিল্ডার রোমেরো। রোমেরোর কুঁচকিতে হাঁটু দিয়ে বাজেভাবে আঘাত করেন হার্নান্দেজ। তৎক্ষণাৎ শাস্তি না পেলেও মেক্সিকোর শীর্ষ পর্যায় থেকে পর্যালোচনা করে রেফারিকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর রোমেরো ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
নিজের কাজের জন্য হার্নান্দেজ পরে ক্ষমা হয়েছেন। মেক্সিকান রেফারি বলেন, ‘আমি আমার কাজের জন্য ভক্ত, জনগণ ও রোমেরোর কাছে ক্ষমা চাচ্ছি। আমি তাকে অথবা কাউকে আক্রমণ করতাম না। এই ব্যাপার নিয়ে আমি সচেতন এবং ডিসিপ্লিনারি কমিশনের নিয়ম মেনে চলব।’ অন্যদিকে রোমেরো বলেছেন, ‘রেফারিরা অবশ্যই মানুষ। অনেক সময় তারাও ভুল করেন। ভুল বোঝাবুঝিতে এসব হয়।’ ক্লাব আমেরিকা-লিওনের এই ম্যাচ অবশ্য ড্র হয়েছে ২-২ গোলে।
ফুটবলার নিষিদ্ধ হওয়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। সে তুলনায় রেফারি নিষিদ্ধ তুলনামূলক বিরল ঘটনাই বটে। তেমনই এক বিরল ঘটনা ঘটেছে মেক্সিকোর এক ক্লাব ফুটবলে। ফুটবলার লুকাস রোমেরোকে হাঁটু দিয়ে আহত করে ১২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রেফারি ফার্নান্দো হার্নান্দেজ।
ঘটনা ঘটেছে শনিবার মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। লিগা এমএক্স টুর্নামেন্টে এদিন মুখোমুখি হয়েছে ক্লাব আমেরিকা ও লিওন। প্রথমার্ধের শেষের দিকে আলফোনসো আলভারাদোর গোলে ১-০ তে এগিয়ে যায় লিও। এরপর ৬৩ মিনিটে দিয়েগো ভালদেস কন্ত্রেরাসের গোলে সমতায় ফেরে আমেরিকা। এই গোল নিয়েই বাধে যত বিপত্তি। লিওর ফুটবলাররা রেফারি হার্নান্দেজের কাছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দাবি করেন। রেফারি ও ফুটবলারদের কোন্দলের মাঝে পড়ে যান লিওনের মিডফিল্ডার রোমেরো। রোমেরোর কুঁচকিতে হাঁটু দিয়ে বাজেভাবে আঘাত করেন হার্নান্দেজ। তৎক্ষণাৎ শাস্তি না পেলেও মেক্সিকোর শীর্ষ পর্যায় থেকে পর্যালোচনা করে রেফারিকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর রোমেরো ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
নিজের কাজের জন্য হার্নান্দেজ পরে ক্ষমা হয়েছেন। মেক্সিকান রেফারি বলেন, ‘আমি আমার কাজের জন্য ভক্ত, জনগণ ও রোমেরোর কাছে ক্ষমা চাচ্ছি। আমি তাকে অথবা কাউকে আক্রমণ করতাম না। এই ব্যাপার নিয়ে আমি সচেতন এবং ডিসিপ্লিনারি কমিশনের নিয়ম মেনে চলব।’ অন্যদিকে রোমেরো বলেছেন, ‘রেফারিরা অবশ্যই মানুষ। অনেক সময় তারাও ভুল করেন। ভুল বোঝাবুঝিতে এসব হয়।’ ক্লাব আমেরিকা-লিওনের এই ম্যাচ অবশ্য ড্র হয়েছে ২-২ গোলে।
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১২ মিনিট আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
২ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৩ ঘণ্টা আগে