নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফুটবলের আন্তর্জাতিক নিয়মে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাইব্রেকার চালিয়ে যাওয়ার নিয়ম। অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত দুই দলই ১১ টাইব্রেক শট নেওয়ার পর যখন দুই দলের অধিনায়ককে টসের জন্য ডেকে পাঠালেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন, প্রশ্নটা জন্ম নিল তখন থেকেই।
সিলভা ডিলনের সিদ্ধান্তে প্রশ্ন থেকে বিতর্কে জন্ম নিল দ্রুতই। টস জিতে যখন লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা তখন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ঠাঁই দাঁড়িয়ে। বাংলাদেশ অধিনায়ক বুঝতেই পারলেন না এই টস কীসের জন্য। ভারত যখন শিরোপা উল্লাসে মেতে উঠলো, তখনই টনক নড়ল বাংলাদেশের খেলোয়াড় আর কর্মকর্তাদের।
টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে জানা গেল, বড় এক ভুল করে বসে আছেন ম্যাচ কমিশনার সিলভা ডিলন। বাইলজ না জেনেই টসের জন্য দুই অধিনায়ককে ডেকে নেন তিনি। কমিশনারের সিদ্ধান্তে অবাক হোন ম্যাচ রেফারিও।
নিজের ভুল বোঝার পর আবারও টাইব্রেকারের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। এই সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় কোনো দল মাঠ ছেড়ে গেলে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয়। ভারত মাঠ ছেড়ে গেছে প্রায় এক ঘন্টা আগে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে দেখা যায়নি দলটির কোনো ফুটবলারকে। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা। নিয়ম মেনে যে দল আজ অনূর্ধ্ব-১৯ নারী সাফ জিতবে, তারাই অংশ হয়ে যাবে সাফের এক কালো অধ্যায়ের!
ফুটবলের আন্তর্জাতিক নিয়মে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাইব্রেকার চালিয়ে যাওয়ার নিয়ম। অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত দুই দলই ১১ টাইব্রেক শট নেওয়ার পর যখন দুই দলের অধিনায়ককে টসের জন্য ডেকে পাঠালেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন, প্রশ্নটা জন্ম নিল তখন থেকেই।
সিলভা ডিলনের সিদ্ধান্তে প্রশ্ন থেকে বিতর্কে জন্ম নিল দ্রুতই। টস জিতে যখন লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা তখন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ঠাঁই দাঁড়িয়ে। বাংলাদেশ অধিনায়ক বুঝতেই পারলেন না এই টস কীসের জন্য। ভারত যখন শিরোপা উল্লাসে মেতে উঠলো, তখনই টনক নড়ল বাংলাদেশের খেলোয়াড় আর কর্মকর্তাদের।
টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে জানা গেল, বড় এক ভুল করে বসে আছেন ম্যাচ কমিশনার সিলভা ডিলন। বাইলজ না জেনেই টসের জন্য দুই অধিনায়ককে ডেকে নেন তিনি। কমিশনারের সিদ্ধান্তে অবাক হোন ম্যাচ রেফারিও।
নিজের ভুল বোঝার পর আবারও টাইব্রেকারের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। এই সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় কোনো দল মাঠ ছেড়ে গেলে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয়। ভারত মাঠ ছেড়ে গেছে প্রায় এক ঘন্টা আগে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে দেখা যায়নি দলটির কোনো ফুটবলারকে। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা। নিয়ম মেনে যে দল আজ অনূর্ধ্ব-১৯ নারী সাফ জিতবে, তারাই অংশ হয়ে যাবে সাফের এক কালো অধ্যায়ের!
চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত—প্যাট কামিন্সের বক্তব্য বলে প্রতিবেদন হয়েছিল। এ খবর প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। তবে আজ কামিন্স জানিয়েছেন, এ রকম কোনো মন্তব্য করেননি তিনি। তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড ক্রিকেটকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
৬ ঘণ্টা আগে২১ বছর পর এসএ গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আজ নির্বাহী কমিটির সভা শেষে গেমসটির সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (এসএওসি)। আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদ শহরে হবে ১৪তম এসএ গেমস।
৭ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দু্ই দলই আসর শুরু করেছে জয় দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির বাধায় পড়ল তারা। ফলে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা মাঠে গড়ানো তো দূরের কথা বৃষ্টির দাপটের কারণে টস পর্যন্ত হয়নি।
৯ ঘণ্টা আগেহার দিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে ইংল্যান্ড ও আফগানিস্তান। তবে ‘বি’ গ্রুপের দল দুটির সামনে এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই আশা বাঁচিয়ে রাখার অভিযানে কাল সাক্ষাৎ হচ্ছে ইংলিশ ও আফগানদের মধ্যে। আজ একই গ্রুপের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করায়, কিছুটা
৯ ঘণ্টা আগে