নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেকেরই ধারণা সোলেমান দিয়াবাতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাণভোমরা। কিন্তু তাঁকে ছাড়াও যে জেতা যায় সেটা আজ ফর্টিসকে ১-০ গোলে হারিয়েই প্রমাণ করল সাদা-কালোরা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নামার আগে প্রতিপক্ষ ফর্টিসকে নিয়ে খানিকটা দুশ্চিন্তায় ছিলেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। সেই দুশ্চিন্তা আরও বাড়ে যখন চোট ছিটকে দেয় দিয়াবাতেকে। তবে মাঠে নেমে সেসব দুশ্চিন্তা যেন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মোহামেডানের ফুটবলাররা। শক্ত প্রতিপক্ষ পেয়েও পথ হারাননি। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থানটা নিজেদের দখলেই রাখলেন।
দিয়াবাতের অভাব বুঝতে দেননি সানতে-বোয়েটেংরা। ম্যাচের ১৭ মিনিটেই লিড নেয় মোহামেডান। আর্নেস্ট বোয়েটেংয়ের নিখুঁত পাস বক্সের মধ্যে পেয়ে ডান পাশ দিয়ে জালে জড়ান সানডে। এবারের লিগে যেটা তাঁর তৃতীয় গোল। ম্যাচে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালায় ফর্টিস। মোহামেডানের গোলমুখে নিয়মিত চাপ তৈরি করে। ৩২ মিনিটে ফর্টিসের জাসুর জুমায়েভের ফ্রি কিক রুখে দেন মোহামেডান গোলকিপার সাকিব আল হাসান। এরপর ৪৩ মিনিটে ভ্যালেরির শট ব্যর্থতার খাতায় নাম লেখালে ফর্টিসের হতাশা আরও বাড়ে।
বিরতির পরও একাধিকবার গোলের সুযোগ তৈরি করে ফর্টিস। কিন্তু গোলমুখে বারবার গোলমাল পাকায় তারা। বিপরীতে মোহামেডানও শেষ পর্যন্ত ব্যবধান দ্বিগুণ করার চেষ্টা করে। বেশ কয়েকটি সুযোগ সম্ভাবনা দেখালেও গোল আর করতে পারেনি তারা ৷ তবে জয় নিয়ে মাঠ ছাড়ায় ৫ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট পেয়ে গেল মোহামেডান। আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স।
অনেকেরই ধারণা সোলেমান দিয়াবাতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাণভোমরা। কিন্তু তাঁকে ছাড়াও যে জেতা যায় সেটা আজ ফর্টিসকে ১-০ গোলে হারিয়েই প্রমাণ করল সাদা-কালোরা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নামার আগে প্রতিপক্ষ ফর্টিসকে নিয়ে খানিকটা দুশ্চিন্তায় ছিলেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। সেই দুশ্চিন্তা আরও বাড়ে যখন চোট ছিটকে দেয় দিয়াবাতেকে। তবে মাঠে নেমে সেসব দুশ্চিন্তা যেন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মোহামেডানের ফুটবলাররা। শক্ত প্রতিপক্ষ পেয়েও পথ হারাননি। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থানটা নিজেদের দখলেই রাখলেন।
দিয়াবাতের অভাব বুঝতে দেননি সানতে-বোয়েটেংরা। ম্যাচের ১৭ মিনিটেই লিড নেয় মোহামেডান। আর্নেস্ট বোয়েটেংয়ের নিখুঁত পাস বক্সের মধ্যে পেয়ে ডান পাশ দিয়ে জালে জড়ান সানডে। এবারের লিগে যেটা তাঁর তৃতীয় গোল। ম্যাচে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালায় ফর্টিস। মোহামেডানের গোলমুখে নিয়মিত চাপ তৈরি করে। ৩২ মিনিটে ফর্টিসের জাসুর জুমায়েভের ফ্রি কিক রুখে দেন মোহামেডান গোলকিপার সাকিব আল হাসান। এরপর ৪৩ মিনিটে ভ্যালেরির শট ব্যর্থতার খাতায় নাম লেখালে ফর্টিসের হতাশা আরও বাড়ে।
বিরতির পরও একাধিকবার গোলের সুযোগ তৈরি করে ফর্টিস। কিন্তু গোলমুখে বারবার গোলমাল পাকায় তারা। বিপরীতে মোহামেডানও শেষ পর্যন্ত ব্যবধান দ্বিগুণ করার চেষ্টা করে। বেশ কয়েকটি সুযোগ সম্ভাবনা দেখালেও গোল আর করতে পারেনি তারা ৷ তবে জয় নিয়ে মাঠ ছাড়ায় ৫ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট পেয়ে গেল মোহামেডান। আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স।
চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার পর লিটন দাসকে নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। কারণ, বাদ পড়ার পর ঝোড়ো সেঞ্চুরিতে হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। অনেকের মতে চ্যাম্পিয়নস ট্রফির দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেরিতে ঘোষণা করলে লিটন হয়তো সুযোগ পেতেন।
২ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সময়টা ভালোই যাচ্ছে। কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে বাংলাদেশ। সুমাইয়া আকতার, হাবিবা ইসলাম পিংকিদের বাংলাদেশ সেটা করেছে লঙ্কানদের মাঠে। কুয়ালালামপুরে আজ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ডকে।
৪২ মিনিট আগেসবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ট্রফি কিংবা হাজার মাস্টার্স—কোন রেকর্ডেই না আছেন তিনি! সবচেয়ে বেশি সপ্তাহ র্যাঙ্কিং শীর্ষে থাকার রজার ফেদেরারের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন নোভাক জোকোভিচ। এবার রেকর্ড বইয়ের আরও একটা পাতায় সুইস কিংবদন্তিকে আড়াল করে দিলেন সার্বিয়ান তারকা। নিজের করে নিল
১ ঘণ্টা আগেতৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য— বিপিএল খেলতে রাকিম কর্নওয়াল যখন গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন, তখন রাহকিম কর্ণওয়ালকে নিয়ে এই পোস্ট করেছিল সিলেট স্ট্রাইকার্স। ২০ দিন না যেতেই তাঁকে নিয়ে শোনা গেল দুঃসংবাদ। বিপিএল থেকে ছিটকে গেছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে