হাঁটুর চোটেই ছিটকে গেলেন পগবা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ১২: ০৪

হাঁটুর চোট নিয়ে গত কয়েক মাস বেশ ভুগছিলেন পল পগবা। অবশেষে এই চোটই বিশ্বকাপ থেকে ছিটকে দিল পগবাকে। হাঁটুর চোট থেকে সেরে উঠতে এখনো সময় লাগবে বলে কাতার ফুটবল বিশ্বকাপে দেখা যাবে না ফরাসি এই মিডফিল্ডারকে।

বিশ্বকাপে পগবার না খেলার তথ্য সোমবার নিশ্চিত করেছেন তাঁর এজেন্ট রাফায়েল পিমেন্তা। সংবাদমাধ্যমকে পিমেন্তা বলেছেন, ‘তুরিনো এবং পিটসবার্গে গতকাল এবং আজকের মেডিকেল রিভিউ দেখে অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি,  সার্জারির ধকল কাটাতে পল পগবার এখনো সময় লাগবে। একারণে জুভেন্টাসেও সে যেতে পারবে না এবং কাতার বিশ্বকাপও খেলা হবে না।’ 

দিদিয়ের দেশমের অধীনে ২০১৮ বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। তবে গত বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়ই চোটে পড়ে ছিটকে গেছেন। হ্যামস্ট্রিং সমস্যায় কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এনগোলো কান্তে। উড়ুর চোটে ছিটকে গেছেন রাফায়েল ভারানে। আর পগবা ছিটকে গেলেন হাঁটুর চোটে।

২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ‘ডি’ গ্রুপে থাকা ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৩ নভেম্বর।  ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে ফরাসিরা। ২৬ নভেম্বর ডেনমার্ক এবং ৩০ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত