নাজিম আল শমষের
‘লাঠিখেলা’ নামটার সঙ্গে পরিচয় আছে আপনার? বর্তমান প্রজন্মের কাছ থেকে ‘না’ শোনার সম্ভাবনাই বেশি। ব্রিটিশ আমলে উপমহাদেশের স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যে খেলা, আজ তার নাম জাদুঘরে ঠাঁই হওয়ার পথে!
লাঠিখেলার তবু ঐতিহ্য আছে। বিভিন্ন পালা-পার্বণে নিজেদের পূর্বপুরুষদের ইতিহাস মনে করিয়ে দেন বর্ষীয়ান লাঠিয়ালেরা। গোল্লাছুট, বউচি, দাঁড়িয়াবান্ধার মতো খেলাগুলো আবার ঐতিহ্য হারিয়ে মুছে যেতেই বসেছে বাংলাদেশের ইতিহাস থেকে।
১০টি গ্রামীণ খেলাকে বিলুপ্তপ্রায় চিহ্নিত করে ২০১৮ সালে আবির্ভাব ঘটে কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের। সে বছরই ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটির সভায় অ্যাসোসিয়েশনটিকে অধিভুক্ত করে প্রজ্ঞাপনও জারি হয়েছিল।
২০১৭ থেকে টানা দুই বছর বৈশাখের প্রথম দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন হলেও করোনা মহামারিতে খোদ অ্যাসোসিয়েশনই ধুঁকছে। হা–ডু–ডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বউচি, সাতচারা, নৌকাবাইচ, কানামাছি, মোরগলড়াই, লাটিমখেলা, বস্তা দৌড়, ষোলোঘুঁটি, পাঁচঘুুঁটি—এই ১০ খেলার অস্তিত্ব সংকটজনক বলে চিহ্নিত করেছিল কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন। মাঠ সংকটের পাশাপাশি কিশোরদের মাত্রাতিরিক্ত স্মার্টফোনে আসক্তিও গ্রামীণ খেলাগুলো হারিয়ে যাওয়ার উল্লেখযোগ্য কারণ। ভুলতে বসা পরিচিত নির্বাচিত খেলাগুলোই আবারও মনে করিয়ে দেওয়া—
দাঁড়িয়াবান্ধা: দাগ কাটা কোর্টে প্রতিপক্ষকে আটকে রাখাই এই খেলার আসল চ্যালেঞ্জ। একজন খেলোয়াড় চেষ্টা করে অন্য দলের খেলোয়াড় যেন আরেক কোর্টে পৌঁছাতে না পারে।
গোল্লাছুট: এই খেলায় দুটি দল থাকে। মাটিতে এক জায়গায় গর্ত করে একটি লাঠি পুঁতে তাকে কেন্দ্র হিসেবে ধরা হয়, এই লাঠিকে কেন্দ্র করে বৃত্ত তৈরি করে ২৫–৩০ ফুট দূরে আরও একটি রেখা টেনে সীমানা নির্ধারণ করা হয়। খেলার শুরুতে নির্ধারণ করা হয় প্রথম দুজন দলপতি। গোল্লা বলা হয় দলপতিদের।
বউচি: এ খেলায় দুটি দলের প্রয়োজন হয়। প্রতি দলে ৮ থেকে ১০ জন করে খেলোয়াড় হলে খেলা জমে ওঠে। মাঠ অথবা বাড়ির উঠোন, যেখানে খুশি সেখানে এই খেলা যায়।
কানামাছি: ‘কানামাছি ভোঁ ভোঁ, যারে পাবি তারে ছোঁ’— এই বুলি বলতে বলতে একজনের চোখে কাপড় বেঁধে বলতে হয় বাকিদের ছুঁতে। যে আটকা পড়বে সেই হবে কানা।
মোরগলড়াই: একটা সময়ে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত হতো এই খেলা। এক হাতে হাঁটু ভেঙে হাত দিয়ে ধরে চেষ্টা করা হয় প্রতিপক্ষকে কুপোকাতের। শেষ পর্যন্ত যে টিকে থাকবে, সেই হয় জয়ী।
‘লাঠিখেলা’ নামটার সঙ্গে পরিচয় আছে আপনার? বর্তমান প্রজন্মের কাছ থেকে ‘না’ শোনার সম্ভাবনাই বেশি। ব্রিটিশ আমলে উপমহাদেশের স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যে খেলা, আজ তার নাম জাদুঘরে ঠাঁই হওয়ার পথে!
লাঠিখেলার তবু ঐতিহ্য আছে। বিভিন্ন পালা-পার্বণে নিজেদের পূর্বপুরুষদের ইতিহাস মনে করিয়ে দেন বর্ষীয়ান লাঠিয়ালেরা। গোল্লাছুট, বউচি, দাঁড়িয়াবান্ধার মতো খেলাগুলো আবার ঐতিহ্য হারিয়ে মুছে যেতেই বসেছে বাংলাদেশের ইতিহাস থেকে।
১০টি গ্রামীণ খেলাকে বিলুপ্তপ্রায় চিহ্নিত করে ২০১৮ সালে আবির্ভাব ঘটে কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের। সে বছরই ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটির সভায় অ্যাসোসিয়েশনটিকে অধিভুক্ত করে প্রজ্ঞাপনও জারি হয়েছিল।
২০১৭ থেকে টানা দুই বছর বৈশাখের প্রথম দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন হলেও করোনা মহামারিতে খোদ অ্যাসোসিয়েশনই ধুঁকছে। হা–ডু–ডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বউচি, সাতচারা, নৌকাবাইচ, কানামাছি, মোরগলড়াই, লাটিমখেলা, বস্তা দৌড়, ষোলোঘুঁটি, পাঁচঘুুঁটি—এই ১০ খেলার অস্তিত্ব সংকটজনক বলে চিহ্নিত করেছিল কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন। মাঠ সংকটের পাশাপাশি কিশোরদের মাত্রাতিরিক্ত স্মার্টফোনে আসক্তিও গ্রামীণ খেলাগুলো হারিয়ে যাওয়ার উল্লেখযোগ্য কারণ। ভুলতে বসা পরিচিত নির্বাচিত খেলাগুলোই আবারও মনে করিয়ে দেওয়া—
দাঁড়িয়াবান্ধা: দাগ কাটা কোর্টে প্রতিপক্ষকে আটকে রাখাই এই খেলার আসল চ্যালেঞ্জ। একজন খেলোয়াড় চেষ্টা করে অন্য দলের খেলোয়াড় যেন আরেক কোর্টে পৌঁছাতে না পারে।
গোল্লাছুট: এই খেলায় দুটি দল থাকে। মাটিতে এক জায়গায় গর্ত করে একটি লাঠি পুঁতে তাকে কেন্দ্র হিসেবে ধরা হয়, এই লাঠিকে কেন্দ্র করে বৃত্ত তৈরি করে ২৫–৩০ ফুট দূরে আরও একটি রেখা টেনে সীমানা নির্ধারণ করা হয়। খেলার শুরুতে নির্ধারণ করা হয় প্রথম দুজন দলপতি। গোল্লা বলা হয় দলপতিদের।
বউচি: এ খেলায় দুটি দলের প্রয়োজন হয়। প্রতি দলে ৮ থেকে ১০ জন করে খেলোয়াড় হলে খেলা জমে ওঠে। মাঠ অথবা বাড়ির উঠোন, যেখানে খুশি সেখানে এই খেলা যায়।
কানামাছি: ‘কানামাছি ভোঁ ভোঁ, যারে পাবি তারে ছোঁ’— এই বুলি বলতে বলতে একজনের চোখে কাপড় বেঁধে বলতে হয় বাকিদের ছুঁতে। যে আটকা পড়বে সেই হবে কানা।
মোরগলড়াই: একটা সময়ে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত হতো এই খেলা। এক হাতে হাঁটু ভেঙে হাত দিয়ে ধরে চেষ্টা করা হয় প্রতিপক্ষকে কুপোকাতের। শেষ পর্যন্ত যে টিকে থাকবে, সেই হয় জয়ী।
বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী
১ ঘণ্টা আগেজাতীয় নির্বাচক প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা আগেই দিয়েছেন হান্নান সরকার। নির্বাচক হিসেবে গতকাল ছিল তাঁর শেষ কর্ম দিবস। তবে জাতীয় দলের আগে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকও ছিলেন তিনি। লম্বা দেশের ক্রিকেট বেশ কাছ থেকে দেখেছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। দীর্ঘ দিন বিসিবির নির্বাচক হিসেবে দায়িত্ব...
১ ঘণ্টা আগেপুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
৪ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
৪ ঘণ্টা আগে