নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিযোগিতায় ছিলেন ২০ বারের চ্যাম্পিয়ন রানী হামিদ। ছিলেন নাজরানা খান ইভা, শারমীন সুলতানা শিরিনের মতো সাবেক চ্যাম্পিয়নরাও। অভিজ্ঞ সব দাবাড়ুদের পেছনে ফেলে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। প্রথমবারের মতো মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছেন ১৭ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস।
বাংলাদেশ দাবা ফেডারেশনে আজ একাদশ রাউন্ডে দুইবারের চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভার সঙ্গে ড্র করেন জান্নাতুল। সব মিলিয়ে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সেরা হয়েছেন এই মহিলা ক্যান্ডিডেট মাস্টার।
সাড়ে ৮ করে পয়েন্ট পেয়েছেন আরও তিন জন। টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ দ্বিতীয়, মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শিরিন তৃতীয় ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা চতুর্থ হয়েছেন।
জাতীয় মহিলা দাবার রেকর্ড ২০বারের চ্যাম্পিয়ন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ সাড়ে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ২০তম হয়েছেন।
অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ছয় ম্যাচে জিতেছেন জান্নাত। ড্র করেন বাকি পাঁচ ম্যাচে। টানা চার জয় পাওয়ায় শিরোপার জয়ের আত্মবিশ্বাসও জন্মেছিল বলে জানান এই তরুণী। নিজেকে আগামী দিনে সেরাদের কাতারে দেখতে চাওয়ার কথাও জানালেন তিনি, ‘টুর্নামেন্ট শুরুর আগে আসলে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে অতটা ভাবিনি। তবে যখন ভালো করছিলাম, তখন একটা সম্ভাবনা তো তৈরি হয়ই। নবম রাউন্ডে জয়ের পর মনে হচ্ছিল আমি পারব।’
ছেলেদের সঙ্গে লড়ে বাংলাদেশের নতুন গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন জান্নাতের, ‘আমার লক্ষ্য মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া নয়। ছেলেদের সঙ্গে উন্মুক্ত বিভাগে খেলে গ্র্যান্ডমাস্টার হওয়া। দেশের মধ্যে নিজেকে সবার উপরে দেখতে চাই আমি।’
২০১৯ সালে সর্বশেষ এই আসর হয়েছিল। এরপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২০২০ সালে এই প্রতিযোগিতা হয়নি।
প্রতিযোগিতায় ছিলেন ২০ বারের চ্যাম্পিয়ন রানী হামিদ। ছিলেন নাজরানা খান ইভা, শারমীন সুলতানা শিরিনের মতো সাবেক চ্যাম্পিয়নরাও। অভিজ্ঞ সব দাবাড়ুদের পেছনে ফেলে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। প্রথমবারের মতো মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছেন ১৭ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস।
বাংলাদেশ দাবা ফেডারেশনে আজ একাদশ রাউন্ডে দুইবারের চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভার সঙ্গে ড্র করেন জান্নাতুল। সব মিলিয়ে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সেরা হয়েছেন এই মহিলা ক্যান্ডিডেট মাস্টার।
সাড়ে ৮ করে পয়েন্ট পেয়েছেন আরও তিন জন। টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ দ্বিতীয়, মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শিরিন তৃতীয় ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা চতুর্থ হয়েছেন।
জাতীয় মহিলা দাবার রেকর্ড ২০বারের চ্যাম্পিয়ন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ সাড়ে ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ২০তম হয়েছেন।
অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ছয় ম্যাচে জিতেছেন জান্নাত। ড্র করেন বাকি পাঁচ ম্যাচে। টানা চার জয় পাওয়ায় শিরোপার জয়ের আত্মবিশ্বাসও জন্মেছিল বলে জানান এই তরুণী। নিজেকে আগামী দিনে সেরাদের কাতারে দেখতে চাওয়ার কথাও জানালেন তিনি, ‘টুর্নামেন্ট শুরুর আগে আসলে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে অতটা ভাবিনি। তবে যখন ভালো করছিলাম, তখন একটা সম্ভাবনা তো তৈরি হয়ই। নবম রাউন্ডে জয়ের পর মনে হচ্ছিল আমি পারব।’
ছেলেদের সঙ্গে লড়ে বাংলাদেশের নতুন গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন জান্নাতের, ‘আমার লক্ষ্য মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া নয়। ছেলেদের সঙ্গে উন্মুক্ত বিভাগে খেলে গ্র্যান্ডমাস্টার হওয়া। দেশের মধ্যে নিজেকে সবার উপরে দেখতে চাই আমি।’
২০১৯ সালে সর্বশেষ এই আসর হয়েছিল। এরপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২০২০ সালে এই প্রতিযোগিতা হয়নি।
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
৩৮ মিনিট আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
২ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৫ ঘণ্টা আগে