Ajker Patrika

৩০ বার যৌন নিপীড়নের শিকার হয়ে টেনিস ছেড়েছিলেন তিনি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ জুন ২০২২, ১৪: ২৯
৩০ বার যৌন নিপীড়নের শিকার হয়ে টেনিস ছেড়েছিলেন তিনি

আন্দ্রেয়া জাগের টেনিসের ক্যারিয়ার খুব একটা বড় নয়। ছোট এই ক্যারিয়ারে আমেরিকান সাবেক এই টেনিস খেলোয়াড় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অন্তত ৩০ বার! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিযোগ তুলেছেন আশির দশকের অন্যতম সেরা এই খেলোয়াড়।

যাঁর দ্বারা এতবার যৌন নিপীড়নের শিকার হয়েছেন, তিনি আবার পুরুষ নন, একজন নারী। সেই নারী ছিলেন ডব্লিউটিএর একজন কর্মকর্তা। জাগের ছাড়তে বাধ্য হয়েছিলেন টেনিস।

 ক্যারিয়ারে কখনো গ্র্যান্ড স্লামের শিরোপা জেতা হয়নি জাগেরের। গ্র্যান্ড স্লামের বাইরে শিরোপা জিতেছেন ১০টি। মার্কিন সাবেক টেনিস তারকা সাক্ষাৎকারে বলেছেন, ‘৩০ বার যৌন নিপীড়ন করা সেই নারী বেশির ভাগ সময়ই আমার সঙ্গে লকার রুমে এ কাজ করত। ক্যারিয়ারের শুরুর দিকে এসব ঘটনা ঘটেছিল। একপ্রকার বাধ্য হয়ে শৌচালয়ে জামা-কাপড় বদলাতাম। নইলে সুযোগ পেলেই সেই নারী আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিত।’ 

জাগের আরও বলেছেন, ‘ওই নারীর নির্দেশেই সংস্থার কর্মীরা আমাকে মাদক খাইয়ে তাঁর বাড়িতে পৌঁছে দিতেন। এরপর তিনি নানা রকম আপত্তিকর আচরণ করতেন। জোর করে আমাকে চুমু দিতেন। নিজেকে রক্ষা করতে তাই টেনিসের কোনো পার্টিতেই যেতাম না।’ 

টেনিস ছেড়ে ধর্ম-কর্মে মনোযোগী হলেও খেলাটির প্রতি ভালোবাসা একটুও কমেনি আন্দ্রেয়া জাগেরের।সাক্ষাৎকারে জাগের একজন ফিজিওথেরাপিস্টের নামেও অভিযোগ তুলেছেন। নারী টেনিসের সাবেক ২ নম্বর তারকা বলেছেন, ‘ফিজিওর সঙ্গে একজন খেলোয়াড়ের সম্পর্ক ছিল। কুঁচকির ব্যথা নিয়ে তার কাছে গিয়েছিলাম। সে চিকিৎসার নামে আমার গোপনাঙ্গে হাত দিত। এমনটা কয়েকবার হওয়ার পর তার কাছেও যাওয়া বন্ধ করি। টেনিস জগতে আমার একটা বাজে অবস্থা তৈরি হয়েছিল।’

মাত্র ১৪ বছর বয়সে ১৯৮০ সালে পেশাদার টেনিসে পা পড়েছিল জাগেরের। পেশাদার টেনিস খেলেছেন মাত্র পাঁচ বছর। ১৯৮২ সালের ফ্রেঞ্চ ওপেন ও ১৯৮৩ সালের উইম্বলডনে রানার্সআপ হয়েছিলেন। ১৯৮৫ সালে অবসর নেন কাঁধের চোটের কাছে হার মেনে। মাত্র ১৯ বছরে জাগেরের অবসর নিয়ে সে সময় অনেকে অবাকও হয়েছিলেন। তবে আসল সত্যটা জানা গেল এত দিন পর!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত