জহির উদ্দিন মিশু, ঢাকা
প্রশ্ন: ইসরায়েলের প্রতি বিদ্বেষ থেকেই আপনার এই সিদ্ধান্ত, তাই তো?
রাজীব: ইসরায়েল কিংবা তাদের খেলোয়াড় বা জনগণের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। তারা যেভাবে ফিলিস্তিনি মানুষের ওপর হামলা করেছে, সেটার বিরুদ্ধে তাদের সরকারের বিরুদ্ধে আমার প্রতিবাদ।
প্রশ্ন: আপনি কি জানতেন না, প্রতিপক্ষ হিসেবে তারাও থাকতে পারে?
রাজীব: আমি অনেক অলিম্পিয়াড খেলেছি। আমার অভিজ্ঞতা বলে, ইসরায়েলের সঙ্গে আমাদের খেলা পড়েনি। এবারও সেটাই ভেবেছিলাম।
প্রশ্ন: কখন বলেছিলেন, আপনি ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না?
রাজীব: নাম চূড়ান্তের আগেই আমি বিষয়টি তাদের (ফেডারেশন) অবহিত করি। শুধু তা-ই নয়, আমি বলেছিলাম আয়োজকদের সঙ্গে কথা বলে যদি অন্য কোনো প্রতিপক্ষ দেওয়া যায়, ভালো হবে।
প্রশ্ন: আপনার বলার পর ফেডারেশন কোনো উদ্যোগ নিয়েছিল? আর তখন কি পরিবর্তনের সুযোগ ছিল?
রাজীব: খেলব না বলার পরে ফেডারেশন কোনো উদ্যোগ নেয়নি, বরং আমাদের তিনজন খেলবে না বলার পর তারা চিন্তায় পড়ে যায়। আমি না করার পরও আমার নামটা জমা দেয় তারা।
প্রশ্ন: শুধু কি আপনি, নাকি দেশের অন্য দাবাড়ুরাও ইসরায়েলি প্রতিপক্ষ দেখে খেলতে চাননি?
রাজীব: নিয়াজ ভাইকে প্রথমে বলা হয়। তিনি না করেন। এরপর নীড়ও খেলতে রাজি ছিল না। সবশেষ আমার নামটা ঢুকিয়ে দেওয়া হয়।
প্রশ্ন: তাহলে তাদের নিয়ে কোনো কথা নেই, আপনাকে নিয়ে কেন এত আলোচনা?
রাজীব: এটা তো বলতে পারব না। হয়তো আমি ফেসবুকে পোস্ট দেওয়ায় মনে হয়। আমার সিদ্ধান্ত ফেসবুকে প্রকাশ করাটা তারা (ফেডারেশন) ভালোভাবে নেয়নি।
প্রশ্ন: ফেসবুকে না প্রকাশ করে শুধুই ফেডারেশনকে জানালে হতো না?
রাজীব: ফেডারেশনকে আমি জানিয়েছি। আর ফেসবুকে পোস্ট না দিলে সবাই কীভাবে জানবে যে আমি প্রতিবাদ করলাম।
প্রশ্ন: এখন যদি ফেডারেশন আপনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, আপনার বক্তব্য কী?
রাজীব: আমরা এখানে এসেছি কোনো প্রস্তুতি নেই, কোচ নেই। এসব দেখার লোক কই! এখন আমি এক রাউন্ড খেলিনি, তাতেই আমাকে শাস্তি দিতে উঠেপড়ে লেগেছে। যদি এক রাউন্ড না খেলায় শাস্তি দেয়, তাহলে কী আর করা!
প্রশ্ন: ইসরায়েলের প্রতি বিদ্বেষ থেকেই আপনার এই সিদ্ধান্ত, তাই তো?
রাজীব: ইসরায়েল কিংবা তাদের খেলোয়াড় বা জনগণের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। তারা যেভাবে ফিলিস্তিনি মানুষের ওপর হামলা করেছে, সেটার বিরুদ্ধে তাদের সরকারের বিরুদ্ধে আমার প্রতিবাদ।
প্রশ্ন: আপনি কি জানতেন না, প্রতিপক্ষ হিসেবে তারাও থাকতে পারে?
রাজীব: আমি অনেক অলিম্পিয়াড খেলেছি। আমার অভিজ্ঞতা বলে, ইসরায়েলের সঙ্গে আমাদের খেলা পড়েনি। এবারও সেটাই ভেবেছিলাম।
প্রশ্ন: কখন বলেছিলেন, আপনি ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না?
রাজীব: নাম চূড়ান্তের আগেই আমি বিষয়টি তাদের (ফেডারেশন) অবহিত করি। শুধু তা-ই নয়, আমি বলেছিলাম আয়োজকদের সঙ্গে কথা বলে যদি অন্য কোনো প্রতিপক্ষ দেওয়া যায়, ভালো হবে।
প্রশ্ন: আপনার বলার পর ফেডারেশন কোনো উদ্যোগ নিয়েছিল? আর তখন কি পরিবর্তনের সুযোগ ছিল?
রাজীব: খেলব না বলার পরে ফেডারেশন কোনো উদ্যোগ নেয়নি, বরং আমাদের তিনজন খেলবে না বলার পর তারা চিন্তায় পড়ে যায়। আমি না করার পরও আমার নামটা জমা দেয় তারা।
প্রশ্ন: শুধু কি আপনি, নাকি দেশের অন্য দাবাড়ুরাও ইসরায়েলি প্রতিপক্ষ দেখে খেলতে চাননি?
রাজীব: নিয়াজ ভাইকে প্রথমে বলা হয়। তিনি না করেন। এরপর নীড়ও খেলতে রাজি ছিল না। সবশেষ আমার নামটা ঢুকিয়ে দেওয়া হয়।
প্রশ্ন: তাহলে তাদের নিয়ে কোনো কথা নেই, আপনাকে নিয়ে কেন এত আলোচনা?
রাজীব: এটা তো বলতে পারব না। হয়তো আমি ফেসবুকে পোস্ট দেওয়ায় মনে হয়। আমার সিদ্ধান্ত ফেসবুকে প্রকাশ করাটা তারা (ফেডারেশন) ভালোভাবে নেয়নি।
প্রশ্ন: ফেসবুকে না প্রকাশ করে শুধুই ফেডারেশনকে জানালে হতো না?
রাজীব: ফেডারেশনকে আমি জানিয়েছি। আর ফেসবুকে পোস্ট না দিলে সবাই কীভাবে জানবে যে আমি প্রতিবাদ করলাম।
প্রশ্ন: এখন যদি ফেডারেশন আপনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, আপনার বক্তব্য কী?
রাজীব: আমরা এখানে এসেছি কোনো প্রস্তুতি নেই, কোচ নেই। এসব দেখার লোক কই! এখন আমি এক রাউন্ড খেলিনি, তাতেই আমাকে শাস্তি দিতে উঠেপড়ে লেগেছে। যদি এক রাউন্ড না খেলায় শাস্তি দেয়, তাহলে কী আর করা!
বিপিএলে নাহিদ রানা যেন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। এক ম্যাচ আগে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং লাইনআপকে প্রায় একাই ধসিয়ে দিয়েছিলেন। আগের ম্যাচের মতো এদিন অবশ্য বেশি উইকেট পাননি; নিয়েছেন মাত্র ২ উইকেট। ফিরিয়েছেন তারকাখচিত ফরচুন বরিশালের দুই ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে...
৫ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে বল হাতে দুর্দান্তই খেলছেন তাসকিন। তারপরও তিনি কি ভাবতে পেরেছিলেন বিপিএলে আজ ৭ উইকেট পেয়ে যাবেন?
৮ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ড্রেসিংরুমেও অশান্তি চলছে বলে খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের আগে বোমা ফাটালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
৯ ঘণ্টা আগে