নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। এই নিষেধাজ্ঞার ফলে লিগ ও ফ্র্যাঞ্চাইজি লিগে এই সময়ে খেলতে পারবেন না তিনি। আজ হকি ফেডারেশনের গভর্নিং বডির সভায় প্রিমিয়ার ডিভিশন হকি লিগের যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে আবাহনী ও মেরিনার্সকে।
শুধু জিমি নন, বড় সব শাস্তি হয়েছে মোহামেডানের সঙ্গে জড়িত খেলোয়াড়, কর্মকর্তা ও কোচেরও। ক্লাব কর্মকর্তা হিসেবে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স। হকিতে আজীবন নিষিদ্ধ হয়েছেন একই ক্লাবের পরিচালক জামাল রানা। ১৯ এপ্রিলের ম্যাচে মাঠে নেমে আসা ও গণমাধ্যমে ফেডারেশনের সমালোচনা করায় বাংলাদেশের হকিতে আজীবন নিষেধাজ্ঞা পেয়েছেন লিগে মোহামেডানের মালয়েশিয়ান উপদেষ্টা কোচ ও জাতীয় দলের সাবেক কোচ গোপীনাথান কৃষ্ণমূর্তিকেও।
১২টি বিষয় নিয়ে আজকের গভর্নিং বডির সভায় আলোচনা হয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শাস্তির বিষয়গুলোই। এই মাসেই লিগ কমিটির সভা শেষে শাস্তির বিষয়গুলো পাঠানো হয় গভর্নিং বডিতে। আজকের সভায় ছিলেন না সভাপতি বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান। সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি আবদুর রশীদ শিকদার। লিগ নানা কাণ্ডে বিভিন্ন ক্লাবের একাধিক খেলোয়াড় শাস্তি পেলেও খড়্গটা বেশি পড়েছে মোহামেডানের খেলোয়াড়দের ঘাড়েই। এই ক্লাবের তানভীর রহমান সিয়াম, দ্বীন ইসলাম ইমনকে ৩ ম্যাচ; গোলরক্ষক আসাদ রহমান সাদকে ৭ ম্যাচ ও সহকারী কোচ রাসেল মাহমুদ বাপ্পীকে দেওয়া হয়েছে ৫ ম্যাচের নিষেধাজ্ঞা। ফেডারেশনের সাবেক সহসভাপতি তারেক এ আদেল পেয়েছেন আজীবন নিষেধাজ্ঞা।
কার্ড নিষেধাজ্ঞায় লিগের শেষ ম্যাচে ছিলেন না জিমি। ছিলেন না সেই ম্যাচে আবাহনীর সঙ্গে হাতাহাতিতেও। কিসের ভিত্তিতে জিমিকে এত বড় শাস্তি দেওয়া হলো সেই প্রশ্নের জবাবে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ বলেছেন, ‘জিমি ১৪ ম্যাচে ২১৬ মিনিট খেলা থামিয়েছে। ১৭৩ বার খেলা বন্ধ করেছে। যে খেলোয়াড় ১৯ বছর জাতীয় দলে খেলেছে তাঁর কাছে এমনটা আশা করা যায় না। ৬৬ নম্বর ম্যাচে আম্পায়ারকে হুমকি দিয়েছে।’
শাস্তির ব্যাপারে খেলোয়াড়রা যেকোনো সময় আপিল করতে পারবে বলে জানিয়েছেন সহসভাপতি আবদুর রশীদ শিকদার।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। এই নিষেধাজ্ঞার ফলে লিগ ও ফ্র্যাঞ্চাইজি লিগে এই সময়ে খেলতে পারবেন না তিনি। আজ হকি ফেডারেশনের গভর্নিং বডির সভায় প্রিমিয়ার ডিভিশন হকি লিগের যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে আবাহনী ও মেরিনার্সকে।
শুধু জিমি নন, বড় সব শাস্তি হয়েছে মোহামেডানের সঙ্গে জড়িত খেলোয়াড়, কর্মকর্তা ও কোচেরও। ক্লাব কর্মকর্তা হিসেবে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স। হকিতে আজীবন নিষিদ্ধ হয়েছেন একই ক্লাবের পরিচালক জামাল রানা। ১৯ এপ্রিলের ম্যাচে মাঠে নেমে আসা ও গণমাধ্যমে ফেডারেশনের সমালোচনা করায় বাংলাদেশের হকিতে আজীবন নিষেধাজ্ঞা পেয়েছেন লিগে মোহামেডানের মালয়েশিয়ান উপদেষ্টা কোচ ও জাতীয় দলের সাবেক কোচ গোপীনাথান কৃষ্ণমূর্তিকেও।
১২টি বিষয় নিয়ে আজকের গভর্নিং বডির সভায় আলোচনা হয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শাস্তির বিষয়গুলোই। এই মাসেই লিগ কমিটির সভা শেষে শাস্তির বিষয়গুলো পাঠানো হয় গভর্নিং বডিতে। আজকের সভায় ছিলেন না সভাপতি বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান। সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি আবদুর রশীদ শিকদার। লিগ নানা কাণ্ডে বিভিন্ন ক্লাবের একাধিক খেলোয়াড় শাস্তি পেলেও খড়্গটা বেশি পড়েছে মোহামেডানের খেলোয়াড়দের ঘাড়েই। এই ক্লাবের তানভীর রহমান সিয়াম, দ্বীন ইসলাম ইমনকে ৩ ম্যাচ; গোলরক্ষক আসাদ রহমান সাদকে ৭ ম্যাচ ও সহকারী কোচ রাসেল মাহমুদ বাপ্পীকে দেওয়া হয়েছে ৫ ম্যাচের নিষেধাজ্ঞা। ফেডারেশনের সাবেক সহসভাপতি তারেক এ আদেল পেয়েছেন আজীবন নিষেধাজ্ঞা।
কার্ড নিষেধাজ্ঞায় লিগের শেষ ম্যাচে ছিলেন না জিমি। ছিলেন না সেই ম্যাচে আবাহনীর সঙ্গে হাতাহাতিতেও। কিসের ভিত্তিতে জিমিকে এত বড় শাস্তি দেওয়া হলো সেই প্রশ্নের জবাবে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ বলেছেন, ‘জিমি ১৪ ম্যাচে ২১৬ মিনিট খেলা থামিয়েছে। ১৭৩ বার খেলা বন্ধ করেছে। যে খেলোয়াড় ১৯ বছর জাতীয় দলে খেলেছে তাঁর কাছে এমনটা আশা করা যায় না। ৬৬ নম্বর ম্যাচে আম্পায়ারকে হুমকি দিয়েছে।’
শাস্তির ব্যাপারে খেলোয়াড়রা যেকোনো সময় আপিল করতে পারবে বলে জানিয়েছেন সহসভাপতি আবদুর রশীদ শিকদার।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৬ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে