ড্র করে নর্ম হাতছাড়া ফাহাদ-নীড়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ২০: ৫৪
Thumbnail image

দারুণ লড়াই করে শেষ পর্যন্ত ড্রয়ের খাতায় নাম লেখালেন ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। আজ শনিবার হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের সুযোগ ছিল তাঁদের। কিন্তু দুজনই ড্র করে বসে। যদিও নিজ নিজ টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করেছেন তাঁরা। 

এ দিন শেষ রাউন্ডে নীড় হাঙ্গেরির ফিদে মাস্টার পাস্তোর বালাজের সঙ্গে ড্র করেন। আর ফাহাদ চাইনিজ ফিদে মাস্টার চেন ইয়ংকে হারাতে পারেনি। এর আগে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেন নীড়। 

 ৪৫ তম দাবা অলিম্পিয়াড হয় হাঙ্গেরির বুদাপেস্টে। অলিম্পিয়াড শেষে রেটিং বৃদ্ধি ও নর্মের লক্ষ্যে ফাহাদ রহমান, তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় এবং দুই নারী দাবাড়ু ওয়াদিফা এবং ওয়ালিজা বুদাপেস্টেই তিনটি টুর্নামেন্ট অংশ নেন। প্রথম টুর্নামেন্টে ওয়াদিফা মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম ও রেটিং বৃদ্ধি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত