গ্র্যান্ডমাস্টার নিয়াজকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নীড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১৩: ৩৭
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৪: ৪১
Thumbnail image

১৪ বছর বয়সে মনন রেজা হয়েছিলেন জাতীয় চ্যাম্পিয়ন। তবে তাঁর স্বপ্ন যে অনেক বড় কিছু করা। সেই স্বপ্ন পূরণের পথে একধাপ এগোলেন নীড়। ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন বাংলাদেশের এই দাবাড়ু।

আন্তর্জাতিক মাস্টার হতে সাধারণত ২৪০০ রেটিং ও তিনটি নর্ম দরকার। মননের রেটিং বর্তমানে ২৪০০-এর বেশি। ফলে আনুষ্ঠানিকভাবে খেতাব পেতে তাঁর আর অপেক্ষার প্রয়োজন নেই। হাঙ্গেরিতে চলমান গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় গত রাতে ৮ ম্যাচে  ৬ পয়েন্ট পেয়েছেন নীড়। তাতেই নিজের তৃতীয় ও শেষ আন্তর্জাতিক নর্মটি হয়ে গেছে তাঁর। নীড়ের জন্ম ২০১০ সালের ১৮ জুন। বর্তমানে তাঁর বয়স ১৪ বছর ৩ মাস। সে হিসাবে তিনিই দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার।

নীড় আন্তজার্তিক মাস্টার হওয়ার পথে ভেঙেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড। নিয়াজকে ছাড়িয়ে মননই এখন সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। সদ্য প্রয়াত এই গ্র্যান্ডমাস্টারের জন্ম ১৯৬৬ সালের ১৩ মে। শারজায় ১৯৮১ সালের ১৩ অক্টোবর এশিয়ান জোনাল খেলে নিয়াজ আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন ।
 আইএম (আন্তর্জাতিক মাস্টার) হওয়ার সময় তাঁর বয়স ছিল ১৫ বছর ৫ মাস। ফিদের সার্টিফিকেট পান ১৯৮২ সালে। 

অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সুমিতের বিপক্ষে জয় পেয়েছেন নীড়। এই জয় তাঁর (নীড়) কাছে হয়ে এসেছে লক্ষ্যপূরণের বড় একটা বাঁক হিসেবে। হাঙ্গেরির পেজেস্তোস ব্লাজাসকে আজ হারাতে পারলে নীড়ের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মও হয়ে যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত