নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দারুণ শুরুর পর শেষটা হয়ে থাকল আক্ষেপের গল্প। রোমান সানা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, তিনি হেরে গেছেন! কানাডার ডুয়েনাস ক্রিসপিনের সঙ্গে শুরুটা হয়েছিল প্রথম সেট জিতে। শেষ সেটে এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশি তিরন্দাজ হেরে গেলেন ম্যাচ। এতে বাংলাদেশের আশার সমাপ্তিও ঘটে গেল টোকিও অলিম্পিকে।
স্বপ্ন ভাঙলেও রোমান থামতে চান না এক অলিম্পিকেই। তাঁর লক্ষ্য, ২০২৮ অলিম্পিকে সোনা জয়। প্রথমবারের মতো অলিম্পিকে খেলতে নেমেছিলেন রোমান। প্রথম সুযোগেই পদক জিতে ফিরবেন দেশে, এমন আশা তিনি নিজেও করেননি। লক্ষ্য ছিল নিজের অভিজ্ঞতার ভান্ডার যতটুকু সম্ভব সমৃদ্ধ করা। এর বাইরে যা অর্জন হবে সেটাই সাফল্য। সে বিবেচনায় বাংলাদেশের প্রথম তিরন্দাজ হিসেবে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত এসেছেন, সেটাও কম কি!
ইয়েমোনোস হিমাপার্কে গতকাল প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারান রোমান। ব্রিটিশ প্রতিপক্ষের বিপক্ষে এক সেট বাদে বাকি চার সেটে দাপট ধরে রেখেই খেলেছিলেন দেশসেরা তিরন্দাজ। অলিম্পিকে নিজের প্রথম জয়ের উদ্যাপন করতে সময় পেয়েছেন এক ঘণ্টারও কম। দ্রুতই নেমে পড়তে হয়েছে দ্বিতীয় রাউন্ড খেলতে।
বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরে বসলেও চতুর্থ সেট জিতে ঘুরে দাঁড়ান রোমান। খেলা গড়ায় পঞ্চম সেটে। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান।
শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। রোমান ম্যাচ হেরে যান ৪-৬ ব্যবধানে। শেষ তিরে ১০ স্কোর করতে পারলে ম্যাচটা টাইব্রেকে নিতে পারতেন রোমান, সুযোগ পেতেন ম্যাচ জেতারও।
প্রথম সেট জেতার পর এভাবে ম্যাচ হারবেন, নিজেও মানতে পারছিলেন না রোমান। ম্যাচ শেষে বলেছেন, ‘আমার এই ম্যাচ জেতার দারুণ সুযোগ ছিল। আমার লক্ষ্য এখন ২০২৮ অলিম্পিকে সোনা জয়। ২০২৪ অলিম্পিকেও খেলতে চাই। সে লক্ষ্যে সর্বোচ্চটাই দেব।’
বাংলাদেশের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছিলেন রোমান সানা। তাঁর বিদায়ে পদকের স্বপ্ন এক প্রকার শেষই হয়ে গেছে বাংলাদেশের। রোমান বাদে বাংলাদেশ থেকে আরও যে পাঁচ অ্যাথলেট অংশ নিয়েছেন অলিম্পিকে, তাঁরা সবাই খেলছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। শুটার আবদুল্লাহ হেল বাকি এরই মধ্যে বাদ পড়েছেন। বাংলাদেশের প্রতিনিধি হয়ে কাগজে-কলমে পদকের স্বপ্ন টিকিয়ে রেখেছেন নারী আর্চার দিয়া সিদ্দিকী, সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং ৪০০ মিটার দৌড়ে জহির রায়হান।
দারুণ শুরুর পর শেষটা হয়ে থাকল আক্ষেপের গল্প। রোমান সানা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, তিনি হেরে গেছেন! কানাডার ডুয়েনাস ক্রিসপিনের সঙ্গে শুরুটা হয়েছিল প্রথম সেট জিতে। শেষ সেটে এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশি তিরন্দাজ হেরে গেলেন ম্যাচ। এতে বাংলাদেশের আশার সমাপ্তিও ঘটে গেল টোকিও অলিম্পিকে।
স্বপ্ন ভাঙলেও রোমান থামতে চান না এক অলিম্পিকেই। তাঁর লক্ষ্য, ২০২৮ অলিম্পিকে সোনা জয়। প্রথমবারের মতো অলিম্পিকে খেলতে নেমেছিলেন রোমান। প্রথম সুযোগেই পদক জিতে ফিরবেন দেশে, এমন আশা তিনি নিজেও করেননি। লক্ষ্য ছিল নিজের অভিজ্ঞতার ভান্ডার যতটুকু সম্ভব সমৃদ্ধ করা। এর বাইরে যা অর্জন হবে সেটাই সাফল্য। সে বিবেচনায় বাংলাদেশের প্রথম তিরন্দাজ হিসেবে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত এসেছেন, সেটাও কম কি!
ইয়েমোনোস হিমাপার্কে গতকাল প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারান রোমান। ব্রিটিশ প্রতিপক্ষের বিপক্ষে এক সেট বাদে বাকি চার সেটে দাপট ধরে রেখেই খেলেছিলেন দেশসেরা তিরন্দাজ। অলিম্পিকে নিজের প্রথম জয়ের উদ্যাপন করতে সময় পেয়েছেন এক ঘণ্টারও কম। দ্রুতই নেমে পড়তে হয়েছে দ্বিতীয় রাউন্ড খেলতে।
বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরে বসলেও চতুর্থ সেট জিতে ঘুরে দাঁড়ান রোমান। খেলা গড়ায় পঞ্চম সেটে। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান।
শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। রোমান ম্যাচ হেরে যান ৪-৬ ব্যবধানে। শেষ তিরে ১০ স্কোর করতে পারলে ম্যাচটা টাইব্রেকে নিতে পারতেন রোমান, সুযোগ পেতেন ম্যাচ জেতারও।
প্রথম সেট জেতার পর এভাবে ম্যাচ হারবেন, নিজেও মানতে পারছিলেন না রোমান। ম্যাচ শেষে বলেছেন, ‘আমার এই ম্যাচ জেতার দারুণ সুযোগ ছিল। আমার লক্ষ্য এখন ২০২৮ অলিম্পিকে সোনা জয়। ২০২৪ অলিম্পিকেও খেলতে চাই। সে লক্ষ্যে সর্বোচ্চটাই দেব।’
বাংলাদেশের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছিলেন রোমান সানা। তাঁর বিদায়ে পদকের স্বপ্ন এক প্রকার শেষই হয়ে গেছে বাংলাদেশের। রোমান বাদে বাংলাদেশ থেকে আরও যে পাঁচ অ্যাথলেট অংশ নিয়েছেন অলিম্পিকে, তাঁরা সবাই খেলছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। শুটার আবদুল্লাহ হেল বাকি এরই মধ্যে বাদ পড়েছেন। বাংলাদেশের প্রতিনিধি হয়ে কাগজে-কলমে পদকের স্বপ্ন টিকিয়ে রেখেছেন নারী আর্চার দিয়া সিদ্দিকী, সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং ৪০০ মিটার দৌড়ে জহির রায়হান।
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩১ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগেসাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে