ক্রীড়া ডেস্ক
২০০৮ বেইজিং অলিম্পিকে ভারতকে সর্বশেষ সোনা এনে দিয়েছিলেন শুটার অভিনব বিন্দ্রা। এরপর ১৩ বছরের লম্বা বিরতি। টোকিও অলিম্পিকে গতকাল পর্যন্ত ছয় পদক জিতলেও একটা সোনার জন্য ভারতের জনগণের হাহাকারটা ক্রমেই বাড়ছিল। সেই আক্ষেপটা আর লম্বা হতে দেননি নিরাজ চোপড়া। ভারতের ইতিহাসে অ্যাথলেটিকসে আজ শনিবার প্রথম সোনা জিতেছেন ২৩ বছর বয়সী এই জ্যাভলিন থ্রোয়ার।
আজকের আগ পর্যন্ত অলিম্পিকে নয়টি সোনা জিতেছিল ভারত। একটি বাদে বাকি আট সোনা জয়ের কৃতিত্ব ছিল ভারতীয় হকি দলের। ২০০৮ অলিম্পিকে প্রথম একক ইভেন্টে সোনা জিতেছিলেন শুটার ব্রিন্দা। একক ইভেন্টে নিরাজ এখন ভারতের দ্বিতীয় সোনাজয়ী।
হরিয়ানার কৃষকপুত্র নিরাজ প্রথম থ্রোতে জ্যাভলিন ছুড়েছিলেন ৮৭.০৩ মিটার। তাতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় তাঁর সোনাজয়। দ্বিতীয় থ্রোতে তার জ্যাভলিন ৮৭.৫৮ মিটার পেরোলে নিশ্চিত হয় ভারতের সোনা।
১২১ বছর আগে অলিম্পিকে অ্যাথলেটিকসে প্রথম পদক জিতেছিলেন ব্রিটিশ ভারতীয় নর্মান রিচার্ড। ভারত তখন ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। স্বাধীন হওয়ার পর অ্যাথলেটিকসে এটাই ভারতের প্রথম পদক।
ছোটবেলা থেকে খাদ্য রসিক হওয়ায় ক্রমেই ওজন বাড়ছিল নিরাজের। ১২ বছর বয়সে ওজন বেড়ে দাঁড়ায় ৯০ কেজি। ছেলের ওজন কমাতে শখের বশে জ্যাভলিন নিক্ষেপ শুরু করেছিলেন নিরাজ। শেষ পর্যন্ত সেই শখটাই তাঁকে বসাল সোনাজয়ীর আসনে।
২০০৮ বেইজিং অলিম্পিকে ভারতকে সর্বশেষ সোনা এনে দিয়েছিলেন শুটার অভিনব বিন্দ্রা। এরপর ১৩ বছরের লম্বা বিরতি। টোকিও অলিম্পিকে গতকাল পর্যন্ত ছয় পদক জিতলেও একটা সোনার জন্য ভারতের জনগণের হাহাকারটা ক্রমেই বাড়ছিল। সেই আক্ষেপটা আর লম্বা হতে দেননি নিরাজ চোপড়া। ভারতের ইতিহাসে অ্যাথলেটিকসে আজ শনিবার প্রথম সোনা জিতেছেন ২৩ বছর বয়সী এই জ্যাভলিন থ্রোয়ার।
আজকের আগ পর্যন্ত অলিম্পিকে নয়টি সোনা জিতেছিল ভারত। একটি বাদে বাকি আট সোনা জয়ের কৃতিত্ব ছিল ভারতীয় হকি দলের। ২০০৮ অলিম্পিকে প্রথম একক ইভেন্টে সোনা জিতেছিলেন শুটার ব্রিন্দা। একক ইভেন্টে নিরাজ এখন ভারতের দ্বিতীয় সোনাজয়ী।
হরিয়ানার কৃষকপুত্র নিরাজ প্রথম থ্রোতে জ্যাভলিন ছুড়েছিলেন ৮৭.০৩ মিটার। তাতেই অনেকটা নিশ্চিত হয়ে যায় তাঁর সোনাজয়। দ্বিতীয় থ্রোতে তার জ্যাভলিন ৮৭.৫৮ মিটার পেরোলে নিশ্চিত হয় ভারতের সোনা।
১২১ বছর আগে অলিম্পিকে অ্যাথলেটিকসে প্রথম পদক জিতেছিলেন ব্রিটিশ ভারতীয় নর্মান রিচার্ড। ভারত তখন ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। স্বাধীন হওয়ার পর অ্যাথলেটিকসে এটাই ভারতের প্রথম পদক।
ছোটবেলা থেকে খাদ্য রসিক হওয়ায় ক্রমেই ওজন বাড়ছিল নিরাজের। ১২ বছর বয়সে ওজন বেড়ে দাঁড়ায় ৯০ কেজি। ছেলের ওজন কমাতে শখের বশে জ্যাভলিন নিক্ষেপ শুরু করেছিলেন নিরাজ। শেষ পর্যন্ত সেই শখটাই তাঁকে বসাল সোনাজয়ীর আসনে।
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
১১ মিনিট আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
২ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
৩ ঘণ্টা আগে