ক্রীড়া ডেস্ক
অলিম্পিকে ইতিহাস গড়ে শাহরুখ খানের ‘চক দে ইন্ডিয়া’ সিনেমাকেই যেন মনে করালেন ভারতের মেয়েদের হকি দল। তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে এবারের অলিম্পিকের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছেন রানি রামপালরা।
ওয়াই হকি স্টেডিয়ামে ২২ মিনিটে গুরজিত কৌরের করা পেনাল্টি গোলেই ফেবারিট অস্ট্রেলিয়াকে বিদায় করে প্রথমবারের মতো অলিম্পিকে সেমিতে উঠল ভারত। ভারতের দুর্দান্ত এই জয়ের পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে শাহরুখ খান অভিনীত বিখ্যাত চলচ্চিত্র ‘চক দে’র প্রসঙ্গ। সেই সিনেমায় ভারতীয় খেলোয়াড় ও কোচ মীর রঞ্জন নেগির ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ। যেখানে ২০০২ কমনওয়েলথ গেমসে মীর তথা কবির খানের অধীনে ভারতের মেয়েদের সোনা জেতার গল্প তুলে ধরা হয়েছিল।
সেই চলচ্চিত্রেও অস্ট্রেলিয়াকে হারিয়ে পদক জিতেছিল ভারত। এবারের অলিম্পিকেও অস্ট্রেলীয়দের হারিয়ে ভারত উঠেছে সেমিফাইনালে। মেয়েদের এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মীর বলেছেন, ‘চক দের চেয়ে অনেক ভালো খেলেছে আমাদের মেয়েরা। চক দে তো একটা সাজানো চিত্রনাট্য। বাস্তবের অর্জনটা তাই অনেক বেশি রোমাঞ্চকর।’
ম্যাচের আগে র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে সব দিক থেকেই পিছিয়ে ছিল ভারত। তাই অপ্রত্যাশিত এই জয়ে আবেগও হয়েছে বাঁধভাঙা। ম্যাচের পর আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে নাচতে নাচতে প্রায় কেঁদেই ফেলেছেন ভারতীয় ধারাভাষ্যকারেরা।
শেষ আটের লড়াইয়ে শুরুতে গোল পাওয়া ভারত ম্যাচের বেশির ভাগ সময় রক্ষণে দারুণ দৃঢ়তা দেখায়। অস্ট্রেলিয়ার একের পর এক আক্রমণ রুখে দিয়ে শেষ পর্যন্ত নিজেদের গোলবার অক্ষত রাখে তারা। সেমিতে ভারতের প্রতিপক্ষ আর্জেন্টিনা। যারা ৩–০ গোলের জয় পেয়েছে জার্মানির বিপক্ষে।
অলিম্পিকে ইতিহাস গড়ে শাহরুখ খানের ‘চক দে ইন্ডিয়া’ সিনেমাকেই যেন মনে করালেন ভারতের মেয়েদের হকি দল। তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে এবারের অলিম্পিকের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছেন রানি রামপালরা।
ওয়াই হকি স্টেডিয়ামে ২২ মিনিটে গুরজিত কৌরের করা পেনাল্টি গোলেই ফেবারিট অস্ট্রেলিয়াকে বিদায় করে প্রথমবারের মতো অলিম্পিকে সেমিতে উঠল ভারত। ভারতের দুর্দান্ত এই জয়ের পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে শাহরুখ খান অভিনীত বিখ্যাত চলচ্চিত্র ‘চক দে’র প্রসঙ্গ। সেই সিনেমায় ভারতীয় খেলোয়াড় ও কোচ মীর রঞ্জন নেগির ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ। যেখানে ২০০২ কমনওয়েলথ গেমসে মীর তথা কবির খানের অধীনে ভারতের মেয়েদের সোনা জেতার গল্প তুলে ধরা হয়েছিল।
সেই চলচ্চিত্রেও অস্ট্রেলিয়াকে হারিয়ে পদক জিতেছিল ভারত। এবারের অলিম্পিকেও অস্ট্রেলীয়দের হারিয়ে ভারত উঠেছে সেমিফাইনালে। মেয়েদের এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মীর বলেছেন, ‘চক দের চেয়ে অনেক ভালো খেলেছে আমাদের মেয়েরা। চক দে তো একটা সাজানো চিত্রনাট্য। বাস্তবের অর্জনটা তাই অনেক বেশি রোমাঞ্চকর।’
ম্যাচের আগে র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে সব দিক থেকেই পিছিয়ে ছিল ভারত। তাই অপ্রত্যাশিত এই জয়ে আবেগও হয়েছে বাঁধভাঙা। ম্যাচের পর আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে নাচতে নাচতে প্রায় কেঁদেই ফেলেছেন ভারতীয় ধারাভাষ্যকারেরা।
শেষ আটের লড়াইয়ে শুরুতে গোল পাওয়া ভারত ম্যাচের বেশির ভাগ সময় রক্ষণে দারুণ দৃঢ়তা দেখায়। অস্ট্রেলিয়ার একের পর এক আক্রমণ রুখে দিয়ে শেষ পর্যন্ত নিজেদের গোলবার অক্ষত রাখে তারা। সেমিতে ভারতের প্রতিপক্ষ আর্জেন্টিনা। যারা ৩–০ গোলের জয় পেয়েছে জার্মানির বিপক্ষে।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
২ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৪ ঘণ্টা আগে