নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এ কে এম মুমিনুল সাঈদ আজ হকি ফেডারেশনে এসেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের খেলোয়াড়দের সৌজন্য আলাপ করতে। আগামী মে মাসে যুব এশিয়া কাপকে সামনে রেখে ৩৫ খেলোয়াড় নিয়ে আগামীকাল থেকে শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি দলের ক্যাম্প। গতকালও তাঁকে দেখা গেছে শেখ কামাল যুব গেমসের সোনা জয়ী দলের সঙ্গেও ছবি তুলতে। তবে তিনি কথা বলেননি।
কবে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন ক্যাসিনো কাণ্ডে বিতর্কিত এই ক্রীড়া সংগঠক, তা নিয়ে একটা বাড়তি আগ্রহ ছিল সংবাদমাধ্যমের। আজ তাই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের দোতলায় ফেডারেশন কক্ষের সামনে গণমাধ্যমকর্মীদের ভিড়। ভিড় ফেডারেশনের বিভিন্ন পদে থাকা কর্মকর্তাদেরও। সবার এই আগ্রহের কেন্দ্রবিন্দু একজন, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মুমিনুল হক সাঈদ। তিন বছর পর দেশে ফেরার যিনি আজ প্রথমবারের মতো কথা বলেছেন গণমাধ্যমের সামনে।
আজ সংবাদ সম্মেলন শুরু হতেই অবধারিতভাবে চলে এল ক্যাসিনো অভিযানের বিষয়টি। প্রশ্ন শুরু হতেই প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে সাঈদ বললেন, ‘কেবল হকি ও এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেন, দয়া করে অতীত নিয়ে প্রশ্ন করবেন না। আমি কেবল হকি নিয়েই কথা বলব।’ সাঈদের পাশে কর্মকর্তারাও অনুরোধ করলেন, সংবাদ সম্মেলনকে ইতিবাচকভাবে উপস্থাপন করার।
২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর দেশান্তরী হোন ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ ওরফে ক্যাসিনো সাঈদ। গত তিন বছর বিভিন্ন অবস্থান করে সাঈদ দেশে ফেরেন গত ডিসেম্বরের শেষ সপ্তাহে। দেশে ফেরার পর গত মাসে হকির নির্বাহী কমিটির সভাতেও যোগ দেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে আজ সংবাদমাধ্যমের সামনে এলেন আলোচিত ও বিতর্কিত এই ক্রীড়া সংগঠক। গত তিন বছর দেশের বাইরে থাকার অভিজ্ঞতার গল্পগুলো শোনার আগ্রহ নিয়েই গতকাল ভাসানী স্টেডিয়ামে গিয়েছিলেন সংবাদ কর্মীরা।
নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদক হিসেবে খুব বেশি কাজ করার সুযোগ পাননি সাঈদ। বর্তমান কমিটির মেয়াদ আছে এই বছরের মে মাস পর্যন্ত। নতুন করে নির্বাচন করার ইচ্ছা আছে কি না সেই প্রশ্নের জবাবে সাঈদ বললেন, ‘আমাদের এখনো দুই মাস সময় রয়েছে। এর মধ্যে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ হকি এবং জুনিয়র এশিয়া কাপ নিয়ে আমরা মনোযোগী। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ম মোতাবেক তাদের কার্যক্রম পরিচালনা করবে (নির্বাচন সংক্রান্ত)।’
যুব এশিয়া কাপকে সামনে রেখে ভারতে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছেন অনূর্ধ্ব-২১ কোচ মামুনুর রশীদ। এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে পারলে বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশ। যুব দলকে ঘিরে ভালো প্রস্তুতির আশ্বাস দিয়েছেন সাধারণ সম্পাদকও। আগামী এপ্রিলে দলকে ভারতে পাঠানোর একটা সিদ্ধান্তও হয়েছে আজকের সভায়।
এ কে এম মুমিনুল সাঈদ আজ হকি ফেডারেশনে এসেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের খেলোয়াড়দের সৌজন্য আলাপ করতে। আগামী মে মাসে যুব এশিয়া কাপকে সামনে রেখে ৩৫ খেলোয়াড় নিয়ে আগামীকাল থেকে শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি দলের ক্যাম্প। গতকালও তাঁকে দেখা গেছে শেখ কামাল যুব গেমসের সোনা জয়ী দলের সঙ্গেও ছবি তুলতে। তবে তিনি কথা বলেননি।
কবে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন ক্যাসিনো কাণ্ডে বিতর্কিত এই ক্রীড়া সংগঠক, তা নিয়ে একটা বাড়তি আগ্রহ ছিল সংবাদমাধ্যমের। আজ তাই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের দোতলায় ফেডারেশন কক্ষের সামনে গণমাধ্যমকর্মীদের ভিড়। ভিড় ফেডারেশনের বিভিন্ন পদে থাকা কর্মকর্তাদেরও। সবার এই আগ্রহের কেন্দ্রবিন্দু একজন, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মুমিনুল হক সাঈদ। তিন বছর পর দেশে ফেরার যিনি আজ প্রথমবারের মতো কথা বলেছেন গণমাধ্যমের সামনে।
আজ সংবাদ সম্মেলন শুরু হতেই অবধারিতভাবে চলে এল ক্যাসিনো অভিযানের বিষয়টি। প্রশ্ন শুরু হতেই প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে সাঈদ বললেন, ‘কেবল হকি ও এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেন, দয়া করে অতীত নিয়ে প্রশ্ন করবেন না। আমি কেবল হকি নিয়েই কথা বলব।’ সাঈদের পাশে কর্মকর্তারাও অনুরোধ করলেন, সংবাদ সম্মেলনকে ইতিবাচকভাবে উপস্থাপন করার।
২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর দেশান্তরী হোন ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ ওরফে ক্যাসিনো সাঈদ। গত তিন বছর বিভিন্ন অবস্থান করে সাঈদ দেশে ফেরেন গত ডিসেম্বরের শেষ সপ্তাহে। দেশে ফেরার পর গত মাসে হকির নির্বাহী কমিটির সভাতেও যোগ দেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে আজ সংবাদমাধ্যমের সামনে এলেন আলোচিত ও বিতর্কিত এই ক্রীড়া সংগঠক। গত তিন বছর দেশের বাইরে থাকার অভিজ্ঞতার গল্পগুলো শোনার আগ্রহ নিয়েই গতকাল ভাসানী স্টেডিয়ামে গিয়েছিলেন সংবাদ কর্মীরা।
নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদক হিসেবে খুব বেশি কাজ করার সুযোগ পাননি সাঈদ। বর্তমান কমিটির মেয়াদ আছে এই বছরের মে মাস পর্যন্ত। নতুন করে নির্বাচন করার ইচ্ছা আছে কি না সেই প্রশ্নের জবাবে সাঈদ বললেন, ‘আমাদের এখনো দুই মাস সময় রয়েছে। এর মধ্যে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ হকি এবং জুনিয়র এশিয়া কাপ নিয়ে আমরা মনোযোগী। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ম মোতাবেক তাদের কার্যক্রম পরিচালনা করবে (নির্বাচন সংক্রান্ত)।’
যুব এশিয়া কাপকে সামনে রেখে ভারতে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছেন অনূর্ধ্ব-২১ কোচ মামুনুর রশীদ। এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে পারলে বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশ। যুব দলকে ঘিরে ভালো প্রস্তুতির আশ্বাস দিয়েছেন সাধারণ সম্পাদকও। আগামী এপ্রিলে দলকে ভারতে পাঠানোর একটা সিদ্ধান্তও হয়েছে আজকের সভায়।
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
১ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৪ ঘণ্টা আগে