নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘সিক্স ডে বুদাপেস্ট টু ইয়ার্স’ টুর্নামেন্টের গ্র্যান্ড মাস্টার্স দাবায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশের দুই দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।
সপ্তম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও নীড় যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। আর ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাত খেলায় আড়াই পয়েন্ট পেয়েছেন।
এ দিকে অনূর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সাত খেলায় চার পয়েন্ট করে পেয়েছেন।
আজ শুক্রবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান স্লোভাকিয়ার গ্র্যান্ড মাস্টার পেচের মিলানকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা গুটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় গ্র্যান্ড মাস্টার পেচের মিলানের বিরুদ্ধে ২১ চালের মাথায় জয়ী হন।
ফিদে মাস্টার মনন রেজা নীড় জার্মানির ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলকে পরাজিত করেন। তিনি কালো নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে ৫২ চালে ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলের বিরুদ্ধে জয়ী হন। সপ্তম রাউন্ডে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দক্ষিণ কোরিয়া ফিদে মাস্টার উন সিহায়ুনের সঙ্গে ড্র করেন।
আর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের নামালা ধানভিকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ লাটভিয়ার স্ট্যাইনার ইমিলসের সঙ্গে ড্র করেন।
‘সিক্স ডে বুদাপেস্ট টু ইয়ার্স’ টুর্নামেন্টের গ্র্যান্ড মাস্টার্স দাবায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশের দুই দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।
সপ্তম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও নীড় যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। আর ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাত খেলায় আড়াই পয়েন্ট পেয়েছেন।
এ দিকে অনূর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সাত খেলায় চার পয়েন্ট করে পেয়েছেন।
আজ শুক্রবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান স্লোভাকিয়ার গ্র্যান্ড মাস্টার পেচের মিলানকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা গুটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় গ্র্যান্ড মাস্টার পেচের মিলানের বিরুদ্ধে ২১ চালের মাথায় জয়ী হন।
ফিদে মাস্টার মনন রেজা নীড় জার্মানির ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলকে পরাজিত করেন। তিনি কালো নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে ৫২ চালে ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলের বিরুদ্ধে জয়ী হন। সপ্তম রাউন্ডে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দক্ষিণ কোরিয়া ফিদে মাস্টার উন সিহায়ুনের সঙ্গে ড্র করেন।
আর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের নামালা ধানভিকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ লাটভিয়ার স্ট্যাইনার ইমিলসের সঙ্গে ড্র করেন।
বিপিএলে নাহিদ রানা যেন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। এক ম্যাচ আগে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং লাইনআপকে প্রায় একাই ধসিয়ে দিয়েছিলেন। আগের ম্যাচের মতো এদিন অবশ্য বেশি উইকেট পাননি; নিয়েছেন মাত্র ২ উইকেট। ফিরিয়েছেন তারকাখচিত ফরচুন বরিশালের দুই ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে...
৫ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে বল হাতে দুর্দান্তই খেলছেন তাসকিন। তারপরও তিনি কি ভাবতে পেরেছিলেন বিপিএলে আজ ৭ উইকেট পেয়ে যাবেন?
৮ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ড্রেসিংরুমেও অশান্তি চলছে বলে খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের আগে বোমা ফাটালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
৯ ঘণ্টা আগে