ক্রীড়া ডেস্ক
অনেকবারই জানিয়েছেন ক্লে কোর্ট পছন্দ নয় দানিল মেদভেদেভের। এ জন্য হয়তো ফ্রেঞ্চ ওপেনের কোর্টও তাঁর সঙ্গে সখ্য তৈরি করতে রাজি নয়। তা না হলে রোল্যাঁ গারোয় ক্যারিয়ারের প্রথম চারবার টানা বিদায়ের পর আবার কেন প্রথম রাউন্ডে থেকেই রাশিয়ান টেনিস তারকাকে ছিটকে যেতে হবে?
এবার তো বাছাইয়ে সুযোগ পাওয়া উঠতি এক টেনিস তারকার কাছেই হারলেন মেদভেদেভ। র্যাঙ্কিংয়ের বিবেচনায় থিয়াগো সেইবোথ ওয়াইল্ডের সঙ্গে তাঁর ব্যবধান অনেক। টেনিসের ২ নম্বর তারকার বিপরীতে ব্রাজিলিয়ান থিয়েগোর র্যাঙ্কিং ১৭২।
বিশাল ব্যবধানের সেই থিয়াগোর কাছেই ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারলেন মেদভেদেভ। অথচ টুর্নামেন্ট শুরু করেছিলেন দুর্দান্ত ছন্দে। রোমে শিরোপা জিতে ফরাসি ওপেন শুরু করেছিলেন তিনি। তাঁর সেই সুখস্মৃতি মাটির কোর্টে দীর্ঘস্থায়ী হলো না।
মেদভেদেভকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করার কথা জানিয়েছেন থিয়াগো। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘জুনিয়র পর্যায়ে খেলার সময় থেকেই দানিলের খেলা দেখি এবং স্বপ্ন ছিল তাকে কোর্টে হারানোর। সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে।’
অন্যদিকে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পরও নিজের অপছন্দের জায়গা থেকে সরে আসেননি মেদভেদেভ। ম্যাচ শেষে বলেছেন, ‘জানি না মানুষ কেন মাটির কোর্ট পছন্দ করে। ব্যাগ, জুতা ও মোজায় মাটি লাগাতে পছন্দ করে। ক্লে সেশনের পর তাদের আবর্জনায় ফেলে দিতে পারেন। হয়তো কিছু লোক এই কোর্টকে পছন্দ করে। তবে আমি করি না।’
অনেকবারই জানিয়েছেন ক্লে কোর্ট পছন্দ নয় দানিল মেদভেদেভের। এ জন্য হয়তো ফ্রেঞ্চ ওপেনের কোর্টও তাঁর সঙ্গে সখ্য তৈরি করতে রাজি নয়। তা না হলে রোল্যাঁ গারোয় ক্যারিয়ারের প্রথম চারবার টানা বিদায়ের পর আবার কেন প্রথম রাউন্ডে থেকেই রাশিয়ান টেনিস তারকাকে ছিটকে যেতে হবে?
এবার তো বাছাইয়ে সুযোগ পাওয়া উঠতি এক টেনিস তারকার কাছেই হারলেন মেদভেদেভ। র্যাঙ্কিংয়ের বিবেচনায় থিয়াগো সেইবোথ ওয়াইল্ডের সঙ্গে তাঁর ব্যবধান অনেক। টেনিসের ২ নম্বর তারকার বিপরীতে ব্রাজিলিয়ান থিয়েগোর র্যাঙ্কিং ১৭২।
বিশাল ব্যবধানের সেই থিয়াগোর কাছেই ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারলেন মেদভেদেভ। অথচ টুর্নামেন্ট শুরু করেছিলেন দুর্দান্ত ছন্দে। রোমে শিরোপা জিতে ফরাসি ওপেন শুরু করেছিলেন তিনি। তাঁর সেই সুখস্মৃতি মাটির কোর্টে দীর্ঘস্থায়ী হলো না।
মেদভেদেভকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করার কথা জানিয়েছেন থিয়াগো। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘জুনিয়র পর্যায়ে খেলার সময় থেকেই দানিলের খেলা দেখি এবং স্বপ্ন ছিল তাকে কোর্টে হারানোর। সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে।’
অন্যদিকে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পরও নিজের অপছন্দের জায়গা থেকে সরে আসেননি মেদভেদেভ। ম্যাচ শেষে বলেছেন, ‘জানি না মানুষ কেন মাটির কোর্ট পছন্দ করে। ব্যাগ, জুতা ও মোজায় মাটি লাগাতে পছন্দ করে। ক্লে সেশনের পর তাদের আবর্জনায় ফেলে দিতে পারেন। হয়তো কিছু লোক এই কোর্টকে পছন্দ করে। তবে আমি করি না।’
আবারও সেই নেপাল। আবারও সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়াম। ২ বছর পর দেখা গেল ইতিহাসের পুনরাবৃত্তিও। এবার বাংলাদেশ ২-১ ব্যবধানে হারিয়েছে নেপালকে। নারী সাফে টানা দ্বিতীয় শিরোপা জিতল সাবিনা খাতুনের বাংলাদেশ।
৩৬ মিনিট আগেচোখের পলক ফেলতে না ফেলতেই উইকেট নেই। এমন পরিস্থিতির কথা বললে অনেকে চোখ বন্ধ করে বাংলাদেশের নাম বলে দেবেন। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে মারাত্মক ধুঁকছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের ‘গেম অ্যাওয়ারনেস’ নিয়ে প্রশ্ন এখন মুশতাক আহমেদেরও।
১ ঘণ্টা আগেনারী সাফের ফাইনাল শুরু হতে বেশিক্ষণ বাকি নেই। কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ-নেপাল। ফাইনাল ম্যাচটি টিভিতে দেখার সুযোগ না থাকলেও ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার কিছুই নেই।
৩ ঘণ্টা আগেসফরকারী আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের যুবারা ৩১৪ রানের পাহাড় গড়েছে। জাওয়াদ–রিফাত–কালামের তিন ফিফটিতে বড় স্কোরের ভিত পায় আজিজুল হ
৩ ঘণ্টা আগে