ক্রীড়া ডেস্ক
ঢাকা: ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে মাটির কোর্টে বড় ধাক্কা খেলেন রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল রাতে আলেক্সন্দার জেভরেভের কাছে হেরে গেছেন মাটির কোর্টের রাজাখ্যাত এই স্প্যানিয়ার্ড। মাটির কোর্টে এটি দ্বিতীয় বাছাই নাদালের বিপক্ষে জেভরেভের প্রথম জয়।
পঞ্চম বাছাই জেভরেভ প্রথম সেটের শুরুতে পিছিয়ে পড়েন ৪-২ গেমে। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। সেই সেটে নাদালকে পেছনে ফেলে ৬-৪ গেমে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটেও নাদালকে পাত্তা দেননি জেভরেভ। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটও জিতে নেন ৬-৪ গেমে।
নাদালের বিপক্ষে এটি জেভরেভের এটি টানা তৃতীয় জয়। সেমিতে জেভরেভের প্রতিপক্ষ তৃতীয় বাছাই ডমিনিক থিয়েম। আমেরিকার জন ইসনারকে থিয়েম ৩-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারান।
সেমির এই লড়াই জেভরেভের জন্য প্রতিশোধেরও সুযোগ। ইউএস ওপেনে থিয়েমের কাছে ফাইনালে হেরে শিরোপা হারিয়েছিলেন তিনি।
জয়ের পর জেভরেভ বলেছেন, ‘এটি নিশ্চিতভাবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। বিশেষ করে মাটির কোর্টে নাদালকে হারানো বিশেষ কিছু।’
জেভরেভ আরও যোগ করেছেন, ‘তার ঘরের মাঠে হারানো অনেক কঠিন ব্যাপার। স্পেনে নাদালকে হারানো দারুণ ব্যাপার। অবিশ্বাস্য টুর্নামেন্ট, যা এখনো শেষ হয়নি।’
ঢাকা: ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে মাটির কোর্টে বড় ধাক্কা খেলেন রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল রাতে আলেক্সন্দার জেভরেভের কাছে হেরে গেছেন মাটির কোর্টের রাজাখ্যাত এই স্প্যানিয়ার্ড। মাটির কোর্টে এটি দ্বিতীয় বাছাই নাদালের বিপক্ষে জেভরেভের প্রথম জয়।
পঞ্চম বাছাই জেভরেভ প্রথম সেটের শুরুতে পিছিয়ে পড়েন ৪-২ গেমে। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। সেই সেটে নাদালকে পেছনে ফেলে ৬-৪ গেমে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটেও নাদালকে পাত্তা দেননি জেভরেভ। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটও জিতে নেন ৬-৪ গেমে।
নাদালের বিপক্ষে এটি জেভরেভের এটি টানা তৃতীয় জয়। সেমিতে জেভরেভের প্রতিপক্ষ তৃতীয় বাছাই ডমিনিক থিয়েম। আমেরিকার জন ইসনারকে থিয়েম ৩-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারান।
সেমির এই লড়াই জেভরেভের জন্য প্রতিশোধেরও সুযোগ। ইউএস ওপেনে থিয়েমের কাছে ফাইনালে হেরে শিরোপা হারিয়েছিলেন তিনি।
জয়ের পর জেভরেভ বলেছেন, ‘এটি নিশ্চিতভাবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। বিশেষ করে মাটির কোর্টে নাদালকে হারানো বিশেষ কিছু।’
জেভরেভ আরও যোগ করেছেন, ‘তার ঘরের মাঠে হারানো অনেক কঠিন ব্যাপার। স্পেনে নাদালকে হারানো দারুণ ব্যাপার। অবিশ্বাস্য টুর্নামেন্ট, যা এখনো শেষ হয়নি।’
পেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১৮ মিনিট আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
২৩ মিনিট আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
১ ঘণ্টা আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগে