Ajker Patrika

খেলতে না দিলেও টিকা নেবেন না ‘জেদি’ জোকোভিচ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৪২
খেলতে না দিলেও টিকা নেবেন না ‘জেদি’ জোকোভিচ

করোনা টিকা না নেওয়ায় কম অস্বস্তির মধ্যে পড়তে হয়নি নোভাক জোকোভিচকে। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে তো রীতিমতো অপমান হয়ে দেশে ফিরতে হয়েছে। তারপরও টলছেন না এই সার্বিয়ান টেনিস তারকা। টিকা না নেওয়ার ব্যাপারে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন জোকোভিচ।

এক সাক্ষাৎকারে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন জোকোভিচ। নিজেকে টিকা বিরোধী দাবি না করে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা বলেছেন, ‘আমি কখনোই করোনা টিকার বিরোধী নই। কিন্তু নিজের শরীরের জন্য কোনটা ভালো সেটা বাছাই করার স্বাধীনতা আমার আছে।’

টিকা না নেওয়ার কারণে ভবিষ্যতে যদি উইম্বলডন কিংবা ফ্রেঞ্চ ওপেনের মতো কোনো প্রতিযোগিতায় অংশ নিতে না পারেন, সেটি নিয়ে কোনো আক্ষেপ থাকবে না থাকার কথা জানিয়েছেন জোকোভিচ। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যদি টিকা না নেওয়ার কারণে কোনো টুর্নামেন্ট নাও খেলতে পারি, আমি সেটা মেনে নেব।’

টিকা না নেওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে অস্ট্রেলিয়া পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মেলবোর্ন বিমানবন্দরে জোকোভিচকে আটক করা হয়। পাঠানো হয় কোয়ারেন্টিনেও। ব্যাপারটা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। প্রথমে আদালত মুক্তি দিলেও অস্ট্রেলীয় সরকার তাঁকে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে দেয়নি। ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয় জোকোভিচকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত