অনলাইন ডেস্ক
ভারতে প্রায় ১৫০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় আইফোন প্রস্তুতকারক কোম্পানি ফক্সকন। দক্ষিণ এশিয়ার বাজারে আয় বাড়ার পর ভারতে ব্যবসা বাড়ানোর এ পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি।
স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে ফক্সকন বলেছে, এই সিদ্ধান্ত নেওয়ার দুই মাস আগে ফক্সকন ভারতে কর্মশক্তির পরিধি ও বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে।
অ্যাপলসহ অনেক কোম্পানির ডিভাইস তৈরি করে দেয় ফক্সকন। এজন্য ভারতে সংযোজন কারখানা বসিয়েছে ফক্সকন। বড় প্রযুক্তি কোম্পানিগুলো চীন থেকে ব্যবসা সরিয়ে ভারতে নিচ্ছে।
এই পদক্ষেপকে ‘চায়না প্লাস ১’ নামে অভিহিত করছেন ব্যবসায়ীরা।
২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত চীনে বিনিয়োগ করে ফক্সকন। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র–চীনের বাণিজ্য উত্তেজনার জন্য চীনে ফক্সকনের বিনিয়োগ কমতে থাকে।
ফক্সকনের ভারতে তিনটি কারখানা আছে। ভারতীয় কোম্পানি বেদান্তের সঙ্গে মিলে ফক্সকন প্রায় ১ কোটি ৯৫০ লাখ চিপ তৈরি করে। ফক্সকন বলছে, ভারতে উচ্চাকাঙ্ক্ষার ওপর কোম্পানিটির ‘আত্মবিশ্বাস’ রয়েছে।
ফক্সকন বলছে, নতুন ভৌগোলিক পরিবেশে সবকিছু শুরু থেকে তৈরি করা চ্যালেঞ্জের। কিন্তু ফক্সকন ভারতে বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ ৷ ১৯৮০ সাল থেকেই এই ধরনের কোম্পানি কাজ করছে। ফক্সকন ভারতের সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উচ্চাকাঙ্ক্ষা জোরালোভাবে সমর্থন করে।
গত আগস্টে আইফোনের চিপের সরঞ্জাম ও কেসিং উপাদানের উৎপাদনের জন্য দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের দুটি প্রকল্পে ৬০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা করেছে ফক্সকন।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতে তিন গুণ বেশি প্রায় ৭০০ কোটি ডলারের অ্যাপল পণ্য উৎপাদন হয়। এর আগে ভারতে অল্প কিছু আইফোন ১৪ সংযোজন করা হতো। মার্চ পর্যন্ত ৭ শতাংশ আইফোন ভারতে উৎপাদন হতো। এই বছরে ভারত ও চীনের উৎপাদন সমান সমান করবে ফক্সকন।
আইফোনের প্রধান প্রস্তুতকারক ফক্সকন। চীনে এই কোম্পানির উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে। তবে করোনা মহামারির জন্য ধীর গতির উৎপাদনের ফলে ২০২২ সালে কোম্পানিটির আয় কমে যায়।
ভারতে প্রায় ১৫০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় আইফোন প্রস্তুতকারক কোম্পানি ফক্সকন। দক্ষিণ এশিয়ার বাজারে আয় বাড়ার পর ভারতে ব্যবসা বাড়ানোর এ পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি।
স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে ফক্সকন বলেছে, এই সিদ্ধান্ত নেওয়ার দুই মাস আগে ফক্সকন ভারতে কর্মশক্তির পরিধি ও বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে।
অ্যাপলসহ অনেক কোম্পানির ডিভাইস তৈরি করে দেয় ফক্সকন। এজন্য ভারতে সংযোজন কারখানা বসিয়েছে ফক্সকন। বড় প্রযুক্তি কোম্পানিগুলো চীন থেকে ব্যবসা সরিয়ে ভারতে নিচ্ছে।
এই পদক্ষেপকে ‘চায়না প্লাস ১’ নামে অভিহিত করছেন ব্যবসায়ীরা।
২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত চীনে বিনিয়োগ করে ফক্সকন। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র–চীনের বাণিজ্য উত্তেজনার জন্য চীনে ফক্সকনের বিনিয়োগ কমতে থাকে।
ফক্সকনের ভারতে তিনটি কারখানা আছে। ভারতীয় কোম্পানি বেদান্তের সঙ্গে মিলে ফক্সকন প্রায় ১ কোটি ৯৫০ লাখ চিপ তৈরি করে। ফক্সকন বলছে, ভারতে উচ্চাকাঙ্ক্ষার ওপর কোম্পানিটির ‘আত্মবিশ্বাস’ রয়েছে।
ফক্সকন বলছে, নতুন ভৌগোলিক পরিবেশে সবকিছু শুরু থেকে তৈরি করা চ্যালেঞ্জের। কিন্তু ফক্সকন ভারতে বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ ৷ ১৯৮০ সাল থেকেই এই ধরনের কোম্পানি কাজ করছে। ফক্সকন ভারতের সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উচ্চাকাঙ্ক্ষা জোরালোভাবে সমর্থন করে।
গত আগস্টে আইফোনের চিপের সরঞ্জাম ও কেসিং উপাদানের উৎপাদনের জন্য দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের দুটি প্রকল্পে ৬০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা করেছে ফক্সকন।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতে তিন গুণ বেশি প্রায় ৭০০ কোটি ডলারের অ্যাপল পণ্য উৎপাদন হয়। এর আগে ভারতে অল্প কিছু আইফোন ১৪ সংযোজন করা হতো। মার্চ পর্যন্ত ৭ শতাংশ আইফোন ভারতে উৎপাদন হতো। এই বছরে ভারত ও চীনের উৎপাদন সমান সমান করবে ফক্সকন।
আইফোনের প্রধান প্রস্তুতকারক ফক্সকন। চীনে এই কোম্পানির উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে। তবে করোনা মহামারির জন্য ধীর গতির উৎপাদনের ফলে ২০২২ সালে কোম্পানিটির আয় কমে যায়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
৮ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
৯ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১০ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১৩ ঘণ্টা আগে