আবির আহসান রুদ্র
ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় কেউই ক্যাপচা পছন্দ করে না। ধরুন, আপনি একটি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছেন, হুট করেই হাজির হবে ক্যাপচার ঝামেলা। আপনি রোবট নাকি মানুষ, এটা প্রমাণ করার জন্য ক্যাপচা বক্স থেকে বিভিন্ন জিনিস শনাক্ত করতে হয়। এই অভিজ্ঞতার সঙ্গে কম-বেশি সবাই পরিচিত।
তবে ক্যাপচার ভালো দিকও আছে। ইন্টারনেট থেকে ব্যক্তিগত তথ্য ও অর্থ চুরির জন্য স্ক্যামাররা রোবট ব্যবহার করে থাকে। ক্যাপচা স্বয়ংক্রিয়ভাবে মানুষ ও রোবটকে আলাদা করে তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য নস্যাৎ করে দিতে পারে। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে মূল বাধা হয়ে দাঁড়ায় ক্যাপচা। এর সমাধান খুবই সহজ, আবার বিরক্তিকরও। তবে মাঝে মাঝে ক্যাপচাগুলো সমাধান করা বেশ কঠিন হয়ে পড়ে। যেমন এবড়োখেবড়ো সংখ্যা বা অক্ষর দেখে ক্যাপচার ঘর পূরণ করা। এ ক্ষেত্রে অনেকবার চেষ্টার পর হাল ছেড়ে দেওয়ারও নজির আছে।
ক্যাপচার বিকল্প
সব সময় যাতে ক্যাপচা সমাধান করতে না হয়, সে জন্য নতুন ফিচার আনছে গুগল ক্রোম। এই ফিচারের মাধ্যমে কোনো ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা সমাধান করা থাকলে পরে ওই ওয়েবসাইটে আর নতুন করে সেই ঝামেলায় পড়তে হবে না। অন্যান্য ওয়েবসাইটও ইচ্ছা করলে এই ক্যাপচা রেকর্ড ব্যবহার করতে পারবে। আপনি যদি কোনো সাইটের ক্যাপচা টেস্টে সফল না হন, তাতেও সমস্যা নেই। অন্য সাইটের ক্যাপচা রেকর্ড থেকে তথ্য নিয়ে সাইটটি সহজেই ব্রাউজ করা যাবে।
গুগল বলছে, ফিচারটি ব্যবহারকারীদের শনাক্ত করতে পারে না এবং তথ্যও সাইটে সরবরাহ করে না। যদিও খুব সামান্য তথ্য ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হয়। এর বাইরে কোনো তথ্য বেহাত হওয়ার সুযোগ নেই।
যেভাবে ক্যাপচা এড়িয়ে যাবেন
পরীক্ষামূলক অবস্থায় থাকার কারণে কম্পিউটারের ক্রোম ব্রাউজারে ফিচারটি পাওয়া যাবে না। এ জন্য ক্রোম ক্যানারি ডাউনলোড করে নিতে হবে। এই ব্রাউজারে নতুন ফিচার এবং সেটিংস পরীক্ষা করে গুগল। যদিও ব্রাউজিংয়ের জন্য ক্যানারির ওপর নির্ভর করা ঠিক হবে না। কারণ, এতে ব্যবহৃত ফিচারগুলো অসম্পূর্ণ এবং পরীক্ষামূলক পর্যায়ের। তবে নতুন ফিচার বাজারে আসার আগে পরীক্ষা করে নেওয়ার ভালো মাধ্যম হতে পারে ক্যানারি।
কম্পিউটারে ইনস্টল করার পর, প্রথমে ক্রোম ক্যানারিতে ঢুকতে হবে। তারপর যেতে হবে সেটিংসের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে। সেখান থেকে সাইট সেটিংস হয়ে অতিরিক্ত কনটেন্ট সেটিংসের অটো ভেরিফাই অপশনে ক্লিক করে নিতে হবে।
এরপর বিভিন্ন সাইটে ঢুকলেই অটো ভেরিফিকেশন ফিচার স্বয়ংক্রিয়ভাবে ক্যাপচার ঝামেলা থেকে মুক্তি দেবে। তবে পরীক্ষামূলক অবস্থার জন্য অনেক ওয়েবসাইটে ফিচারটি না-ও কাজ করতে পারে। পুরো সুবিধা ভোগ করতে অপেক্ষা করতে হবে গুগলের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।
সূত্র: লাইফ হ্যাকার
ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় কেউই ক্যাপচা পছন্দ করে না। ধরুন, আপনি একটি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছেন, হুট করেই হাজির হবে ক্যাপচার ঝামেলা। আপনি রোবট নাকি মানুষ, এটা প্রমাণ করার জন্য ক্যাপচা বক্স থেকে বিভিন্ন জিনিস শনাক্ত করতে হয়। এই অভিজ্ঞতার সঙ্গে কম-বেশি সবাই পরিচিত।
তবে ক্যাপচার ভালো দিকও আছে। ইন্টারনেট থেকে ব্যক্তিগত তথ্য ও অর্থ চুরির জন্য স্ক্যামাররা রোবট ব্যবহার করে থাকে। ক্যাপচা স্বয়ংক্রিয়ভাবে মানুষ ও রোবটকে আলাদা করে তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য নস্যাৎ করে দিতে পারে। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে মূল বাধা হয়ে দাঁড়ায় ক্যাপচা। এর সমাধান খুবই সহজ, আবার বিরক্তিকরও। তবে মাঝে মাঝে ক্যাপচাগুলো সমাধান করা বেশ কঠিন হয়ে পড়ে। যেমন এবড়োখেবড়ো সংখ্যা বা অক্ষর দেখে ক্যাপচার ঘর পূরণ করা। এ ক্ষেত্রে অনেকবার চেষ্টার পর হাল ছেড়ে দেওয়ারও নজির আছে।
ক্যাপচার বিকল্প
সব সময় যাতে ক্যাপচা সমাধান করতে না হয়, সে জন্য নতুন ফিচার আনছে গুগল ক্রোম। এই ফিচারের মাধ্যমে কোনো ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা সমাধান করা থাকলে পরে ওই ওয়েবসাইটে আর নতুন করে সেই ঝামেলায় পড়তে হবে না। অন্যান্য ওয়েবসাইটও ইচ্ছা করলে এই ক্যাপচা রেকর্ড ব্যবহার করতে পারবে। আপনি যদি কোনো সাইটের ক্যাপচা টেস্টে সফল না হন, তাতেও সমস্যা নেই। অন্য সাইটের ক্যাপচা রেকর্ড থেকে তথ্য নিয়ে সাইটটি সহজেই ব্রাউজ করা যাবে।
গুগল বলছে, ফিচারটি ব্যবহারকারীদের শনাক্ত করতে পারে না এবং তথ্যও সাইটে সরবরাহ করে না। যদিও খুব সামান্য তথ্য ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হয়। এর বাইরে কোনো তথ্য বেহাত হওয়ার সুযোগ নেই।
যেভাবে ক্যাপচা এড়িয়ে যাবেন
পরীক্ষামূলক অবস্থায় থাকার কারণে কম্পিউটারের ক্রোম ব্রাউজারে ফিচারটি পাওয়া যাবে না। এ জন্য ক্রোম ক্যানারি ডাউনলোড করে নিতে হবে। এই ব্রাউজারে নতুন ফিচার এবং সেটিংস পরীক্ষা করে গুগল। যদিও ব্রাউজিংয়ের জন্য ক্যানারির ওপর নির্ভর করা ঠিক হবে না। কারণ, এতে ব্যবহৃত ফিচারগুলো অসম্পূর্ণ এবং পরীক্ষামূলক পর্যায়ের। তবে নতুন ফিচার বাজারে আসার আগে পরীক্ষা করে নেওয়ার ভালো মাধ্যম হতে পারে ক্যানারি।
কম্পিউটারে ইনস্টল করার পর, প্রথমে ক্রোম ক্যানারিতে ঢুকতে হবে। তারপর যেতে হবে সেটিংসের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে। সেখান থেকে সাইট সেটিংস হয়ে অতিরিক্ত কনটেন্ট সেটিংসের অটো ভেরিফাই অপশনে ক্লিক করে নিতে হবে।
এরপর বিভিন্ন সাইটে ঢুকলেই অটো ভেরিফিকেশন ফিচার স্বয়ংক্রিয়ভাবে ক্যাপচার ঝামেলা থেকে মুক্তি দেবে। তবে পরীক্ষামূলক অবস্থার জন্য অনেক ওয়েবসাইটে ফিচারটি না-ও কাজ করতে পারে। পুরো সুবিধা ভোগ করতে অপেক্ষা করতে হবে গুগলের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।
সূত্র: লাইফ হ্যাকার
ওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক–এ আরও ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি আমাজন। বড় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে ই-কমার্স জায়ান্টটি এই বিনিয়োগ করেছে। সং
৮ মিনিট আগেএক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৮ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২০ ঘণ্টা আগে